Ajker Patrika

মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছের কথা ক্লাব সভাপতিকে জানালানে জাভি

আপডেট : ২৫ জুলাই ২০২২, ১৬: ৫৮
মেসিকে বার্সায় ফেরানোর ইচ্ছের কথা ক্লাব সভাপতিকে জানালানে জাভি

এবারের দলবদলে বার্সা রবার্ট লেভানডফস্কি, রাফিনহাদের দলে ভিড়িয়ে আক্রমণভাগে বৈচিত্র্যতা এনেছে বার্সেলোনা। এল ক্লাসিকোতে হেরে গতকাল ম্যাচশেষে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও  বার্সেলোনার এই দলটাকে শক্তিশালী তকমা দিয়েছেন। আর্থিক সংকটে থাকা বার্সা দলের শক্তি বাড়াতে আরও খেলোয়াড় কিনতে চান। 

এবার শোনা যাচ্ছে, ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে দলে ভেড়াতে চায় বার্সা। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, মেসিকে বার্সায় ফেরানো ইচ্ছার কথা ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার কাছে জানিয়েছেন, বার্সা কোচ জাভি হার্নান্দেজ। এক সময়ের মেসির সতীর্থ ছিলেন জাভি। তাই মাঠে মেসি কী করতে পারেন, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থেকেই হয়তো জাভির এমন চাওয়া। বার্সা কোচের বিশ্বাস, মেসি তাঁর পুরোনো ঠিকানায় ফিরলে পারফরম্যান্সের সঙ্গে আর্থিকভাবেও বার্সা ঘুরে দাঁড়াবে কাতালানরা। 

নাটকীয় এক দলবদলে গত বছর  বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন মেসি। মেসির এই দলবদল গত কয়েক মৌসুমের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি ছিল। পিএসজিতে নাম লিখিয়ে মেসি অবশ্য এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। বার্সা ছেড়ে আসার সময় মেসি অবশ্য বলেছিলেন, তিনি ভুল সিদ্ধান্ত নেননি। তবে এবার বার্সা যদি মেসিকে ফেরার প্রস্তাব দেন ,  তিনি কী সিদ্ধান্ত নেন সেটিই দেখার বিষয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত