এটাই হতে যাচ্ছে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ ম্যাচ—এমন গুঞ্জনের কথা জানিয়েছিল একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ম্যাচ শুরুর আগে কোমানকে সুসংবাদই দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। বার্সার কোচের ভূমিকায় কোমানই থাকছেন। কিন্তু ম্যাচ শেষে কোমানের শিষ্যরা সেই একই ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি দেখিয়েছেন। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেছে ২-০ গোলে।
এদিন কোমানের জন্য হতাশা নিয়ে এসেছিলেন গত মৌসুমে বার্সা থেকে আতলেতিকোয় আসা লুইস সুয়ারেজ। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের দুই গোলের একটি উরুগুইয়ান তারকা নিজে করেছেন। অন্যটি করিয়েছেন সতীর্থ থমাস লেমারকে দিয়ে।
প্রথমার্ধের ২৩ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোলের দেখা পান সুয়ারেজও। তাতে আতলেতিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
গোলের পর কোনো উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর নীরব প্রতিশোধটা ঠিকই নিয়েছেন। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোমানের দিকে তাকিয়ে ফোনে কল করার ভঙ্গি করেন। বার্সা ছাড়ার আগে বয়সের কারণে সুয়ারেজ দলের পরিকল্পনায় না থাকার কথা জানিয়েছিলেন কোমান নিজে।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল বার্সা। বার কয়েক সেই সুযোগও পেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোনো গোল করতে না পেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।
এটাই হতে যাচ্ছে বার্সেলোনার কোচ হিসেবে রোনাল্ড কোমানের শেষ ম্যাচ—এমন গুঞ্জনের কথা জানিয়েছিল একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। তবে ম্যাচ শুরুর আগে কোমানকে সুসংবাদই দিয়েছিলেন হুয়ান লাপোর্তা। বার্সার কোচের ভূমিকায় কোমানই থাকছেন। কিন্তু ম্যাচ শেষে কোমানের শিষ্যরা সেই একই ব্যর্থতার গল্পের পুনরাবৃত্তি দেখিয়েছেন। লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদের কাছে তারা হেরেছে ২-০ গোলে।
এদিন কোমানের জন্য হতাশা নিয়ে এসেছিলেন গত মৌসুমে বার্সা থেকে আতলেতিকোয় আসা লুইস সুয়ারেজ। ঘরের মাঠে চ্যাম্পিয়নদের দুই গোলের একটি উরুগুইয়ান তারকা নিজে করেছেন। অন্যটি করিয়েছেন সতীর্থ থমাস লেমারকে দিয়ে।
প্রথমার্ধের ২৩ মিনিটেই এগিয়ে যায় আতলেতিকো। সুয়ারেজের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করেন থমাস লামের। বিরতিতে যাওয়ার আগমুহূর্তে গোলের দেখা পান সুয়ারেজও। তাতে আতলেতিকো এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
গোলের পর কোনো উল্লাস করেননি সুয়ারেজ। তবে বার্সার কোচের ওপর নীরব প্রতিশোধটা ঠিকই নিয়েছেন। গোল করে বার্সার ড্রেসিংরুমে থাকা কোমানের দিকে তাকিয়ে ফোনে কল করার ভঙ্গি করেন। বার্সা ছাড়ার আগে বয়সের কারণে সুয়ারেজ দলের পরিকল্পনায় না থাকার কথা জানিয়েছিলেন কোমান নিজে।
বিরতির পর ঘুরে দাঁড়াতে চেষ্টা করেছিল বার্সা। বার কয়েক সেই সুযোগও পেয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত কোনো গোল করতে না পেরেই মাঠ ছাড়তে হয়েছে তাদের। এই হারে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে নেমে গেছে বার্সা। অন্যদিকে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আতলেতিকো। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ আছে শীর্ষে।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
৬ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৯ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
১০ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
১১ ঘণ্টা আগে