ক্রীড়া ডেস্ক
২০১৮ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়োদোলিদের মালিক হন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদোর নাজারিও। কিনে নেন স্প্যানিশ ক্লাবটির ৫১ শতাংশ মালিকানা। তারপরও ভাগ্য ফেরেনি ভায়োদোলিদের। এ মৌসুমে তো লা লিগায় আরও বাজে অবস্থা তাদের। রয়েছে একেবারে তলানিতে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
গতরাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ভায়োদোলিদ। সেই হারের ২৪ ঘণ্টা না যেতেই ব্যর্থতায় দায়ে বরখাস্ত হয়েছেন ক্লাবটির কোচ পাওলো পেজ্জোলানো। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না ভায়োদোলিদ সমর্থকেরা। এবার তারা ক্লাবটির মালিকানা থেকে সরাতে চায় রোনালদোকেও।
গত রাতে হারের পর ভায়োদোলিদ সমর্থকেরা প্রতিবাদও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে। কিছু সমর্থক হোসে জোরিলা স্টেডিয়ামে এসেছিলেন ‘রোনালদো বাড়ি যাও’ ব্যানার হাতে। ম্যাচটিতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভে-কষ্টে মাঠ ছেড়েও চলে যান।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে ভায়োদোলিদ। তবে আবারও অবনমনের শঙ্কায় তারা। পেজ্জোলানোর অধীনে এ মৌসুমে জিতেছে মাত্র ২ ম্যাচ। ক্লাবটি তাঁকে ছাঁটাই করা নিয়ে বলেছে, ‘রিয়াল ভায়োদোলিদের সঙ্গে পাওলো পেজ্জোলানোর সম্পর্ক ছিন্ন হলো। এই উরুগুইয়ান কোচ পুসেলায় (ভায়োদোলিদের ডাকনাম) আর কোচিং করাবেন না।’
ভায়োদোলিদের হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন পেজ্জোলানো। ২০২৩ সালের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে লা লিগায় ফেরে ভায়োদোলিদ।
২০১৮ সালের সেপ্টেম্বরে রিয়াল ভায়োদোলিদের মালিক হন ‘ফেনোমেনন’ খ্যাত রোনালদোর নাজারিও। কিনে নেন স্প্যানিশ ক্লাবটির ৫১ শতাংশ মালিকানা। তারপরও ভাগ্য ফেরেনি ভায়োদোলিদের। এ মৌসুমে তো লা লিগায় আরও বাজে অবস্থা তাদের। রয়েছে একেবারে তলানিতে। ১৫ ম্যাচে তাদের পয়েন্ট ৯।
গতরাতে লিগে নিজেদের মাঠে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে ভায়োদোলিদ। সেই হারের ২৪ ঘণ্টা না যেতেই ব্যর্থতায় দায়ে বরখাস্ত হয়েছেন ক্লাবটির কোচ পাওলো পেজ্জোলানো। শুধু তাতেই ক্ষান্ত হচ্ছেন না ভায়োদোলিদ সমর্থকেরা। এবার তারা ক্লাবটির মালিকানা থেকে সরাতে চায় রোনালদোকেও।
গত রাতে হারের পর ভায়োদোলিদ সমর্থকেরা প্রতিবাদও জানিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তির বিরুদ্ধে। কিছু সমর্থক হোসে জোরিলা স্টেডিয়ামে এসেছিলেন ‘রোনালদো বাড়ি যাও’ ব্যানার হাতে। ম্যাচটিতে প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়ার পর অনেক সমর্থক ক্ষোভে-কষ্টে মাঠ ছেড়েও চলে যান।
তিন মৌসুম পর লা লিগায় ফিরেছে ভায়োদোলিদ। তবে আবারও অবনমনের শঙ্কায় তারা। পেজ্জোলানোর অধীনে এ মৌসুমে জিতেছে মাত্র ২ ম্যাচ। ক্লাবটি তাঁকে ছাঁটাই করা নিয়ে বলেছে, ‘রিয়াল ভায়োদোলিদের সঙ্গে পাওলো পেজ্জোলানোর সম্পর্ক ছিন্ন হলো। এই উরুগুইয়ান কোচ পুসেলায় (ভায়োদোলিদের ডাকনাম) আর কোচিং করাবেন না।’
ভায়োদোলিদের হয়ে তিন মৌসুমে ৭০ ম্যাচ ডাগআউটে দাঁড়িয়েছেন পেজ্জোলানো। ২০২৩ সালের এপ্রিলে ক্লাবটির দায়িত্ব নেন তিনি। তাঁর অধীনে লা লিগায় ফেরে ভায়োদোলিদ।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ ঘণ্টা আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৫ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৬ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৭ ঘণ্টা আগে