Ajker Patrika

চেলসি কেনার দৌড়ে সেরেনা 

আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১৫: ১১
চেলসি কেনার দৌড়ে সেরেনা 

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিপাকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ার হামলার পরপরই ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই রুশ ধনকুবের।

তবে এখনো ক্লাবের জন্য উপযুক্ত মালিক পাওয়া যায়নি। এবার স্কাই স্পোর্টসের এক খবর বলছে, ইংলিশ পরাশক্তি চেলসি কিনতে চান টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা একা নন, তাঁর সঙ্গে চেলসি কেনার দৌড়ে যোগ দিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও।

জানা গেছে, ব্রিটিশ ব্যবসায়ী স্যার মার্টিন ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছেন সেরেনা ও হ্যামিল্টন। স্কাই নিউজ বলছে, এ দুজনের প্রত্যেকে ১ কোটি পাউন্ড করে বিনিয়োগ করবেন।

এই মুহূর্তে চেলসি কেনার দৌড়ে যে তিনটি কোম্পানি আছে, তাদের একটি হচ্ছে ব্রাউটনের গ্রুপ। এ ছাড়া অন্যদের মধ্যে এলএ ডজার্সের মালিক টড বোয়েহলি এবং বোস্টন সেল্টিকসের প্রধান স্টেফান পাগলিউকাও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কেনার দৌড়ে আছেন। তবে দুই ক্রীড়া তারকাকে বোর্ডে এনে নিজেদের অবস্থানটা আরও শক্তিশালী করলেন ব্রাউটন।

সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হ্যামিল্টন চেলসি কিনতে আগ্রহী হলেও তিনি মূলত আর্সেনালের ভক্ত। হ্যামিল্টনের সম্পত্তির পরিমাণ ২২৪ মিলিয়ন পাউন্ড। আর টেনিস তারকা সেরেনার সম্পদের পরিমাণ প্রায় ১৬৮ মিলিয়ন পাউন্ড। এই দুজনের আগমনে এখন নতুন চমক আসল চেলসি কেনার দৌড়েও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত