Ajker Patrika

আগুয়েরোর এমন বিদায়ে বেদনাহত মেসি

আগুয়েরোর এমন বিদায়ে বেদনাহত মেসি

বন্ধুর সঙ্গে খেলবেন বলে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় এসেছিলেন সার্জিও আগুয়েরো। কিন্তু দলবদলের নাটকীয়তায় মৌসুম শুরুর আগেই বার্সা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) চলে যান মেসি। বন্ধুর এমন প্রস্থান কষ্ট দিয়েছিল আগুয়েরোকে। তবে ভাগ্যের নির্মমতায় মেসিবিহীন বার্সাতে থিতু হতে পারলেন না আগুয়েরোও। তাঁকে তো বিদায় জানাতে হচ্ছে ফুটবল ক্যারিয়ারটাকেই। 

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে আগুয়েরোর বুট খুলে রাখার সিদ্ধান্ত কষ্ট দিয়েছে মেসিকে। বন্ধুর এমন বিদায় মানতেই পারছেন না আর্জেন্টাইন মহাতারকা। আগুয়েরোকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসি লিখেন, ‘কার্যত আমরা গোটা ক্যারিয়ারটাই এক সঙ্গে কাটিয়েছি। একসঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আর যেগুলো তেমন মুহূর্ত ছিল না সবকিছুই আমাদের আরও ঐক্যবদ্ধ করেছে। আমাদের বন্ধুত্বকে আরও গাঢ় করেছে। মাঠের বাইরে আমরা সেভাবেই জীবন কাটাব।’ 

কদিন আগেই আগুয়েরোকে সঙ্গে নিয়েছেন কোপা আমেরিকা জিতেছেন মেসি। সেই মুহূর্তকে স্মরণ করে মেসি বলেন, ‘কদিন আগেই এক সঙ্গে কোপা আমেরিকার শিরোপা জয়, ইংল্যান্ডেও তোমার দারুণ অর্জন-সত্যি কথা হচ্ছে, যে কাজটা করতে তুমি সবচেয়ে বেশি ভালোবাসতে, সেটাকে যেভাবে বিদায় বলতে দেখাটা খুব কষ্টের। তবু নিশ্চিতভাবে তুমি আনন্দে থাকবে। কারণ তুমি এমন মানুষ যে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দাও। আর আমরা যারা তোমাকে ভালোবাসি, তারা সব সময় তোমার সঙ্গে আছি।’ 

এ সময় আগুয়েরোকে নতুন জীবনের শুভকামনা জানিয়ে মেসি বলেন, ‘এখন তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। আমি নিশ্চিত যে, তুমি হাসি মুখেই নতুন জীব কাটাবে। সেই নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। আমি তোমাকে অনেক ভালোবাসি বন্ধু। জাতীয় দলে আমি তোমাকে অনেক মিস করব।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

এনসিপির পদযাত্রা উপলক্ষে ‘স্কুল বন্ধের সিদ্ধান্ত’, প্রধান শিক্ষকের দুই রকম বক্তব্য

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত