Ajker Patrika

আমরা জয়ের ধারা থামাচ্ছি না, বলছেন আর্তেতা

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১২: ৩৬
আমরা জয়ের ধারা থামাচ্ছি না, বলছেন আর্তেতা

এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।

এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।

শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।

আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’

গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’

এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত