চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।
পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’
তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’
খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।
চলে গেলেন ইংল্যান্ডের সাবেক কোচে সভেন-গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
সভেন-গোরান ছিলেন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের প্রথম বিদেশি কোচ। তাঁর অধীনে প্রধান কোনো টুর্নামেন্ট তিনবার কোয়ার্টার ফাইনালে খেলেছে থ্রি লায়নরা। ২০০১ থেকে ২০০৬—মোট পাঁচ বছর ইংলিশদের দায়িত্ব সামলেছেন এই সুইডিশ কোচ।
লম্বা সময় ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছিলেন সভেন-গোরান। গত জানুয়ারিতে জানিয়েছিলেন, আর সর্বোচ্চ ১ বছর আয়ু তাঁর। সেই ১ বছর না যেতেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন ইংলিশ প্রিমিয়ার লিগ, সিরি আর সাবেক কোচ।
পিতার মৃত্যুতে সভেন-গোরানের সন্তান লিনা ও জোহান আজ সোমবার বলেছেন, ‘আমাদের বাবা সভেন-গোরান এরিকসন শান্তিতে ঘুমিয়ে পড়েছেন। জন্মস্থান (সুইডেন) বিয়রকেফোর্সের বাইরে সুনেতে সকালে (স্থানীয় সময়) মৃত্যুবরণ করেন তিনি। তিনি লম্বা সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়ছিলেন। তবে এখন সেই সময় শেষ হলো।’
তারা আরও বলেন, ‘বাবা আমাদের এই বছরের শুরুতে তাঁর গুরুতর অসুস্থতার কথা জানান। অসুস্থতার খবর শুনে সমগ্র ইউরোপের ফুটবল ভক্ত ও তাঁর বন্ধুরা প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাঁকে ইংল্যান্ড, ইতালি, পর্তুগাল ও সুইডেনের অনেক ফুটবল দল আমন্ত্রণ জানান। তারা বাবা ও ফুটবলের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন। এটা আমাদের ও তাঁর জন্য ভোলার মতো নয়।’
খেলোয়াড়ি জীবনে সভেন-গোরান ছিলেন রাইট-ব্যাক। তবে খুব বড় কোনো ক্লাবে খেলা হয়নি তাঁর। কোচিং ক্যারিয়ার শুরু করেন ১৯৭৭ সালে, সুইডেনের ফুটবলে। এরপর দায়িত্ব সামলেছেন বেনফিকা, রোমা, ফিওরেন্তিনা, সাম্পেদারিয়া, লাৎসিও, ম্যানচেস্টার সিটি ও লেস্টার সিটিতে। জাতীয় দলে ইংল্যান্ড ছাড়াও মেক্সিকো ও আইভরি কোস্টের দায়িত্ব পালন করেছেন।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে