নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
১ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
২ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৪ ঘণ্টা আগে