ক্রীড়া ডেস্ক
নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে