Ajker Patrika

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হারে ইরানিদের উল্লাস 

যুক্তরাষ্ট্রের কাছে ইরানের হারে ইরানিদের উল্লাস 

নিজেদের দলের পরাজয়ে কেউ কি খুশি হতে পারে? উল্লাস করতে পারে? সেই হার আবার ঘোর ‘শত্রু’র কাছে। ইরানিরা এমনই উল্লাসে মেতেছিল গতকাল বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে ১–০ গোলে হারের পর!

যুক্তরাষ্ট্রের কাছে গোল খাওয়ার পরই উল্লাস মাতেন অনেক ইরানি দর্শক। হেরে যাওয়ার পর আরেকবার। কিন্তু কেন এই স্ববিরোধী কার্যক্রমে যুক্ত হয়েছেন ইরানি দর্শকেরা? ইরানি সাংবাদিক মাশাই আলিনেজাদ টুইট করেছেন, ‘ইরান এমন একটা দেশ, সেখানে মানুষ ফুটবল বলতে পাগল। এখন তারাই সানাদাজ শহরে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর রাস্তায় নেমে এসেছে। এবং দলের পরাজয়ে আনন্দ করছে। তারা আসলে চাইছে না খেলাকে ব্যবহার করে সরকারের তার খুনে শাসনকে স্বাভাবিক করার চেষ্টা করুক।’

গত চার মাস ইরান উত্তপ্ত, অস্থিতিশীল হয়ে আছে মাশা আমিনির হত্যাকাণ্ডের পর। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর হাজার হাজার ইরানি রাজপথে নেমে এসে এ ঘটনার প্রতিবাদ করছে। গত কয়েক মাসে এতে মানুষ মারা গেছেন প্রায় ৩০০। ইরান ফুটবল দলও এ ঘটনার প্রতিবাদ করেছে বিশ্বকাপের মঞ্চে। নিজেদের প্রথম ম্যাচে খেলোয়াড়েরা জাতীয় সংগীতে একেবারেই চুপ ছিলেন। শোনা যাচ্ছে, এভাবে প্রতিবাদ করায় তাঁদের শাস্তি দিতে পারে সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

মেয়াদোত্তীর্ণ ঠিকাদারের নিয়ন্ত্রণে সার্ভার, ঝুলে আছে ৭ লাখ ড্রাইভিং লাইসেন্স

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত