Ajker Patrika

ফার্নান্দেজের যে গোলেই এগিয়ে গেল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৮: ৪৮
Thumbnail image

মেক্সিকোর বিপক্ষে গতকাল লুসাইলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই, কিন্তু তখনো আর্জেন্টাইন সমর্থকদের মনে দুশ্চিন্তা কাজ করছিল। কেননা, ম্যাচটা ড্র করতে মেক্সিকোর জন্য তা এক গোলেরই তো ব্যাপার। তবে শেষ মুহূর্তে গোল করে আর্জেন্টিনাকে অনেকটা ভারমুক্ত করলেন এনজো ফার্নান্দেজ।

৬৪ মিনিটে লিওনেল মেসির গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করেছেন ফার্নান্দেজ। যিনি ৫৭ মিনিটে নেমেছিলেন গিদো রদ্রিগেজের বদলি হিসেবে। ৮৭ মিনিটে বক্সের বাইরে বাঁ প্রান্ত থেকে ফার্নান্দেজকে বল বাড়ান মেসি। বক্সের একটু ভেতর থেকে বাঁকানো এক শটে মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়াকে বোকা বানিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ফার্নান্দেজ। এই ২-০ গোলে মেক্সিকোকে হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন ফার্নান্দেজ। বিশ্বকাপে দ্বিতীয় কনিষ্ঠতম আর্জেন্টাইন ফুটবলার হিসেবে গোল করেন ফার্নান্দেজ। লুসাইলে গতকাল আর্জেন্টাইন এই মিডফিল্ডারের বয়স হয়েছিল ২১ বছর ৩১৩ দিন। আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপে সর্বকনিষ্ঠ গোলদাতা হলেন মেসি। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে ১৮ বছর ৩৫৭ দিন বয়সে গোল করেছিলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

২ ম্যাচে ১ জয় ও ১ পরাজয়ে আর্জেন্টিনার পয়েন্ট এখন ৩। ‘সি’ গ্রুপের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আছে আকাশি-নীলরা। আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবেন মেসিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত