ক্রীড়া ডেস্ক
২০১৮ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়োদোলিদের মালিক হন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদোর নাজারিও। কিনে নেন স্প্যানিশ ক্লাবটির ৫১ শতাংশ মালিকানা। তারপরও ভাগ্য ফেরেনি ভায়োদোলিদের। এ মৌসুমে তো লা লিগায় আরও বাজে অবস্থা তাদের। রয়েছে একেবারে তলানিতে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
গতরাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ভায়োদোলিদ। সেই হারের ২৪ ঘণ্টা না যেতেই ব্যর্থতায় দায়ে বরখাস্ত হয়েছেন ক্লাবটির কোচ পাওলো পেজ্জোলানো। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না ভায়োদোলিদ সমর্থকেরা। এবার তারা ক্লাবটির মালিকানা থেকে সরাতে চায় রোনালদোকেও।
গত রাতে হারের পর ভায়োদোলিদ সমর্থকেরা প্রতিবাদও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে। কিছু সমর্থক হোসে জোরিলা স্টেডিয়ামে এসেছিলেন ‘রোনালদো বাড়ি যাও’ ব্যানার হাতে। ম্যাচটিতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভে-কষ্টে মাঠ ছেড়েও চলে যান।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে ভায়োদোলিদ। তবে আবারও অবনমনের শঙ্কায় তারা। পেজ্জোলানোর অধীনে এ মৌসুমে জিতেছে মাত্র ২ ম্যাচ। ক্লাবটি তাঁকে ছাঁটাই করা নিয়ে বলেছে, ‘রিয়াল ভায়োদোলিদের সঙ্গে পাওলো পেজ্জোলানোর সম্পর্ক ছিন্ন হলো। এই উরুগুইয়ান কোচ পুসেলায় (ভায়োদোলিদের ডাকনাম) আর কোচিং করাবেন না।’
ভায়োদোলিদের হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন পেজ্জোলানো। ২০২৩ সালের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে লা লিগায় ফেরে ভায়োদোলিদ।
২০১৮ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়োদোলিদের মালিক হন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদোর নাজারিও। কিনে নেন স্প্যানিশ ক্লাবটির ৫১ শতাংশ মালিকানা। তারপরও ভাগ্য ফেরেনি ভায়োদোলিদের। এ মৌসুমে তো লা লিগায় আরও বাজে অবস্থা তাদের। রয়েছে একেবারে তলানিতে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
গতরাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ভায়োদোলিদ। সেই হারের ২৪ ঘণ্টা না যেতেই ব্যর্থতায় দায়ে বরখাস্ত হয়েছেন ক্লাবটির কোচ পাওলো পেজ্জোলানো। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না ভায়োদোলিদ সমর্থকেরা। এবার তারা ক্লাবটির মালিকানা থেকে সরাতে চায় রোনালদোকেও।
গত রাতে হারের পর ভায়োদোলিদ সমর্থকেরা প্রতিবাদও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে। কিছু সমর্থক হোসে জোরিলা স্টেডিয়ামে এসেছিলেন ‘রোনালদো বাড়ি যাও’ ব্যানার হাতে। ম্যাচটিতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভে-কষ্টে মাঠ ছেড়েও চলে যান।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে ভায়োদোলিদ। তবে আবারও অবনমনের শঙ্কায় তারা। পেজ্জোলানোর অধীনে এ মৌসুমে জিতেছে মাত্র ২ ম্যাচ। ক্লাবটি তাঁকে ছাঁটাই করা নিয়ে বলেছে, ‘রিয়াল ভায়োদোলিদের সঙ্গে পাওলো পেজ্জোলানোর সম্পর্ক ছিন্ন হলো। এই উরুগুইয়ান কোচ পুসেলায় (ভায়োদোলিদের ডাকনাম) আর কোচিং করাবেন না।’
ভায়োদোলিদের হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন পেজ্জোলানো। ২০২৩ সালের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে লা লিগায় ফেরে ভায়োদোলিদ।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে