ক্রীড়া ডেস্ক
টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হার মানল বার্সেলোনা। সিগনাল ইদুনা পার্কে গত রাতে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচ হারলেও সেমিফাইনালের টিকিট কেটেছে বার্সা। সেমিতে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর কাতালানরা।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে কোয়ার্টারের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলে ৫-৩ গোলের জয়ে সেমিফাইনালে উঠে গেছে কাতালানরা। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছি আমরা। এখনো এক ধাপ পাড়ি দিতে হবে। সেটা হলো সেমিফাইনাল। তবে শুরু থেকে যেভাবে খেলেছি, তাতে অনেক খুশি। আমরা প্রতিযোগিতায় আছি। খুবই খুশি আমি।’
প্রথমার্ধেই বার্সেলোনা গতকাল গোল হজম করে বসে। ১১ মিনিটে পেনাল্টিতে গোল আদায় করেন ডর্টমুন্ড স্ট্রাইকার সারহাউ গুইরাসি। শুধু তাই নয়, প্রথমার্ধে আরও কয়েকটি গোল হজম করতে বসেছিল বার্সা। ডর্টমুন্ডের সেই গোলগুলো ফেরাতে বার্সার রক্ষণভাগকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ৪৫ মিনিটের খেলা শেষে বিরতিতে শিষ্যদের মনোযোগী হওয়ার পরামর্শ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক দিয়েছেন বলে জানিয়েছেন কুন্দে। ম্যাচ শেষে কুন্দে বলেন, ‘ফ্লিক বলেছেন, আমাদের আরও উন্নতি করতে হবে। আরও ইনটেন্ট লাগবে ও খেলায় মনোযোগী হতে হবে।’
সিগনাল ইদুনা পার্কে গত রাতে যে চার গোল হয়েছে, সবকটি গোলই বরুসিয়া ডর্টমুন্ড করেছে। ডর্টমুন্ড ফরোয়ার্ড গিরাসি হ্যাটট্রিক করেছেন। এমনকি বার্সেলোনার গোলও ডর্টমুন্ডের উপহার। ৫৪ মিনিটে ডর্টমুন্ড ডিফেন্ডার র্যামি বেনসেবাইনি আত্মঘাতী গোল করেছেন। ম্যাচ শেষে ডর্টমুন্ডের প্রশংসার পাশাপাশি নিজেদেরও অভিনন্দন জানিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘ডর্টমুন্ড অনেক ভালো খেলেছে। আমাদের সেরা দিন ছিল না। তবে আমাদের দলকে অভিনন্দন। সেমিফাইনালে উঠে গেছি আমরা। তাতে আমরা অনেক খুশি। দল ও ক্লাবের জন্য সত্যি অনেক খুশি আমি।’
বার্সেলোনার সেমিফাইনালে ওঠার রাতে সেমির টিকিট কেটেছে পিএসজি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিলা পার্কে গত রাতে পিএসজিকে ৩-২ গোলে অ্যাস্টন ভিলা হারিয়েছে ঠিকই। তবে দুই লেগ মিলে ৫-৪ গোলে জিতে সেমিতে উঠল পিএসজি। আজ রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের দুটি ম্যাচ রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। মাদ্রিদের বিপক্ষে গানার্সরা শুরু করবে ৩-০ গোলে এগিয়ে থেকে। অপর ম্যাচে সানসিরোতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইন্টার মিলান। ইন্টার এগিয়ে ২-১ ব্যবধানে।
টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হার মানল বার্সেলোনা। সিগনাল ইদুনা পার্কে গত রাতে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ৩-১ গোলে হেরেছে বার্সেলোনা। ম্যাচ হারলেও সেমিফাইনালের টিকিট কেটেছে বার্সা। সেমিতে উঠেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে বিভোর কাতালানরা।
২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার কাজ আগেই সেরে রেখেছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা। গত রাতে কোয়ার্টারের দ্বিতীয় লেগে ৩-১ গোলে হারলেও দুই লেগ মিলে ৫-৩ গোলের জয়ে সেমিফাইনালে উঠে গেছে কাতালানরা। ম্যাচ শেষে বার্সা ডিফেন্ডার জুলস কুন্দে বলেন, ‘চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছি আমরা। এখনো এক ধাপ পাড়ি দিতে হবে। সেটা হলো সেমিফাইনাল। তবে শুরু থেকে যেভাবে খেলেছি, তাতে অনেক খুশি। আমরা প্রতিযোগিতায় আছি। খুবই খুশি আমি।’
প্রথমার্ধেই বার্সেলোনা গতকাল গোল হজম করে বসে। ১১ মিনিটে পেনাল্টিতে গোল আদায় করেন ডর্টমুন্ড স্ট্রাইকার সারহাউ গুইরাসি। শুধু তাই নয়, প্রথমার্ধে আরও কয়েকটি গোল হজম করতে বসেছিল বার্সা। ডর্টমুন্ডের সেই গোলগুলো ফেরাতে বার্সার রক্ষণভাগকে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। ৪৫ মিনিটের খেলা শেষে বিরতিতে শিষ্যদের মনোযোগী হওয়ার পরামর্শ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক দিয়েছেন বলে জানিয়েছেন কুন্দে। ম্যাচ শেষে কুন্দে বলেন, ‘ফ্লিক বলেছেন, আমাদের আরও উন্নতি করতে হবে। আরও ইনটেন্ট লাগবে ও খেলায় মনোযোগী হতে হবে।’
সিগনাল ইদুনা পার্কে গত রাতে যে চার গোল হয়েছে, সবকটি গোলই বরুসিয়া ডর্টমুন্ড করেছে। ডর্টমুন্ড ফরোয়ার্ড গিরাসি হ্যাটট্রিক করেছেন। এমনকি বার্সেলোনার গোলও ডর্টমুন্ডের উপহার। ৫৪ মিনিটে ডর্টমুন্ড ডিফেন্ডার র্যামি বেনসেবাইনি আত্মঘাতী গোল করেছেন। ম্যাচ শেষে ডর্টমুন্ডের প্রশংসার পাশাপাশি নিজেদেরও অভিনন্দন জানিয়েছেন বার্সেলোনা কোচ ফ্লিক। বার্সা কোচ বলেন, ‘ডর্টমুন্ড অনেক ভালো খেলেছে। আমাদের সেরা দিন ছিল না। তবে আমাদের দলকে অভিনন্দন। সেমিফাইনালে উঠে গেছি আমরা। তাতে আমরা অনেক খুশি। দল ও ক্লাবের জন্য সত্যি অনেক খুশি আমি।’
বার্সেলোনার সেমিফাইনালে ওঠার রাতে সেমির টিকিট কেটেছে পিএসজি। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ভিলা পার্কে গত রাতে পিএসজিকে ৩-২ গোলে অ্যাস্টন ভিলা হারিয়েছে ঠিকই। তবে দুই লেগ মিলে ৫-৪ গোলে জিতে সেমিতে উঠল পিএসজি। আজ রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের দুটি ম্যাচ রয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে আর্সেনালের বিপক্ষে। মাদ্রিদের বিপক্ষে গানার্সরা শুরু করবে ৩-০ গোলে এগিয়ে থেকে। অপর ম্যাচে সানসিরোতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইন্টার মিলান। ইন্টার এগিয়ে ২-১ ব্যবধানে।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে