এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
এবারে প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে আর্সেনাল। গতকালও সেই গতিটা দেখা গেছে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। এভারটনকে ৪-০ গোলে হারিয়েছে গানাররা।
এমন দুর্দান্ত জয়ে খুশি কোচ মিকেল আর্তেতা। ম্যাচ শেষে প্রতিপক্ষদের এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি। আর্সেনাল কোচ জানিয়েছেন, নিজেদের জয়ের ধারা থামাচ্ছেন না তাঁরা।
শেষবার ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। দীর্ঘ এই শিরোপাখরা ঘোচানোর দুর্দান্ত সুযোগ এবার তাদের সামনে। এই সুযোগ কাজে লাগাতে চান বলেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে শিষ্যদের আরও উন্নতির কথা জানিয়েছেন আর্তেতা।
আর্তেতা বলেছেন, ‘আমি যা পছন্দ করি তা করতে প্রত্যেকেরই উৎসাহ রয়েছে। আমরা এটি থামাতে চাইছি না। সামনে আরও অগ্রসর হতে হবে। উন্নতি করার পন্থা হলো এই খেলাটি দেখা এবং বোঝা যে আমরা আরও ভালো করতে পারি। বিশেষ করে প্রথমার্ধে।’
গতকালের জয়ে দুইয়ে থাকা ম্যানেচস্টার সিটির চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে আর্সেনাল। ২৫ ম্যাচে শীর্ষে থাকা গানারদের পয়েন্ট ৬০। অন্যদিকে সমান ম্যাচে ৫৫ পয়েন্ট সিটিজেনদের। তালিকার শীর্ষে থাকায় আর্তেতার কাছে চানতে চাওয়া হয়েছিল এবারের প্রিমিয়ার লিগ জয়ে কোন দল ফেবারিট। উত্তরে তিনি বলেছেন, ‘আপনারা জানেন আমার উত্তর।’
এমিরেটসের এভারটনের বিপক্ষে ৪ গোলের জয়ে দুই অর্ধে দুটি করে গোল করেছে আর্সেনাল। ৪০ মিনিটে প্রথম গোল করেন বুকায়ো সাকা। আর বিরতিতে যাওয়ার আগে অতিরিক্ত সময়ে দলের দ্বিতীয় গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেলি। পরে আরও ১টি গোল করেন মার্টিনেলি। তৃতীয় গোল করা মার্টিন ওডেগার্ডের পরের গোলটিই করেন ব্রাজিলিয়ান তারকা।
ওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১১ মিনিট আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
৪৩ মিনিট আগেডিপ মিড উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ক্যাচটা ধরতেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শোনা যায় গর্জন। মিরপুরে দর্শকদের এই উচ্ছ্বাস যে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের উচ্ছ্বাস। সেই সিরিজ জয়টাও এল এক ম্যাচ হাতে রেখেই। তবে জাকের আলী অনিক এখানেই থামতে চান না।
১ ঘণ্টা আগেটি-টোয়েন্টি তো দূরে থাক। আন্তর্জাতিক ক্রিকেটেই এ বছরে বাংলাদেশের শুরুটা হয়েছিল বেশ বাজে। জিততেই যেন ভুলে গিয়েছিল দলটি। মাত্র এক মাসের মধ্যেই বদলে গেল দলটি। যে টি-টোয়েন্টিতেই বাংলাদেশ অনেক পিছিয়ে, সেই সংস্করণে এখন নিয়মিত ম্যাচ জিতছে তারা।
২ ঘণ্টা আগে