Ajker Patrika

নটিংহাম ফরেস্টের ‘অবিশ্বাস্য’ মৌসুম, কেন...

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৫: ৫৭
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে দেওয়ার পর নটিংহাম ফরেস্টের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: এক্স
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে ব্রাইটনকে টাইব্রেকারে হারিয়ে দেওয়ার পর নটিংহাম ফরেস্টের খেলোয়াড়দের উচ্ছ্বাস। ছবি: এক্স

এক বছরে কত কিছুই না বদলে যেতে পারে! ২০২৪ সালের মার্চে প্রিমিয়ার লিগের আর্থিক সংগতি নীতি ভঙ্গের কারণে ৪ পয়েন্ট কাটা গেলে অবনমন অঞ্চলের সামান্য ওপরে ছিল নটিংহাম ফরেস্ট। বাদ পড়েছিল দুটি ঘরোয়া কাপ প্রতিযোগিতা থেকে। কিন্তু ১২ মাসের ব্যবধানে পুরোপুরি নিজেদের বদলে ফেলেছে নটিংহাম।

চলতি প্রিমিয়ার লিগে প্রত্যাশার চেয়েও ভালো করেছে তারা। চেলসি কিংবা ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে লিগ টেবিলের তিনে অবস্থান নটিংহাম ফরেস্টের। আর গতকাল তো টাইব্রেকারে ব্রাইটনকে হারিয়ে উঠেই গেল এফএ কাপের সেমিফাইনালে। ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠল তারা। আর শিরোপা জিতলে ৬৬ বছরের মধ্যে এটি হবে নটিংহাম ফরেস্টের প্রথম এফএ কাপের শিরোপাজয়। সবশেষ দলটি এফএ কাপ জিতেছিল ১৯৫৯ সালে।

গতকালের কোয়ার্টার ফাইনালটি নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র থাকে। নিষ্পত্তির জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নটিংহাম জিতেছে ৫-৩ গোলে। শুটআউটে ফরেস্টের জয়ের নায়ক গোলরক্ষক ম্যাটজ সেলস। দুই পেনাল্টি শট আটকে দেন তিনি। সেমিফাইনালে ওঠার পর এখন শিরোপার স্বপ্ন দেখছে নটিংহাম ফরেস্ট।

শুধু এফএ কাপের স্বপ্নই নয়, পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও দেখছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি। লিগে তৃতীয় অবস্থানে থাকায় যে সম্ভাবনা খুবই উজ্জ্বল দলটির। সব মিলিয়ে ফরেস্ট অধিনায়ক রায়ান ইয়েটসের মূল্যায়ন, ‘এটি একটা অবিশ্বাস্য মৌসুম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশের ১৮ বছরের সেই অপেক্ষা তবে ফুরোচ্ছে

খাবারে চেতনানাশক মিশিয়ে সিঁধ কেটে চুরির সময় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

জুলাই আন্দোলনের নারীদের সম্মাননা নিয়ে প্রশ্নে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

চোর সন্দেহে যুবককে পিটুনি, প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত