ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আজ লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছিল পর্তুগাল। মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর ম্যাচে রোনালদোর পরিবর্তে মূল একাদশে নেমেছিলেন গনসালো রামোস। নেমেই বাজিমাত করলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে শেষ আটে পর্তুগাল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তার সুফল হিসেবে ১৭ মিনিটে পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল পেয়ে যায় প্রথম গোলের দেখা। হোয়াও ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস। রামোসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এরপর ২২ থেকে ২৩-এই ১ মিনিটের ব্যবধানে পর্তুগিজরা দুইবার সুইস দুর্গে হানা দিয়েছিল। তবে এই দুটো আক্রমণই ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের।
৩০ মিনিটের সময় সুইসদের ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন জারদান শাকিরি। তবে পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা ব্যর্থ করে দিয়েছেন। আর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে ক্রস করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন পেপে। প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, সুইজারল্যান্ড তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো গোল করতে পারেনি সুইসরা। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।
প্রথমার্ধের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা পর্তুগাল ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটে পর্তুগিজরা পেয়ে যায় তৃতীয় গোল। দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ৫৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন রাফায়েল গেরেইরো। গেরেইরোকে অ্যাসিস্ট করেন রামোস। এরপর ৫৮ মিনিটে ম্যাচের ফল ৪-১ করেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। আর ৬৭ মিনিটেই রামোস পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সুইসরা আক্রমণ করলেও আর ব্যবধান কমাতে পারেনি। উপরন্তু ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় পর্তুগাল। গেরেইরোর অ্যাসিস্টে গোল করে অর্ধডজন পূরণ করেন রাফায়েল লিয়াও।
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আজ লুসাইলে সুইজারল্যান্ডের বিপক্ষে দল সাজিয়েছিল পর্তুগাল। মহাগুরুত্বপূর্ণ এই শেষ ষোলোর ম্যাচে রোনালদোর পরিবর্তে মূল একাদশে নেমেছিলেন গনসালো রামোস। নেমেই বাজিমাত করলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে শেষ আটে পর্তুগাল।
সুইজারল্যান্ডের বিপক্ষে আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে পর্তুগাল। তার সুফল হিসেবে ১৭ মিনিটে পর্তুগাল পেয়ে যায় পর্তুগাল পেয়ে যায় প্রথম গোলের দেখা। হোয়াও ফেলিক্সের পাস থেকে বাপায়ের শটে লক্ষ্যভেদ করেন গনসালো রামোস। রামোসের এটা প্রথম আন্তর্জাতিক গোল। এরপর ২২ থেকে ২৩-এই ১ মিনিটের ব্যবধানে পর্তুগিজরা দুইবার সুইস দুর্গে হানা দিয়েছিল। তবে এই দুটো আক্রমণই ঠেকিয়ে দিয়েছেন সুইজারল্যান্ড গোলরক্ষক ইয়ান সোমের।
৩০ মিনিটের সময় সুইসদের ম্যাচে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন জারদান শাকিরি। তবে পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা ব্যর্থ করে দিয়েছেন। আর খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে পর্তুগিজরা। ৩৩ মিনিটে কর্ণার থেকে ক্রস করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ। দারুণ এক হেডে গোল করেন পেপে। প্রথমার্ধের সময় যত গড়িয়েছে, সুইজারল্যান্ড তত বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছিল। তবে কোনো গোল করতে পারেনি সুইসরা। ২-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পর্তুগিজরা।
প্রথমার্ধের আক্রমণাত্মক খেলার ধারাবাহিকতা পর্তুগাল ধরে রাখে দ্বিতীয়ার্ধেও। ৫১ মিনিটে পর্তুগিজরা পেয়ে যায় তৃতীয় গোল। দালোতের পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রামোস। ৫৫ মিনিটে পর্তুগালের চতুর্থ গোল করেন রাফায়েল গেরেইরো। গেরেইরোকে অ্যাসিস্ট করেন রামোস। এরপর ৫৮ মিনিটে ম্যাচের ফল ৪-১ করেন সুইজারল্যান্ডের ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জি। আর ৬৭ মিনিটেই রামোস পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। কাতার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। সুইসরা আক্রমণ করলেও আর ব্যবধান কমাতে পারেনি। উপরন্তু ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ব্যবধান আরও বাড়ায় পর্তুগাল। গেরেইরোর অ্যাসিস্টে গোল করে অর্ধডজন পূরণ করেন রাফায়েল লিয়াও।
শিরোপা জিততেই হবে, এমন দর্শন লালন করেন না বাংলাদেশ নারী ফুটবলের কোচ পিটার বাটলার। ঢাকায় অনুষ্ঠিত মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর মুখে ছিল একই কথা—খেলোয়াড়দের পর্যাপ্ত ‘গেম টাইম’ দিতে চাই। বাটলার তাঁর কথা রেখেছেন। প্রতি ম্যাচেই খেলিয়েছেন ভিন্ন ভিন্ন একাদশ। পরীক্ষা-নি
১৫ মিনিট আগেএশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) সামনে রেখে ঢাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রস্তুতি এগিয়ে চলছে । ভারত, আফগানিস্তান, নেপাল ও ওমানের অংশগ্রহণ নিয়ে শঙ্কা থাকলেও ইতিমধ্যে পাকিস্তান, ইরান , তাজিকিস্তান , মিয়ানমার ও সিঙ্গাপুরসহ কয়েকটি দেশের প্রতিনিধি ঢাকায়
৩৭ মিনিট আগেমাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় গতকাল থেকেই শোকে মুহ্যমান বাংলাদেশ। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে মা-বাবার সন্তান হারানোর বেদনার গল্প। মিরপুর শেরেবাংলায় আজ হতে যাওয়া বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টি বিমান দুর্ঘটনায় হতাহতের উৎসর্গ করা হয়েছে।
১ ঘণ্টা আগেএক মাসের ব্যবধানে আরও একটি ইতিহাস গড়ার সুযোগ পিটার বাটলারের সামনে। এবার অনূর্ধ্ব-২০ দলকে নিয়ে। দলটি গতকালই পেয়েছে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নের খেতাব। লক্ষ্য এখন এশিয়ার মঞ্চে পৌঁছানো।
১ ঘণ্টা আগে