ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। বাকি দুই ম্যাচে জিতলে লিওনেল মেসিরা পরের রাউন্ডে যাবেন হেসে খেলেই। পয়েন্ট হারালে যতটুকু সুযোগ থাকত সেই সম্ভাবনাটাও নষ্ট করে দিল রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড।
হট ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম চমক উপহার দিয়েছিল সৌদি আরব। সৌদি দারুণ খেলল পোল্যান্ডের বিপক্ষেও, কিন্তু ভাগ্য দেবী হেলে রইলেন পোল্যান্ডের দিকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি সুযোগ নষ্ট করা সৌদিকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল পোল্যান্ড।
পোল্যান্ডের এই জয়ে এখন সবচেয়ে বড় বিপদে আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই নিজের শেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবেন মেসি।
মেসিদের সামনে সুযোগ থাকত যদি পোল্যান্ডের বিপক্ষে কোনোভাবে এক পয়েন্ট তুলে নিতে পারত সৌদি আরব। ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্টে শীর্ষে পোল্যান্ড। সৌদির পয়েন্ট ৩। মেক্সিকোর পয়েন্ট এক। আজ আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে চার। শেষ ম্যাচটা তাই আর্জেন্টিনার জন্য হবে শুধুই সান্ত্বনার। তাদের সামনে এখন একটাই সমীকরণ, জিততে হবে শেষ দুই ম্যাচ।
ম্যাচে ১৪ মিনিটে গোলরক্ষক ভয়চেক সেজনির কল্যাণে রক্ষা পায় পোল্যান্ড। সৌদি মিডফিল্ডার মোহামেদ কানোর শট ফেরান সেজনি। পাল্টা জবাবে ২৬ মিনিটে ক্রিস্টিয়ান বিয়ালিকের হেড ঠেকান সালেহ আল শেহরি।
আক্রমণে সৌদির দাপট থাকলেও সুযোগকে কাজে লাগাতে পেরেছে পোল্যান্ডই। ৩৯ মিনিটে রবার্ট লেভানডভস্কির কাটব্যাক থেকে পিওতর জিয়েলনস্কির শটে হার মানেন সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস।
ম্যাচে হারের পেছনে ভাগ্য আর নিজেদেরকেই দোষ দিতে পারেন সৌদির ফুটবলাররা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও দুই দফায় দারুণ সুযোগ নষ্ট করেছে হার্ভে রেনার্দের দল। ৪৩ মিনিটে আল শেহরিকে ডি-বক্সে ফাউল করেন পোলিশ ডিফেন্ডার বিয়ালিক। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অতিরিক্ত সময়ে সালেম আল দাউসারির শট ঠেকান সেজনি। ফিরতি বলে শট নিয়েছিলেন আল ব্রেইক। সেজনি ঠেকান সেই শটও।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ কাজে লাগাতে না পেরে যখন হতাশায় ধুঁকছে সৌদি আরব তখনই অমার্জনীয় ভুল করে বসলেন ডিফেন্ডার আল মালিকি। তাঁর ভুলেই সৌদির কফিনে শেষ পেরেক ঠুকে দেন লেভানডভস্কি। ৮২ মিনিটে নিজেদের বক্সের সামনে সতীর্থের পাসে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে মনোযোগ হারান আল মালিকি। ওত পেতেই ছিলেন লেভা। আল মালিকির পা থেকে বল কেড়ে নিয়ে সৌদির জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল তুলে নেন বার্সা তারকা।
আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠতে পারবে কিনা সেটা এখন কোটি টাকার প্রশ্ন। বাকি দুই ম্যাচে জিতলে লিওনেল মেসিরা পরের রাউন্ডে যাবেন হেসে খেলেই। পয়েন্ট হারালে যতটুকু সুযোগ থাকত সেই সম্ভাবনাটাও নষ্ট করে দিল রবার্ট লেভানডভস্কির পোল্যান্ড।
হট ফেবারিট আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপে প্রথম চমক উপহার দিয়েছিল সৌদি আরব। সৌদি দারুণ খেলল পোল্যান্ডের বিপক্ষেও, কিন্তু ভাগ্য দেবী হেলে রইলেন পোল্যান্ডের দিকে। এডুকেশন সিটি স্টেডিয়ামে পেনাল্টি সুযোগ নষ্ট করা সৌদিকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখল পোল্যান্ড।
পোল্যান্ডের এই জয়ে এখন সবচেয়ে বড় বিপদে আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই নিজের শেষ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নেবেন মেসি।
মেসিদের সামনে সুযোগ থাকত যদি পোল্যান্ডের বিপক্ষে কোনোভাবে এক পয়েন্ট তুলে নিতে পারত সৌদি আরব। ‘সি’ গ্রুপে দুই ম্যাচ শেষে ৪ পয়েন্টে শীর্ষে পোল্যান্ড। সৌদির পয়েন্ট ৩। মেক্সিকোর পয়েন্ট এক। আজ আর্জেন্টিনা হেরে গেলে মেক্সিকোর পয়েন্ট হবে চার। শেষ ম্যাচটা তাই আর্জেন্টিনার জন্য হবে শুধুই সান্ত্বনার। তাদের সামনে এখন একটাই সমীকরণ, জিততে হবে শেষ দুই ম্যাচ।
ম্যাচে ১৪ মিনিটে গোলরক্ষক ভয়চেক সেজনির কল্যাণে রক্ষা পায় পোল্যান্ড। সৌদি মিডফিল্ডার মোহামেদ কানোর শট ফেরান সেজনি। পাল্টা জবাবে ২৬ মিনিটে ক্রিস্টিয়ান বিয়ালিকের হেড ঠেকান সালেহ আল শেহরি।
আক্রমণে সৌদির দাপট থাকলেও সুযোগকে কাজে লাগাতে পেরেছে পোল্যান্ডই। ৩৯ মিনিটে রবার্ট লেভানডভস্কির কাটব্যাক থেকে পিওতর জিয়েলনস্কির শটে হার মানেন সৌদি গোলরক্ষক মোহামেদ আল ওয়াইস।
ম্যাচে হারের পেছনে ভাগ্য আর নিজেদেরকেই দোষ দিতে পারেন সৌদির ফুটবলাররা। প্রথমার্ধে পেনাল্টি পেয়েও দুই দফায় দারুণ সুযোগ নষ্ট করেছে হার্ভে রেনার্দের দল। ৪৩ মিনিটে আল শেহরিকে ডি-বক্সে ফাউল করেন পোলিশ ডিফেন্ডার বিয়ালিক। ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। অতিরিক্ত সময়ে সালেম আল দাউসারির শট ঠেকান সেজনি। ফিরতি বলে শট নিয়েছিলেন আল ব্রেইক। সেজনি ঠেকান সেই শটও।
দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ কাজে লাগাতে না পেরে যখন হতাশায় ধুঁকছে সৌদি আরব তখনই অমার্জনীয় ভুল করে বসলেন ডিফেন্ডার আল মালিকি। তাঁর ভুলেই সৌদির কফিনে শেষ পেরেক ঠুকে দেন লেভানডভস্কি। ৮২ মিনিটে নিজেদের বক্সের সামনে সতীর্থের পাসে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে মনোযোগ হারান আল মালিকি। ওত পেতেই ছিলেন লেভা। আল মালিকির পা থেকে বল কেড়ে নিয়ে সৌদির জালে বল জড়িয়ে বিশ্বকাপে নিজের প্রথম গোল তুলে নেন বার্সা তারকা।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৭ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৯ ঘণ্টা আগে