নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসের বিপক্ষে কাল গুরুত্বপূর্ণ ম্যাচের তিন ঘণ্টা আগে ছাঁটাই হওয়ার চিঠি পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। ঠিক কী কারণে হঠাৎ এভাবে ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ এখনো জানা নেই স্বনামধন্য এই কোচের। নির্দিষ্ট কোনো কারণ দর্শানো ব্যতীত এভাবে বরখাস্ত হওয়ার পুরো দায়টা ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের কাঁধে চাপিয়েছেন মানিক। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যানের পদ থেকে যেন মনজুর কাদেরকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে সেই অনুরোধও রেখেছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তাঁর ছাঁটাই হওয়ার অনেকগুলো সম্ভাব্য কারণের কথা বলেছেন মানিক। এ সময় মনজুর কাদেরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানিক বলেন, ‘ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের সুস্থ মানুষ না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব উনাকে যাতে এই কাজ (চেয়ারম্যানের পদ) থেকে বিরত রাখা হয়। কারণ উনি যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। আমি নিজে যে আচরণ দেখেছি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ দেখেছি আমার কাছে তা ভালো মনে হয়নি। কেউ যদি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে তাহলে সেটা তারও ক্ষতি হতে পারে, অন্য কারও ক্ষতি হতে পারে। তার আগের সেই বয়স নাই, তিনি বিভিন্নভাবে অসুস্থ।’
২০১৬ সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে হারের পর মনজুর কাদের অসুস্থতা বেড়েছে বলে মনে করেন মানিক, ‘নির্বাচনে হারের পর থেকে তিনি স্বাভাবিক না। আর এ কারণে অনেক অস্বাভাবিক কাজ তিনি সম্প্রতি ঘটাচ্ছেন। গত বছর বাফুফে নির্বাচনে হারের পর তিনি আমাকে ফিফার কাছে ফুটবল ফেডারেশনের বিপক্ষে চিঠি দিতে বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে তিনি একদিকে আমাকে চিঠি দিতে বলেন আবার কাজী সালাউদ্দিনের (বাফুফে সভাপতি) সঙ্গে হাত মেলান। আমার কাছে মনে হয়েছে তিনি স্বাভাবিক না। একজন ক্রীড়াসংগঠক যেসব কাজ করেন তিনি সেসব কাজ করেন না।’
গত ১১মে লিগে আরামবাগের কাছে ৩-১ গোলে হেরে যায় শেখ জামাল। এবারের লিগে সেটাই ছিল শেখ জামালের প্রথম হার। ম্যাচ হারের পর মনজুর কাদেরের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বলেও জানালেন মানিক, ‘ম্যাচ হারের পরদিন পুরো কোচিং প্যানেলকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের গোলরক্ষক কোচকে বরখাস্ত করা হয়। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছিল আমার পুরো ক্যারিয়ারে কোনো ক্লাব চেয়ারম্যান বা ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আমি এমন আচরণ পাইনি। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ক্লাবে আমি থাকব না। আমি পদত্যাগ পত্র নিয়ে গিয়েছিলাম। ক্লাবের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান আমাকে ধৈর্য ধরতে বলেন।’
আরামবাগের কাছে হারের পর ৬ আগস্ট আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে শেখ জামাল। তাঁর আগেরদিন ছিল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২ তম জন্মদিন। আবাহনীতে গিয়ে মনজুর কাদের শেখ জামালের বিপক্ষে আবাহনীর খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন বলেও দাবি করেছেন মানিক, ‘একটা দলের প্রেসিডেন্ট কীভাবে অন্য দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে!’
গত বছর বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়েছিলেন মানিক। সেই নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছিলেন তিনি। তাঁকে ছাঁটাইয়ের পেছনে সেই নির্বাচনের ভূমিকাও থাকতে পারে বলে মনে করেন তিনি, ‘দুই-একসময় মনজুর কাদের আমাকে বলেছেন, ‘‘কী এক নির্বাচন করলা, গেলেই শুনি মানিককে এখনো কোচ রেখেছ?’ ’ আসলে আমি কী কারণে ছাঁটাই হলাম তার সঠিক কোনো কারণ আমার জানা নেই!’
তাঁকে ছাঁটাই করার ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মানিক।
বসুন্ধরা কিংসের বিপক্ষে কাল গুরুত্বপূর্ণ ম্যাচের তিন ঘণ্টা আগে ছাঁটাই হওয়ার চিঠি পান শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কোচ শফিকুল ইসলাম মানিক। ঠিক কী কারণে হঠাৎ এভাবে ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ এখনো জানা নেই স্বনামধন্য এই কোচের। নির্দিষ্ট কোনো কারণ দর্শানো ব্যতীত এভাবে বরখাস্ত হওয়ার পুরো দায়টা ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদেরের কাঁধে চাপিয়েছেন মানিক। ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যানের পদ থেকে যেন মনজুর কাদেরকে সরিয়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীর কাছে সেই অনুরোধও রেখেছেন তিনি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের কাছে তাঁর ছাঁটাই হওয়ার অনেকগুলো সম্ভাব্য কারণের কথা বলেছেন মানিক। এ সময় মনজুর কাদেরের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। মানিক বলেন, ‘ক্লাবের চেয়ারম্যান মনজুর কাদের সুস্থ মানুষ না। আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব উনাকে যাতে এই কাজ (চেয়ারম্যানের পদ) থেকে বিরত রাখা হয়। কারণ উনি যেকোনো সময় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন। আমি নিজে যে আচরণ দেখেছি, বিদেশি খেলোয়াড়দের সঙ্গে যে আচরণ দেখেছি আমার কাছে তা ভালো মনে হয়নি। কেউ যদি প্রতিক্রিয়া দেখিয়ে ফেলে তাহলে সেটা তারও ক্ষতি হতে পারে, অন্য কারও ক্ষতি হতে পারে। তার আগের সেই বয়স নাই, তিনি বিভিন্নভাবে অসুস্থ।’
২০১৬ সালে বাফুফে নির্বাচনে সভাপতি পদে হারের পর মনজুর কাদের অসুস্থতা বেড়েছে বলে মনে করেন মানিক, ‘নির্বাচনে হারের পর থেকে তিনি স্বাভাবিক না। আর এ কারণে অনেক অস্বাভাবিক কাজ তিনি সম্প্রতি ঘটাচ্ছেন। গত বছর বাফুফে নির্বাচনে হারের পর তিনি আমাকে ফিফার কাছে ফুটবল ফেডারেশনের বিপক্ষে চিঠি দিতে বলেছেন। আমার কাছে আশ্চর্য লাগে যে তিনি একদিকে আমাকে চিঠি দিতে বলেন আবার কাজী সালাউদ্দিনের (বাফুফে সভাপতি) সঙ্গে হাত মেলান। আমার কাছে মনে হয়েছে তিনি স্বাভাবিক না। একজন ক্রীড়াসংগঠক যেসব কাজ করেন তিনি সেসব কাজ করেন না।’
গত ১১মে লিগে আরামবাগের কাছে ৩-১ গোলে হেরে যায় শেখ জামাল। এবারের লিগে সেটাই ছিল শেখ জামালের প্রথম হার। ম্যাচ হারের পর মনজুর কাদেরের কাছ থেকে বাজে আচরণের শিকার হয়েছেন বলেও জানালেন মানিক, ‘ম্যাচ হারের পরদিন পুরো কোচিং প্যানেলকে ডাকা হয়েছিল। সেখানে আমাদের গোলরক্ষক কোচকে বরখাস্ত করা হয়। আমার সঙ্গে যে আচরণ করা হয়েছিল আমার পুরো ক্যারিয়ারে কোনো ক্লাব চেয়ারম্যান বা ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আমি এমন আচরণ পাইনি। তখনই আমি সিদ্ধান্ত নেই যে ক্লাবে আমি থাকব না। আমি পদত্যাগ পত্র নিয়ে গিয়েছিলাম। ক্লাবের ভাইস চেয়ারম্যান ফয়জুর রহমান আমাকে ধৈর্য ধরতে বলেন।’
আরামবাগের কাছে হারের পর ৬ আগস্ট আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করে শেখ জামাল। তাঁর আগেরদিন ছিল আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামালের ৭২ তম জন্মদিন। আবাহনীতে গিয়ে মনজুর কাদের শেখ জামালের বিপক্ষে আবাহনীর খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেছেন বলেও দাবি করেছেন মানিক, ‘একটা দলের প্রেসিডেন্ট কীভাবে অন্য দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন সেটা আমার কাছে আশ্চর্য লেগেছে!’
গত বছর বাফুফে নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের বিপক্ষে লড়েছিলেন মানিক। সেই নির্বাচনে মাত্র এক ভোট পেয়েছিলেন তিনি। তাঁকে ছাঁটাইয়ের পেছনে সেই নির্বাচনের ভূমিকাও থাকতে পারে বলে মনে করেন তিনি, ‘দুই-একসময় মনজুর কাদের আমাকে বলেছেন, ‘‘কী এক নির্বাচন করলা, গেলেই শুনি মানিককে এখনো কোচ রেখেছ?’ ’ আসলে আমি কী কারণে ছাঁটাই হলাম তার সঠিক কোনো কারণ আমার জানা নেই!’
তাঁকে ছাঁটাই করার ঘটনা পূর্বপরিকল্পিত হতে পারে বলেও সাংবাদিকদের জানিয়েছেন মানিক।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৫ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৭ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪৩ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে