ক্রীড়া ডেস্ক
এক বছরে কত কিছুই না বদলে যেতে পারে! ২০২৪ সালের মার্চে প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গের কারণে ৪ পয়েন্ট কাটা গেলে অবনমন অঞ্চলের সামান্য ওপরে ছিল নটিংহাম ফরেস্ট। বাদ পড়েছিল দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকে। কিন্তু ১২ মাসের ব্যবধানে পুরোপুরি নিজেদের বদলে ফেলেছে নটিংহাম।
চলতি প্রিমিয়ার লিগে প্রত্যাশার চেয়েও ভালো করেছে তারা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলের তিনে অবস্থান নটিংহাম ফরেস্টের। আর গতকাল তো টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে উঠেই গেল এফএ কাপের সেমিফাইনালে। ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠল তারা। আর শিরোপা জিতলে ৬৬ বছরের মধ্যে এটি হবে নটিংহাম ফরেস্টের প্রথম এফএ কাপের শিরোপাজয়। সবশেষ দলটি এফএ কাপ জিতেছিল ১৯৫৯ সালে।
গতকালের কোয়ার্টার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নটিংহাম জিতেছে ৫-৩ গোলে। শুটআউটে ফরেস্টের জয়ের নায়ক গোলরক্ষক ম্যাটজ সেলস। দুই পেনাল্টি শট আটকে দেন তিনি। সেমিফাইনালে ওঠার পর এখন শিরোপার স্বপ্ন দেখছে নটিংহাম ফরেস্ট।
শুধু এফএ কাপের স্বপ্নই নয়, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। লিগে তৃতীয় অবস্থানে থাকায় যে সম্ভাবনা খুবই উজ্জ্বল দলটির। সব মিলিয়ে ফরেস্ট অধিনায়ক রায়ান ইয়েটসের মূল্যায়ন, ‘এটি একটা অবিশ্বাস্য মৌসুম।’
এক বছরে কত কিছুই না বদলে যেতে পারে! ২০২৪ সালের মার্চে প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গের কারণে ৪ পয়েন্ট কাটা গেলে অবনমন অঞ্চলের সামান্য ওপরে ছিল নটিংহাম ফরেস্ট। বাদ পড়েছিল দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকে। কিন্তু ১২ মাসের ব্যবধানে পুরোপুরি নিজেদের বদলে ফেলেছে নটিংহাম।
চলতি প্রিমিয়ার লিগে প্রত্যাশার চেয়েও ভালো করেছে তারা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলের তিনে অবস্থান নটিংহাম ফরেস্টের। আর গতকাল তো টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে উঠেই গেল এফএ কাপের সেমিফাইনালে। ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠল তারা। আর শিরোপা জিতলে ৬৬ বছরের মধ্যে এটি হবে নটিংহাম ফরেস্টের প্রথম এফএ কাপের শিরোপাজয়। সবশেষ দলটি এফএ কাপ জিতেছিল ১৯৫৯ সালে।
গতকালের কোয়ার্টার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নটিংহাম জিতেছে ৫-৩ গোলে। শুটআউটে ফরেস্টের জয়ের নায়ক গোলরক্ষক ম্যাটজ সেলস। দুই পেনাল্টি শট আটকে দেন তিনি। সেমিফাইনালে ওঠার পর এখন শিরোপার স্বপ্ন দেখছে নটিংহাম ফরেস্ট।
শুধু এফএ কাপের স্বপ্নই নয়, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। লিগে তৃতীয় অবস্থানে থাকায় যে সম্ভাবনা খুবই উজ্জ্বল দলটির। সব মিলিয়ে ফরেস্ট অধিনায়ক রায়ান ইয়েটসের মূল্যায়ন, ‘এটি একটা অবিশ্বাস্য মৌসুম।’
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার চোট পেয়েছে মাঠ ছাড়েন আর্লিং হালান্ড। বোর্নমাউথের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর মাঠের বাইরে ছিটকে গেছেন হালান্ড। সেটা কত দিনের জন্য—প্রশ্ন এখন এটাই।
১ ঘণ্টা আগেপ্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল—যে ম্যাচই হোক লিওনেল মেসি খেললে সেই ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। গ্যালারিতে তাঁর (মেসি) নামাঙ্কিত জার্সি পরে ভক্তরা উপভোগ করেন খেলা। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলারের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টাই সজাগ থাকতে হয় দেহরক্ষী ইয়াসিন চুকো।
২ ঘণ্টা আগেচোটের সঙ্গে নেইমারের লড়াইটা চলছে একটু বেশিই। মাঠের ফুটবলে ফিরতে না ফিরতেই শুরু হয়ে যায় তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া। তবু যে ফুটবলার পরিচয়ে তিনি নামডাক কুড়িয়েছেন, সেই ফুটবলের প্রতি ভালোবাসার টান তো থাকেই।
৩ ঘণ্টা আগে