ক্রীড়া ডেস্ক
এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
১ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে