ক্রীড়া ডেস্ক, ঢাকা
চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের আগ পর্যন্ত অনেক ফুটবল রোমান্টিকের কাছেও স্বল্পপরিচিত ছিল শেরিফ তিরারসপোলের নাম। মলডোভার অচেনা এই ক্লাব এর আগে ইউরোপা লিগে খেললেও আলো ছড়াতে না পারায় তেমন আলোচনায় আসেনি। তবে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে ট্রান্সনিস্ট্রিয়ান অঞ্চলের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের পরিচিত মুখ শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারিয়েছে তারা।
শুধু ফুটবল মঞ্চেই নয়, এর বাইরেও বেশ আলোচিত দল শেরিফ। উয়েফাসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে ক্লাবটিকে মলডোভা প্রজাতন্ত্রের তিরাসপোল শহরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে, সেখানে খোদ তিরাসপোলের অধিকাংশ নাগরিকই নিজেদের শহরকে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের রাজধানী বলে দাবি করেন। এমনকি মলডোভার সঙ্গে বিচ্ছিন্নতাবাদী এই অঞ্চলের মধ্যে স্বল্পমেয়াদি রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসও রয়েছে।
শেরিফের অঞ্চল ট্রান্সস্ট্রিয়ান হচ্ছে ডিনিস্টার নদী ও মলডোভার পূর্ব সীমান্তের মধ্যে ৪০০ কিলোমিটারের একটি ভূখণ্ড। এটি স্বঘোষিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিহীন ৪ লাখ ৫০ হাজার জনগোষ্ঠীর একটি রাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ১৫টি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। তবে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের নাম সেই তালিকায় নেই।
বিচ্ছিন্নতাবাদী এই অঞ্চলের মুদ্রা, সীমান্ত পুলিশ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, সামরিক বাহিনী, পাসপোর্ট এবং মোবাইল নেটওয়ার্কও আলাদা। তবে এগুলো মাত্র তিনটি দেশে বৈধ। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়ায় শেরিফকে তাই মলডোবান ক্লাব হিসেবেই খেলতে হচ্ছে।
এমন সংঘাতপূর্ণ ও বিতর্কিত অঞ্চল থেকে শেরিফের উত্থান অনেকটা স্বপ্নের মতো। বাছাইপর্বে তারা হারিয়েছে রেড স্টার বেলগ্রেড ও ডায়নামো জাগরেবের মতো ইউরোপিয়ান মঞ্চের পরিচিত দলকে। আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতারকে হারিয়ে রীতিমতো ইতিহাসই গড়েছে শেরিফ।
শেরিফের সাবেক কোচ গাভরিল বালিন্ট বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি মলডোভার কোনো ক্লাব চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। কিন্তু তারা নিজেদের প্রমাণ করেছে। এটা বিশাল অর্জন।’
শেরিফের এই অর্জনে কৃতিত্ব খেলোয়াড়দের পাশাপাশি ইউক্রেনীয় কোচ ইউরি ভেরনাইদোবকে দেওয়া হচ্ছে। তবে অনেকটা কৃতিত্ব এর মালিকানা প্রতিষ্ঠান শেরিফ লিমিটেডকেও দিতে হবে, যারা অঞ্চলটির জীবনযাত্রার অনেক কিছুকেই নিয়ন্ত্রণ করছে। ২০০২ সালে শেরিফ নিজেদের স্টেডিয়াম তৈরি করে, যেটা গোটা মলডোভার মধ্যে সবচেয়ে আধুনিক। এমনকি সম্পর্ক ভালো না থাকার পরও মলডোভা জাতীয় দলও বেশির ভাগ হোম ম্যাচ খেলে এই স্টেডিয়ামে।
এই ক্লাবের সঙ্গে ভালো স্মৃতি রোমন্থন করে বালিন্ট বলেন, ‘শেরিফে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। ট্রেনিং ক্যাম্প ছিল অসাধারণ।’ বড় মঞ্চেও শেরিফের যাত্রার শুরুটা সুন্দর হলো। এখন সামনের ম্যাচগুলোয় এই শুভসূচনা ধরে রাখার অপেক্ষা।
চ্যাম্পিয়নস লিগের ড্রয়ের আগ পর্যন্ত অনেক ফুটবল রোমান্টিকের কাছেও স্বল্পপরিচিত ছিল শেরিফ তিরারসপোলের নাম। মলডোভার অচেনা এই ক্লাব এর আগে ইউরোপা লিগে খেললেও আলো ছড়াতে না পারায় তেমন আলোচনায় আসেনি। তবে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসে প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে ট্রান্সনিস্ট্রিয়ান অঞ্চলের ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগের পরিচিত মুখ শাখতার দোনেৎস্ককে ২-০ গোলে হারিয়েছে তারা।
শুধু ফুটবল মঞ্চেই নয়, এর বাইরেও বেশ আলোচিত দল শেরিফ। উয়েফাসহ আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে ক্লাবটিকে মলডোভা প্রজাতন্ত্রের তিরাসপোল শহরের প্রতিনিধি হিসেবে বিবেচনা করে, সেখানে খোদ তিরাসপোলের অধিকাংশ নাগরিকই নিজেদের শহরকে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের রাজধানী বলে দাবি করেন। এমনকি মলডোভার সঙ্গে বিচ্ছিন্নতাবাদী এই অঞ্চলের মধ্যে স্বল্পমেয়াদি রক্তক্ষয়ী যুদ্ধের ইতিহাসও রয়েছে।
শেরিফের অঞ্চল ট্রান্সস্ট্রিয়ান হচ্ছে ডিনিস্টার নদী ও মলডোভার পূর্ব সীমান্তের মধ্যে ৪০০ কিলোমিটারের একটি ভূখণ্ড। এটি স্বঘোষিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিহীন ৪ লাখ ৫০ হাজার জনগোষ্ঠীর একটি রাষ্ট্র। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর ১৫টি সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। তবে ট্রান্সস্ট্রিয়ান অঞ্চলের নাম সেই তালিকায় নেই।
বিচ্ছিন্নতাবাদী এই অঞ্চলের মুদ্রা, সীমান্ত পুলিশ, জাতীয় পতাকা, জাতীয় সংগীত, সামরিক বাহিনী, পাসপোর্ট এবং মোবাইল নেটওয়ার্কও আলাদা। তবে এগুলো মাত্র তিনটি দেশে বৈধ। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি না পাওয়ায় শেরিফকে তাই মলডোবান ক্লাব হিসেবেই খেলতে হচ্ছে।
এমন সংঘাতপূর্ণ ও বিতর্কিত অঞ্চল থেকে শেরিফের উত্থান অনেকটা স্বপ্নের মতো। বাছাইপর্বে তারা হারিয়েছে রেড স্টার বেলগ্রেড ও ডায়নামো জাগরেবের মতো ইউরোপিয়ান মঞ্চের পরিচিত দলকে। আর গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শাখতারকে হারিয়ে রীতিমতো ইতিহাসই গড়েছে শেরিফ।
শেরিফের সাবেক কোচ গাভরিল বালিন্ট বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি মলডোভার কোনো ক্লাব চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে খেলতে পারবে। কিন্তু তারা নিজেদের প্রমাণ করেছে। এটা বিশাল অর্জন।’
শেরিফের এই অর্জনে কৃতিত্ব খেলোয়াড়দের পাশাপাশি ইউক্রেনীয় কোচ ইউরি ভেরনাইদোবকে দেওয়া হচ্ছে। তবে অনেকটা কৃতিত্ব এর মালিকানা প্রতিষ্ঠান শেরিফ লিমিটেডকেও দিতে হবে, যারা অঞ্চলটির জীবনযাত্রার অনেক কিছুকেই নিয়ন্ত্রণ করছে। ২০০২ সালে শেরিফ নিজেদের স্টেডিয়াম তৈরি করে, যেটা গোটা মলডোভার মধ্যে সবচেয়ে আধুনিক। এমনকি সম্পর্ক ভালো না থাকার পরও মলডোভা জাতীয় দলও বেশির ভাগ হোম ম্যাচ খেলে এই স্টেডিয়ামে।
এই ক্লাবের সঙ্গে ভালো স্মৃতি রোমন্থন করে বালিন্ট বলেন, ‘শেরিফে আমার অভিজ্ঞতা খুবই ইতিবাচক। ট্রেনিং ক্যাম্প ছিল অসাধারণ।’ বড় মঞ্চেও শেরিফের যাত্রার শুরুটা সুন্দর হলো। এখন সামনের ম্যাচগুলোয় এই শুভসূচনা ধরে রাখার অপেক্ষা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৪ ঘণ্টা আগে