এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে