Ajker Patrika

প্রবাসী ফুটবলারদের ট্রায়াল

হামজাদের পথ ধরে আসবেন কারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ জুন ২০২৫, ১৬: ৫৭
হামজা-শমিত-ফাহামিদুলদের মতো আরও প্রবাসী ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি
হামজা-শমিত-ফাহামিদুলদের মতো আরও প্রবাসী ফুটবলারের বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি

এক যুগ আগে শুরুটা হয়েছিল জামাল ভূঁইয়াকে দিয়ে। তবে সেই পালে নতুন করে হাওয়া লেগেছে হামজা চৌধুরীর রাজসিক আগমনে। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শুরুর একাদশে ছিলেন পাঁচ প্রবাসী। তাই প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রাটা এখন তুঙ্গে। শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক পর্যায়েও এর ছাপ পড়েছে।

আগেই জানা ছিল, প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়ালের আয়োজন করবে বাফুফে। ট্রায়ালের দিনক্ষণও চূড়ান্ত—২৮,২৯ ও ৩০ জুন। সব ঠিক থাকলে জাতীয় স্টেডিয়ামে নিজেকে প্রমাণের জন্য দেশের বাইরে থেকে আসছেন ৪৮ ফুটবলার।

সব ফুটবলারই ব্যক্তিগত খরচে ঢাকায় আসছেন। ট্রায়ালের সময় তাঁদের জার্সি, শর্টস ও মোজা দেবে বাফুফে। এ ছাড়া বাকি ইকুইপমেন্ট নিজের জোগাড় করে নিতে হবে। ট্রায়ালটির তত্ত্বাবধানে থাকবে বাফুফের টেকনিক্যাল কমিটি।

৪৮ জনের মধ্যে বেশির ভাগ ফুটবলারেরই পজিশন লেফট উইং কিংবা মিডফিল্ডার। সেই তুলনায় স্ট্রাইকার কম, কিন্তু যাঁরা আসছেন তাঁরা ভালো মানের বলে জানিয়েছেন ট্রায়ালের কো-অর্ডিনেটর সাকিব মাহমুদ। ডেনমার্ক থেকে আজকের পত্রিকা'কে তিনি বলেন, ‘তিনজন স্ট্রাইকার আনছি আমি। এর মধ্যে দুজন আছে যারা ইংল্যান্ডের লিগে খেলে থাকে, আরেকজন বয়সভিত্তিক লিগে। তারা ক্লাবের হয়ে স্ট্রাইকার হিসেবেই খেলে থাকে। তাদের নাম এখন বলতে চাচ্ছি না।’

জাতীয় স্টেডিয়ামে ট্রায়ালের প্রথম দিন কেমন হবে তা জানিয়ে সাকিব বলেন, ‘ট্রায়াল শুরু হবে সকাল ৮টায়, শেষ হবে বেলা ১টায়। প্রথমে স্মল ফাইভ একটি ম্যাচ হবে। যেখানে দুজন টিম হয়ে খেলবে। বিপ টেস্টের পর শেষ দিকে স্বল্প সময়ের কয়েকটি ম্যাচ হবে।’

ট্রায়ালকে সামনে রেখে পাঁচজনের একটি স্বাধীন প্যানেল করবে বাফুফে। যেখানে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। সাবেক খেলোয়াড়েরা থাকতে পারেন সেই প্যানেলে। তিন দিনের ট্রায়ালের পর ডেটাবেইস তৈরি করা হবে প্যানেল থেকে। সাকিব বলেন, ‘ট্রায়ালে টিকে যাওয়ার পর, তাদের একটি রিপোর্ট কার্ড তৈরি হবে। এরপর আলাদাভাবে কথা বলা হবে সবার সঙ্গে। কে কোন টুর্নামেন্টে খেলতে পারবে। কারণ যেহেতু বিদেশে থাকে, সবাইকে তো আর সব সময় পাওয়া যাবে না। সবারই নানান ব্যস্ততা রয়েছে।’

ট্রায়ালে আসা বেশির ভাগ ফুটবলারেরই বয়স ২১ থেকে ২২। এই বয়সে জাতীয় দলে নাম লেখানোর অভিজ্ঞতা রয়েছে অনেকের। বাংলাদেশেও এর কম উদাহরণ নেই। তাই প্রবাসী ফুটবলারদের অনেকেই আসবেন জাতীয় দলে সুযোগ পাওয়ার প্রত্যাশা নিয়ে। সেপ্টেম্বরে ভিয়েতনামে অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাই খেলবে বাংলাদেশ। সেই সম্ভাবনার দুয়ারও খোলা রয়েছে। তবে ট্রায়ালে জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার থাকা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ১০ জুন সিঙ্গাপুর ম্যাচের পরদিনই ছুটি কাটাতে স্পেন ফিরে যান তিনি।

সাকিব বলেন, ‘বাফুফের টেকনিক্যাল কমিটি ট্রায়ালের দেখভাল করবে। ফাহাদ করিম (বাফুফে সহসভাপতি) বলেছিলেন কাবরেরাও থাকবেন। তবে এখন শুনতে পাচ্ছি তিনি থাকবেন না। তিনি জাতীয় দলের হেড কোচ। তিনি যদি না থাকেন, তাহলে জাতীয় দলে কার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে, সেটা তো বোঝা যাবে না বলে মনে হচ্ছে আমার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

তিন মাস পর দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান

ক্রীড়া ডেস্ক    
নিজের দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান। ছবি: ইনস্টাগ্রাম
নিজের দ্বিতীয় বিয়ের খবর জানালেন রশিদ খান। ছবি: ইনস্টাগ্রাম

রশিদ খানের দ্বিতীয় বিয়ে নিয়ে আলোচনাটা শোনা যাচ্ছিল অনেক দিন ধরে। অবশেষে আফগান এই লেগস্পিনার খবরটা জানিয়েই দিয়েছেন। তিন মাস পর সামাজিকমাধ্যমে নিজের দ্বিতীয় বিয়ের কথা প্রকাশ করেছেন রশিদ খান।

এ বছরের ২ আগস্ট দ্বিতীয় বিয়ে করলেও সেটা গতকাল রাতে রশিদ খান জানিয়েছেন। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বরের বেশে একটি ছবি পোস্ট করেছেন। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক লিখেছেন, ‘২০২৫-এর ২ আগস্ট জীবনের নতুন ও অর্থবহ এক অধ্যায় শুরু করলাম। আমি আমার বিয়ে সারলাম। এমন এক নারীকে বিয়ে করেছি, যিনি ভালোবাসা ও শান্তিতে জীবন ভরে তুলতে পারেন। এমন জীবনসঙ্গী খুঁজে আসছিলাম অনেক দিন ধরেই।’

নেদারল্যান্ডসে কদিন আগে এক নারীর সঙ্গে রশিদ খানের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেই ছবি নিয়ে নেটিজেনরা যে মন্তব্য করেছিলেন, সেটা খুব লেগেছে রশিদের কাছে। ইনস্টাগ্রামে গত রাতে আফগান লেগস্পিনার লিখেছেন, ‘কদিন আগে আমার স্ত্রীকে নিয়ে একটি চ্যারিটি ইভেন্টে গিয়েছিলাম। কিন্তু মানুষজনের কাছ থেকে যে ধারণা পেলাম, সেটা সত্যিই দুর্ভাগ্যজনক। সত্যি কথা হচ্ছে সে আমার স্ত্রী। এখানে গোপনীয়তার কিছু নেই। সবাইকে ধন্যবাদ।’ আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক অবশ্য তাঁর স্ত্রীর ছবি পোস্ট করেননি।

কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে গত বছরের অক্টোবরে ধুমধাম করে হয়েছিল রশিদ খানের বিয়ের অনুষ্ঠান। সেবার তিনি একা নন। তাঁর তিন ভাইও বিয়ের পিঁড়িতে বসেছিলেন। মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নাজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকিসহ রশিদের অনেক সতীর্থ তখন উপস্থিত ছিলেন কাবুলের সেই বিয়ের অনুষ্ঠানে।

রশিদ খান সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এ বছরের ৩১ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে। তাঁর নেতৃত্বে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। ঠিক তার আগে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা ওয়ানডে সিরিজে বাংলাদেশের ওপর নিয়েছিল আফগানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সিলেটে লড়ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড, বিকেলে নামছে পাকিস্তান-শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বিকেলে। ছবি: ক্রিকইনফো
পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বিকেলে। ছবি: ক্রিকইনফো

সিলেটে আজ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচ দিয়ে সাড়ে চার মাস পর টেস্ট খেলতে নামল বাংলাদেশ। এদিকে রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। মেয়েদের বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি থান্ডার ম্যাচও এরই মধ্যে শুরু হয়ে গেছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।

ক্রিকেট খেলা সরাসরি

সিলেট টেস্ট

প্রথম দিন

বাংলাদেশ-আয়ারল্যান্ড

সকাল ৯টা ৩০ মিনিটে

সরাসরি

টি স্পোর্টস

প্রথম টি-টোয়েন্টি

পাকিস্তান-শ্রীলঙ্কা

বেলা ৩ টা ৩০ মিনিট

সরাসরি

পিটিভি স্পোর্টস

মেয়েদের বিগ ব্যাশ

মেলবোর্ন রেনেগেডস-সিডনি থান্ডার

সকাল ১০ টা ১০ মিনিট

সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

২৫০ কিলোমিটার দূরে থেকে বাসায় গোলাগুলির খবর পেলেন পাকিস্তানি ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২: ৪৪
নাসিম শাহর বাসায় গোলাগুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ছবি: ক্রিকেটার
নাসিম শাহর বাসায় গোলাগুলি চালিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। ছবি: ক্রিকেটার

নাসিম শাহর ব্যস্ততা এখন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে। এখন তিনি অবস্থান করছেন পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের ভেন্যু রাওয়ালপিন্ডিতে। পাঞ্জাব প্রদেশের এই শহর থেকে ২৫৫ কিলোমিটার দূরে পাকিস্তানি পেসারের বাসায় হামলা করেছে অজ্ঞাতনামা বন্দুকধারীরা।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লোয়ার দিরে নাসিমের বাসায় গতকাল ভোরে হামলা চালিয়েছে কয়েকজন দুর্বৃত্ত। পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা পাকিস্তানি পেসারের বাসার গেটে গুলি চালায়। এই হামলায় কেউ হতাহত হননি। তবে সেসময় নাসিমের বাড়িতে কারা ছিলেন, সেটা জানা যায়নি।

নাসিমের বাসায় গোলাগুলি করার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। পুলিশ এরই মধ্যে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানা গেছে, হামলার পর নাসিমের বাবা স্থানীয় এক পুলিশ কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন। দোষীদের দ্রুতই শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। লোয়ার দিরে হামলা হলেও নাসিম শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ত্যাগ করেননি। ক্রিকইনফোর গত রাতে এক প্রতিবেদনে জানা গেছে, রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই থাকবেন।

রাওয়ালপিন্ডিতে আজ বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হচ্ছে পাকিস্তান-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১৩ ও ১৫ নভেম্বর। সেই দুই ওয়ানডেও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় শুরু হবে। এই সিরিজ দিয়ে পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে ২৫ মাস পর। ২০২৩ সালের ১০ অক্টোবর হায়দরাবাদে ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।

নাসিম শাহর দুই ছোট ভাইও পেশাদার ক্রিকেটার। ২০২৪ পাকিস্তান সুপার লিগের ফাইনালে নাসিম ও হুনাইন শাহ একসঙ্গে ইসলামাবাদ ইউনাইটেডে খেলেছেন। জয়সূচক রানটা এসেছে হুনাইনের ব্যাট থেকে। সেবার মুলতান সুলতানস হয়েছিল রানার্সআপ।

খেলা, ক্রিকেট, পাকিস্তানি ক্রিকেট, নাসিম শাহ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

একগাদা ক্যাচ ফেলে লাঞ্চে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১২: ০৫
আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি
আয়ারল্যান্ডের বিপক্ষে একের পর এক ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ছবি: বিসিবি

সিলেটে যেন ক্যাচ মিসের পসরা সাজিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের ব্যাটাররা ক্যাচ তুলে দিলেও তাইজুল ইসলাম-মেহেদী হাসান মিরাজরা সেগুলো লুফে নিতে পারেননি। বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছে আইরিশরা।

টেস্টে সবশেষ বাংলাদেশ খেলেছে কলম্বোতে এ বছরের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে। মাঝের এই সময়ে বাংলাদেশের ব্যস্ততা ছিল ওয়ানডে ও টি-টোয়েন্টিতে। অবশেষে সাড়ে চার মাস পর টেস্টে ফিরল বাংলাদেশ। তবে সিলেটে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের প্রদর্শনী চলছে। লাঞ্চের আগে তিনটি ক্যাচ মিস করেছে স্বাগতিকেরা। বাংলাদেশের বাজে ফিল্ডিংয়ের সুযোগে ২৬ ওভারে ১ উইকেটে ৯৪ রানে প্রথম দিনের প্রথম সেশনের খেলা শেষ করেছে আয়ারল্যান্ড। পল স্টার্লিং ৫৮ রানে অপরাজিত। ৩০ রানে ব্যাটিং করছেন ক্যাড কারমাইকেল। এর আগে ওয়ানডে খেললেও আজই তাঁর টেস্টে অভিষেক হয়েছে।

সিলেটে সিরিজের প্রথম টেস্টে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বলবার্নি। তবে এক ওভার পেরোনোর আগেই উইকেট হারায় সফরকারীরা ইনিংসের চতুর্থ বলে অধিনায়ক বলবার্নিকে দারুণ এক ইনসুইংগারে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ নিলেও কোনো কাজে আসেনি বলবার্নির। উপরন্তু দলের একটা রিভিউ নষ্ট করে গেলেন আইরিশ অধিনায়ক। বাংলাদেশের পিচ্ছিল ফিল্ডিংয়ের সুযোগ নিচ্ছে ০ রানে প্রথম উইকেট হারানো আয়ারল্যান্ড। ইনিংসের চতুর্থ ওভারের চতুর্থ বলে দ্বিতীয় স্লিপে বল হাতে পেয়েও ধরে রাখতে পারেননি সাদমান। স্টার্লিংয়ের রান তখন ১০। আইরিশ তারকা ক্রিকেটার জীবন পেয়েছেন নাহিদ রানার বলে।

চতুর্থ থেকে ষষ্ঠ—এই তিন ওভারে একটি করে ক্যাচ মিস করেছে বাংলাদেশ। ইনিংসের পঞ্চম ওভারের চতুর্থ বলে হাসান মাহমুদের অফস্টাম্পের বাইরের বল টেনে লেগে খেলতে যান কারমাইকেল। ডিপ মিডউইকেটে দাঁড়িয়ে থাকা তাইজুল ক্যাচ মিস করেছেন। ডান হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন তিনি। তাইজুলের পরিবর্তে বদলি ফিল্ডার হিসেবে নামেন জাকের আলী অনিক। কারমাইকেলও ব্যক্তিগত ১০ রানে জীবন পেয়েছেন। নাহিদ রানার বলে ফের জীবন পেয়েছেন স্টার্লিং। এরপর ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে নাহিদ রানাকে ব্যাকফুটে খেলতে যান পল স্টার্লিং। গালি অঞ্চলে দাঁড়িয়ে থাকা মিরাজ ডানদিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি। তাঁর হাত থেকে এরপর ঝরতে থাকে রক্ত। তৎক্ষণাৎ ফিজিও এসে দেখার পর মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন মিরাজ।

দ্বিতীয়বার যখন স্টার্লিং জীবন পেয়েছেন, তখনো তাঁর রান ১০। বাংলাদেশের ক্যাচ মিসের সুযোগ কাজে লাগিয়ে তিনি তাঁর টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নিয়েছেন। এখন পর্যন্ত ৭৩ বল খেলে ৯ চার মেরেছেন তিনি। আর চোট পাওয়া তাইজুল দ্রুতই মাঠে ফিরে এসেছেন। ৯ ওভার বোলিংও করেছেন বাংলাদেশের এই বাঁহাতি স্পিনার। কারমাইকেলের সতীর্থ জন নিলের আজ টেস্টে অভিষেক হয়েছে। নিল-কারমাইকেলের মতো বাংলাদেশের হাসান মুরাদও ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচ খেলতে নেমেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত