নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৬ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে