অনলাইন ডেস্ক
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী। শেষদিকে সমতায়ও ফিরতে পারত মারুফুল হকের দল, যদি অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল না হতো। তবে দলটির সমতায় আর ফেরা হয়নি। দিয়াবাতের প্রথমার্ধে দেওয়া গোলই গড়ে দেয় পার্থক্য। আর লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে আবাহনী। চলমান মৌসুমে গতকালের আগ পর্যন্ত তারা এক ম্যাচেও হারেনি। কিন্তু মোহামেডানের সঙ্গেই খৈ হারাল। যদিও শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আবাহনী। কিন্তু গোলের তেমন সম্ভাবনা তারা জাগাতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণে একাধিকবার আবাহনীর রক্ষণ কাঁপিয়েছে সাদা কালোরা।
ম্যাচের ৪০ মিনিটে ইমানুয়েল টনির বুলেট গতির শট কোনোমতে রুখে দেন আবাহনীর গোলকিপার মিতুল মারমা। বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহামেডান। কিন্তু আর্নেস্ট বোয়েটাংয়ের বাঁ পায়ের শট খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। এরপর ৬০ মিনিটে আবাহনী গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যে কারণে বাড়ে সমর্থকদের হতাশা। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় স্কোরলাইন ১-০ থাকে। যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আবাহনী। সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি দলটির।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি। এই জয়ে ৩ ম্যাচ খেলা পুলিশ ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট তুলে নিয়েছে।
সুলেমান দিয়াবাতে যে মোহামেডানের প্রাণভোমরা সেটা আরও একবার প্রমাণ করলেন তিনি। প্রিমিয়ার লিগে আজ দিয়াবাতের কাছেই হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ঐতিহ্যের ডার্বিতে গোলের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করে যায় আবাহনী। শেষদিকে সমতায়ও ফিরতে পারত মারুফুল হকের দল, যদি অফসাইডের কারণে তাদের একটি গোল বাতিল না হতো। তবে দলটির সমতায় আর ফেরা হয়নি। দিয়াবাতের প্রথমার্ধে দেওয়া গোলই গড়ে দেয় পার্থক্য। আর লিগে সাদা-কালোরা ১-০ গোলে আবাহনীকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে।
শতভাগ দেশি খেলোয়াড় নিয়ে এবার দল গড়েছে আবাহনী। চলমান মৌসুমে গতকালের আগ পর্যন্ত তারা এক ম্যাচেও হারেনি। কিন্তু মোহামেডানের সঙ্গেই খৈ হারাল। যদিও শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় আবাহনী। কিন্তু গোলের তেমন সম্ভাবনা তারা জাগাতে পারেনি। উল্টো পাল্টা আক্রমণে একাধিকবার আবাহনীর রক্ষণ কাঁপিয়েছে সাদা কালোরা।
ম্যাচের ৪০ মিনিটে ইমানুয়েল টনির বুলেট গতির শট কোনোমতে রুখে দেন আবাহনীর গোলকিপার মিতুল মারমা। বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থের ক্রসে ৬ গজের মধ্যে লাফিয়ে উঠে দিয়াবাতে হেডে জাল কাঁপান। ৪৮ মিনিটে ব্যবধান বাড়াতে পারত মোহামেডান। কিন্তু আর্নেস্ট বোয়েটাংয়ের বাঁ পায়ের শট খুঁজে পায়নি কাঙ্ক্ষিত লক্ষ্য। এরপর ৬০ মিনিটে আবাহনী গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। যে কারণে বাড়ে সমর্থকদের হতাশা। ৭০ মিনিটে মোহামেডানের রহিম উদ্দিনের ওভারহেড কিক পোস্টের পাশ দিয়ে চলে যাওয়ায় স্কোরলাইন ১-০ থাকে। যোগ করা সময়ে সমতায় ফেরার দারুণ সুযোগ পায় আবাহনী। সুমন রেজার পাসে বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি দলটির।
দিনের আরেক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পুলিশ এফসি। এই জয়ে ৩ ম্যাচ খেলা পুলিশ ২ জয় আর ১ হারে ৬ পয়েন্ট তুলে নিয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৩ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৫ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৬ ঘণ্টা আগে