ক্রীড়া ডেস্ক
রুবেন আমোরিম চলে এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। এবার কি পুরোনো রূপে ফিরতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? ক্লাবটি ইউনাইটেড বলেই শুরুতে প্রশ্নটি উঠছে। গত সপ্তাহে লিসবনে আমোরিমের অধীনে স্পোর্টিং সিপি চ্যাম্পিয়নস লিগে যেভাবে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে, সেটি দেখে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে রেড ডেভিল সমর্থকেরাও।
এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়েছেন আমোরিম। গত সোমবার স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টারে এসেছেন পর্তুগিজ কোচ। তাঁর আগমনে ওল্ড ট্রাফোর্ডকে বিদায় বলেছেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। ডাচ কিংবদন্তির অধীনে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র করেছে রেড ডেভিলরা। আমোরিমের কোচিং দলে জায়গা না হওয়ায় ২ বছরের চুক্তি শেষের আগেই বিদায় নিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার।
ইউরোপের আলোচনায় থাকা তরুণ কোচদের একজন আমোরিম। পর্তুগাল জাতীয় দলে সাবেক এই মিডফিল্ডার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। কোচিংয়ে ইন্টার্নশিপ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে। তাঁর আরেক পরিচয় ‘কবি’। নামটি দিয়েছেন রোনালদোই। এবার কি ওল্ড ট্রাফোর্ডে কবির মতো ছন্দ বাঁধতে পারবেন আমোরিম?
কেমন হবে ৩৯ বছর বয়সী কোচের কৌশল? বিবিসি জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তাঁরই স্বদেশি ব্রুনো ফার্নান্দেস। এই অ্যাটাকিং মিডফিল্ডারের হাতেই ইউনাইটেডের নেতৃত্ব। দুই পর্তুগিজ জুটি কী করবেন—এখন সেটিই দেখার। তিন ব্যাক, দুই উইং ব্যাক, দুই মিডফিল্ডার, দুই ইনসাইড ফরোয়ার্ড ও এক স্ট্রাইকার—এভাবেই রেড ডেভিলদের খেলানোর প্রস্তুতি নিচ্ছেন আমোরিম।
এই ৩-৪-৩ ফরমেশনে ব্রুনো কোথায় খেলবেন? জার্সি নম্বর ‘৮’ গায়েই তাঁকে দেখা যেতে পারে ‘ফলস নাইন’ বা ‘অর্থোডক্স মিডফিল্ডার’ হিসেবে। এমনকি দেখা যেতে পারে ইনসাইড ফরোয়ার্ডের ভূমিকায়ও। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে অভিষেক হবে আমোরিমের। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ইপসউইচ টাউন। শুরুটা কেমন করবেন এ নিয়ে আমোরিমের কথা, ‘আমি জানি শুরুটা কেমন করতে যাচ্ছি। কারণ, আপনাকে একটা কাঠামো দিয়ে শুরু করতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আমোরিমের চ্যালেঞ্জটা বিশাল। লিগে ইউনাইটেডের বর্তমান অবস্থান ১৩তম স্থানে। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালে অবসর নেওয়ার পর আর লিগ জিততে পারেননি ক্লাবটি। সেই পুরোনো স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসতে গত ১১ বছরে ষষ্ঠ স্থায়ী কোচ নিয়োগ দিল ইউইনাইটেড। ডেভিড ময়েস, লুই ফন গাল, মরিনহো, ওলে গানার সুলশার ও টেন হাগ যা করতে পারেননি, আমোরিম কি সেটি পারবেন? স্যার ফার্গুসনের ২৭ বছরের কোচিং অধ্যায়ের সাফল্যের কিছু ছিটেফোঁটা যদি দেখাতে পারেন, সেটিও হবে অনেক কিছু। অবশ্য দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউনাইটেডে দিন বদলানো নিয়ে বলেছেন, ‘এখন না হলে কখনো নয়।’ সাফল্যের জন্য শিষ্যদের মধ্যে আত্মবিশ্বাস তো বটে, সমর্থকদের মনেও বিশ্বাস ফেরাতে হবে আমোরিমকে। এত বড় চ্যালেঞ্জের সামনে তরুণ কোচ কেমন করেন, সেটিই এখন দেখার।
রুবেন আমোরিম চলে এসেছেন ওল্ড ট্রাফোর্ডে। এবার কি পুরোনো রূপে ফিরতে পারবে ম্যানচেস্টার ইউনাইটেড? ক্লাবটি ইউনাইটেড বলেই শুরুতে প্রশ্নটি উঠছে। গত সপ্তাহে লিসবনে আমোরিমের অধীনে স্পোর্টিং সিপি চ্যাম্পিয়নস লিগে যেভাবে ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়েছে, সেটি দেখে নতুনভাবে স্বপ্ন দেখা শুরু করেছে রেড ডেভিল সমর্থকেরাও।
এরিক টেন হাগের স্থলাভিষিক্ত হয়েছেন আমোরিম। গত সোমবার স্পোর্টিং সিপি ছেড়ে ম্যানচেস্টারে এসেছেন পর্তুগিজ কোচ। তাঁর আগমনে ওল্ড ট্রাফোর্ডকে বিদায় বলেছেন অন্তর্বর্তীকালীন কোচ রুড ফন নিস্টলরয়। ডাচ কিংবদন্তির অধীনে চার ম্যাচে ৩ জয় ও ১ ড্র করেছে রেড ডেভিলরা। আমোরিমের কোচিং দলে জায়গা না হওয়ায় ২ বছরের চুক্তি শেষের আগেই বিদায় নিলেন ক্লাবটির সাবেক স্ট্রাইকার।
ইউরোপের আলোচনায় থাকা তরুণ কোচদের একজন আমোরিম। পর্তুগাল জাতীয় দলে সাবেক এই মিডফিল্ডার ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ। কোচিংয়ে ইন্টার্নশিপ করেছেন ইউনাইটেডের সাবেক কোচ হোসে মরিনহোর অধীনে। তাঁর আরেক পরিচয় ‘কবি’। নামটি দিয়েছেন রোনালদোই। এবার কি ওল্ড ট্রাফোর্ডে কবির মতো ছন্দ বাঁধতে পারবেন আমোরিম?
কেমন হবে ৩৯ বছর বয়সী কোচের কৌশল? বিবিসি জানিয়েছে, ওল্ড ট্রাফোর্ডে আমোরিম যুগের প্রধান অস্ত্র হতে যাচ্ছেন তাঁরই স্বদেশি ব্রুনো ফার্নান্দেস। এই অ্যাটাকিং মিডফিল্ডারের হাতেই ইউনাইটেডের নেতৃত্ব। দুই পর্তুগিজ জুটি কী করবেন—এখন সেটিই দেখার। তিন ব্যাক, দুই উইং ব্যাক, দুই মিডফিল্ডার, দুই ইনসাইড ফরোয়ার্ড ও এক স্ট্রাইকার—এভাবেই রেড ডেভিলদের খেলানোর প্রস্তুতি নিচ্ছেন আমোরিম।
এই ৩-৪-৩ ফরমেশনে ব্রুনো কোথায় খেলবেন? জার্সি নম্বর ‘৮’ গায়েই তাঁকে দেখা যেতে পারে ‘ফলস নাইন’ বা ‘অর্থোডক্স মিডফিল্ডার’ হিসেবে। এমনকি দেখা যেতে পারে ইনসাইড ফরোয়ার্ডের ভূমিকায়ও। আন্তর্জাতিক বিরতি থেকে ফেরার পর ২৪ নভেম্বর প্রিমিয়ার লিগে অভিষেক হবে আমোরিমের। ওল্ড ট্রাফোর্ডে প্রতিপক্ষ ইপসউইচ টাউন। শুরুটা কেমন করবেন এ নিয়ে আমোরিমের কথা, ‘আমি জানি শুরুটা কেমন করতে যাচ্ছি। কারণ, আপনাকে একটা কাঠামো দিয়ে শুরু করতে হবে এবং খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে।’
আমোরিমের চ্যালেঞ্জটা বিশাল। লিগে ইউনাইটেডের বর্তমান অবস্থান ১৩তম স্থানে। কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ২০১৩ সালে অবসর নেওয়ার পর আর লিগ জিততে পারেননি ক্লাবটি। সেই পুরোনো স্ক্রিপ্ট থেকে বেরিয়ে আসতে গত ১১ বছরে ষষ্ঠ স্থায়ী কোচ নিয়োগ দিল ইউইনাইটেড। ডেভিড ময়েস, লুই ফন গাল, মরিনহো, ওলে গানার সুলশার ও টেন হাগ যা করতে পারেননি, আমোরিম কি সেটি পারবেন? স্যার ফার্গুসনের ২৭ বছরের কোচিং অধ্যায়ের সাফল্যের কিছু ছিটেফোঁটা যদি দেখাতে পারেন, সেটিও হবে অনেক কিছু। অবশ্য দায়িত্ব নেওয়ার আগেই তিনি ইউনাইটেডে দিন বদলানো নিয়ে বলেছেন, ‘এখন না হলে কখনো নয়।’ সাফল্যের জন্য শিষ্যদের মধ্যে আত্মবিশ্বাস তো বটে, সমর্থকদের মনেও বিশ্বাস ফেরাতে হবে আমোরিমকে। এত বড় চ্যালেঞ্জের সামনে তরুণ কোচ কেমন করেন, সেটিই এখন দেখার।
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
১ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগেবৃহস্পতিবার এমএলএস অল স্টার গেমে মেক্সিকোর লিগা এমএক্সের বিপক্ষে ৩-১ গোলে জেতে এমএলএস অল স্টার। কিন্তু ম্যাচের আগে সেখান থেকে নিজেকে সরিয়ে নেন লিওনেল মেসি ও তাঁর ক্লাব সতীর্থ জর্দি আলবা। এ কারণে মেজর লিগ সকারে এক ম্যাচ নিষিদ্ধ হলেন দুই তারকা ফুটবলার।
৪ ঘণ্টা আগে