ফার্গুসন-ওয়েঙ্গার আর মরিনহোর ত্রিমুখী লড়াই শেষ হয়েছে এক দশক আগে। তাঁরা যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু ইয়ুর্গেন ক্লপ বনাম পেপ গার্দিওলা নামের দুই ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের কিংবদন্তিতুল্য এক লড়াইয়ের। একে অপরের প্রতি সম্মান আর সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী হওয়া যায়, সেটা আধুনিক ফুটবলকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ক্লপ আর পেপ। এক দশক আগে শুরু হওয়া দুই কোচের কৌশলের লড়াই আজ আপাতত সমাপ্তির পথে।
এই মৌসুমেই লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ২০১৫ সাল থেকে অল রেডদের কোচের দায়িত্বে থাকা ক্লপ। জার্মান কোচের বিদায় ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্ব বুভুক্ষুর মতো চেয়ে আছে আজকের লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচের দিকে। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে অ্যানফিল্ডে ক্লপ আপাতত বিদায় জানাবেন তাঁর ‘নেমেসিস’ গার্দিওলাকে। স্প্যানিশ গার্দিওলা আর জার্মান ক্লপের কৌশলের লড়াইটা শুরু হয়েছিল ২০১৩ সালে, জার্মান বুন্দেসলিগায়। সেখান থেকে দুই কোচের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণতা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে এসে। দুই কোচ নিজেদের দলকে নিয়ে লিগ শিরোপা লড়াইটাকে নিয়ে গেছেন বাকিদের নাগালের বাইরে। ২০১৭ সালের আগে যেখানে গড়ে ৮৫ পয়েন্ট হলেই শিরোপা জেতা যেত, সেখানে ক্লপের লিভারপুল ৯৭ পয়েন্টেও ট্রফি জিততে পারেনি গার্দিওলার সিটির কারণে। এই মৌসুমে সিটির থেকে মাত্র ১ পয়েন্টে এগিয়ে লিভারপুল। আজকের ম্যাচের ফলে মৌসুমের শিরোপা হেলে যেতে পারে যে কারও দিকে। ক্লপকে বিদায় জানাতে গিয়ে পেপ গার্দিওলার বুকে বেদনার রাগিণী হয়তো বাজবে, আবার সেই দুঃখ সিটি কোচ ভুলতে চাইবেন চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই।
ফার্গুসন-ওয়েঙ্গার আর মরিনহোর ত্রিমুখী লড়াই শেষ হয়েছে এক দশক আগে। তাঁরা যেখানে শেষ করেছেন, সেখান থেকেই শুরু ইয়ুর্গেন ক্লপ বনাম পেপ গার্দিওলা নামের দুই ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের কিংবদন্তিতুল্য এক লড়াইয়ের। একে অপরের প্রতি সম্মান আর সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে একে অপরের চির প্রতিদ্বন্দ্বী হওয়া যায়, সেটা আধুনিক ফুটবলকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন ক্লপ আর পেপ। এক দশক আগে শুরু হওয়া দুই কোচের কৌশলের লড়াই আজ আপাতত সমাপ্তির পথে।
এই মৌসুমেই লিভারপুলের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন ২০১৫ সাল থেকে অল রেডদের কোচের দায়িত্বে থাকা ক্লপ। জার্মান কোচের বিদায় ঘোষণার পর থেকেই ফুটবল বিশ্ব বুভুক্ষুর মতো চেয়ে আছে আজকের লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচের দিকে। বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে অ্যানফিল্ডে ক্লপ আপাতত বিদায় জানাবেন তাঁর ‘নেমেসিস’ গার্দিওলাকে। স্প্যানিশ গার্দিওলা আর জার্মান ক্লপের কৌশলের লড়াইটা শুরু হয়েছিল ২০১৩ সালে, জার্মান বুন্দেসলিগায়। সেখান থেকে দুই কোচের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণতা পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে এসে। দুই কোচ নিজেদের দলকে নিয়ে লিগ শিরোপা লড়াইটাকে নিয়ে গেছেন বাকিদের নাগালের বাইরে। ২০১৭ সালের আগে যেখানে গড়ে ৮৫ পয়েন্ট হলেই শিরোপা জেতা যেত, সেখানে ক্লপের লিভারপুল ৯৭ পয়েন্টেও ট্রফি জিততে পারেনি গার্দিওলার সিটির কারণে। এই মৌসুমে সিটির থেকে মাত্র ১ পয়েন্টে এগিয়ে লিভারপুল। আজকের ম্যাচের ফলে মৌসুমের শিরোপা হেলে যেতে পারে যে কারও দিকে। ক্লপকে বিদায় জানাতে গিয়ে পেপ গার্দিওলার বুকে বেদনার রাগিণী হয়তো বাজবে, আবার সেই দুঃখ সিটি কোচ ভুলতে চাইবেন চির প্রতিদ্বন্দ্বীকে হারিয়েই।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৮ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
২ ঘণ্টা আগে৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
৩ ঘণ্টা আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
৪ ঘণ্টা আগে