কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।
এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।
২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।
রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।
কিলিয়ান এমবাপ্পের সঙ্গে চুক্তির ঘোষণা রিয়াল মাদ্রিদ দিয়েছিল অনেক আগেই। আনুষ্ঠানিকভাবে গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেয় রিয়াল। আক্রমণভাগে তো আগে থেকেই রয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। এমবাপ্পে-ভিনিদের সঙ্গে রিয়াদে থাকার মেয়াদ বাড়ল লুকা মদরিচের।
এ বছরের জুনেই রিয়াল মাদ্রিদে থাকার পুরোনো চুক্তি শেষ হয়ে যায় মদরিচের। তারকা মিডফিল্ডারের সঙ্গে আজ ২০২৫ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নেয় রিয়াল। স্প্যানিশ ক্লাবটি আজ নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে তা জানিয়েছে। শুধু তাই নয়, মদরিচ রিয়ালকে নেতৃত্ব দেবেন। ২০২৩-২৪ মৌসুমে লা লিগা, চ্যাম্পিয়নস লিগ দুটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছে ‘রয়্যাল মাদ্রিদ’।
২০০৩ সালে স্বদেশি দিনামো জাগরেব ক্লাবের হয়ে ক্লাব ক্যারিয়ারে পথচলা শুরু হয় মদরিচের। মাঝে জিরিনস্কি মোস্তার, ইন্টার জ্যাপরেসিক দুটি ক্লাবে ধারে খেলতে যাওয়ার ঘটনাও রয়েছে। ২০০৮ পর্যন্ত জাগরেবে খেলার পর পাড়ি জমান ইংল্যান্ডের ক্লাব টটেনহামে। ইংলিশ ক্লাবে চার বছর কাটানোর পর ২০১২ সালে রিয়াল মাদ্রিদে আসেন। দীর্ঘ এক যুগ রিয়াল যেন তাঁর ‘দ্বিতীয় বাড়ি’ হয়ে উঠেছে। টানা ১৩ মৌসুম কাটাতে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটিতে। রিয়ালের জার্সিতে জিতেছেন ২৬টি মেজর শিরোপা। যার মধ্যে রয়েছে ৬টি চ্যাম্পিয়নস লিগ এবং লা লিগার চারটি শিরোপা।
রিয়ালে মদরিচের এত এত শিরোপা থাকলেও আন্তর্জাতিক ফুটবলে শিরোপার হাহাকার রয়েছে। দুইবার শিরোপা কাছাকাছি গিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছে। ২০১৮ ফুটবল বিশ্বকাপে ফ্রান্সের কাছে হেরে রানার্সআপ হতে হয় ক্রোয়েশিয়াকে। সেবারই ব্যালন ডি’অর জেতেন মদরিচ। ২০২৩ উয়েফা নেশনস লিগে ক্রোয়েশিয়াকে কাঁদিয়েছে স্পেন। ২০২২ ফুটবল বিশ্বকাপে তৃতীয় হয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় ক্রোয়াটদের।
রক্ষণভাগের মতো রিয়াল মাদ্রিদ মিডফিল্ডও নিয়েও বেশ ভুগছে। টনি ক্রুস ক্লাব ছাড়লেও তাঁর অভাব পূরণ করতে পারেননি কেউ। একজন প্লে মেকারের অভাবে স্পষ্ট মাঠে। ৩৯ বছর বয়সী লুকা মদরিচ থাকলেও নিয়মিত শুরুর একাদশে জায়গা পান না তিনি। বয়সের ভারও রয়েছে তাঁর। চলতি মৌসুম শেষে রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে মদরিচের
৩ ঘণ্টা আগেমাঝখানে নাই হয়ে গেছে ৯ বছর। তারপরও ২০১৬ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টারের রূপকথার গল্প ফুটবলপ্রেমীদের ভুলে যাওয়ার কথা নয়। যা কখনো ভাবা যায়নি, সেবার সেটাই করেছিল লেস্টার। বড় বড় সব ফুটবল পণ্ডিতদের হিসেব-নিকেশ উল্টে দিয়ে জিতে নিয়ে লিগ শিরোপা।
৫ ঘণ্টা আগেঅলিখিত ফাইনালে পারটেক্সকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) টিকে গেল ব্রাদার্স ইউনিয়ন। ডিপিএলের আগামী মৌসুমের টিকিট নিশ্চিত করেছে তারা। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে রেলিগেশন লিগের শেষ ম্যাচে ব্রাদার্স জয় পায় ১১৩ রানের বড় ব্যবধানে।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ দরের হয়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ঘরের মাঠে এবার অভিষেকের অপেক্ষা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। সব ঠিকঠাক থাকলে, সেই ম্যাচেই দেশের মাঠে অভিষেক হবে হামজার। সমিত সোম-কিউবা মিচেলদেরও দ্রত টানার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন
৬ ঘণ্টা আগে