Ajker Patrika

প্যারিসের চেয়ে সৌদিতে ছয় গুণ বেশি আয় করবেন নেইমার

ক্রীড়া ডেস্ক
প্যারিসের চেয়ে সৌদিতে ছয় গুণ বেশি আয় করবেন নেইমার

শুধু আনুষ্ঠানিকতা বাকি ছিল। গতকাল রাতে সেটিও সম্পন্ন হয়েছে। ২ বছরের চুক্তিতে আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। গতকাল দুই পক্ষেই বিষয়টি নিশ্চিত করেছে।এতে করে পিএসজির সঙ্গে ৬ মৌসুমের সম্পর্ক শেষ হয়েছে নেইমারের। চুক্তির বিষয়ে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমি সৌদি আরবে আছি। আমি আল হিলালির।

ইউরোপে অনেক কিছু অর্জন করেছি, মুহূর্তগুলো উপভোগ করেছি। তবে সব সময়ই একজন বৈশ্বিক খেলোয়াড় হতে চেয়েছি, নতুন সুযোগ ও চ্যালেঞ্জের সামনে নিজেকে পরীক্ষা করতে চেয়েছি। ক্রীড়াঙ্গনে নতুন ইতিহাস লিখতে চাই। সৌদি প্রো লিগ বেশ চ্যালেঞ্জ রয়েছে সঙ্গে অনেক মানসম্পন্ন ফুটবলারও আছে।’

২০২৫ সাল পর্যন্ত খেলতে আল হিলালে খেলতে পারবেন নেইমার। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, দুই মৌসুমে ৩০০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। অর্থাৎ, প্রতি বছর ১৫০ মিলিয়ন ইউরো পাবেন ৩১ বছর বয়সী তারকা। সঙ্গে অ্যাড অন ও বাণিজ্যিক চুক্তি মিলিয়ে আরও ১০০ মিলিয়ন ইউরো পাবেন বলে এমন প্রতিশ্রুতি রয়েছে। এতে করে সপ্তাহে ৩০ মিলিয়ন ইউরো পাবেন তিনি। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে পিএসজির চেয়ে প্রায় ছয় গুণ বেশি টাকা আয় করবেন আল হিলালে। পিএসজিতে বছরে ২৫ মিলিয়ন ইউরো আয় করতেন তিনি।

২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফার ফি ২২ কোটি ইউরোতে পিএসজিতে নাম লেখান নেইমার। প্যারিসের ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচ খেলেছেন তিনি। পাঁচটি লিগ ওয়ান শিরোপাসহ জিতেছেন ১৩টি ট্রফি। তবে যে জন্য তাঁকে প্যারিসের ক্লাব কিনেছিল সেই আরাধ্য চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি। সব মিলিয়ে পিএসজির জয়ে নেইমারের গোল ১১৮টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

সাতকানিয়ায় ডাকাত পড়েছে বলে মাইকে ঘোষণা দিয়ে মারধর, নিহত ২

ইউএনওর সামনেই ৪ জামায়াত নেতাকে পেটালেন বিএনপি নেতারা

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত