ক্রীড়া ডেস্ক
নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জিতেছে বেয়ার লেভারকুজেন। এখন যে আনন্দের সময় জার্মানির রাইন নদীর পূর্বের শহর লেভারকুজেনজুড়ে। ক্লাবটির সমর্থকেরা তো তাদের শিরোপা জেতানোর নায়ক জাবি আলোনসোর নামে রাস্তার চিহ্নও পাল্টে ফেলেছে!
বেঅ্যারেনার বাইরে লেভারকুজেন সমর্থকেরা রাস্তার নাম রাখছে জাবি-আলোনসো-অ্যালি (হাঁটার রাস্তা)। এমনকি স্প্যানিশ কোচ আলোনসোকে সম্মানসূচক নাগরিকত্বও দেওয়ারও চিন্তাভাবনা করা হচ্ছে। জার্মান ক্রীড়া ম্যাগাজিন কিকারের বরাতে এমনটাই জানিয়েছে ওয়ান ফুটবল।
লেভারকুজেনের মেয়র উয়ি রিচার্থ (এসপিডি) এ নিয়ে বলেছেন, ‘সম্মানসূচক নাগরিকত্ব প্রদানের জন্য যাবতীয় প্রয়োজনীয়তা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার জন্য প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ শুধু কোচ আলোনসোকে নয়, বেয়ার লেভারকুজেনের প্রধান নির্বাহী ফের্নান্দো কারো, স্পোর্টিং ডিরেক্টর সাইমন রোল্ফস ও বেয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির প্রধান নির্বাহী ভের্নার ভেনিংকেও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হবে।
নাগরিকত্ব প্রদানের পাশাপাশি আলোনসোর নামে বেঅ্যারেনার বাইরে রাস্তা, স্কয়ার বা পথের নাম পরিবর্তন করতে লেভারকুজেন শহরের প্রশাসন বর্তমানে ‘একটি আনুষ্ঠানিক পদের প্রয়োজনীয়তা’ পরীক্ষা করছে। তবে কাজটি এত সহজও নয়। কারণ, কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী রাস্তার নাম কোনো ব্যক্তির নামে রাখার বিধান নেই।
গত পরশু রাতে নিজেদের মাঠ বেঅ্যারেনায় ইতিহাস রচিত হয় লেভারকুজেনের। ভেরডের ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচ হাতে রেখে প্রথমবার জার্মান ফুটবল সর্বোচ্চ শিরোপা নিশ্চিত করে ক্লাবটি। এ নিয়ে লেভারকুজেনের শোকেসে শিরোপা সংখ্যা দাঁড়াল ৪টি। ৩১ বছর পর আলোনসোর অধীনে প্রথম কোনো শিরোপা জিতল ক্লাবটি। আর সেটি নিজেদের প্রথম বুন্দেসলিগাও। টানা ১১ মৌসুম পর বায়ার্ন মিউনিখের বাইরে লিগ শিরোপা গেল লেভারকুজেনে।
সেমিফাইনালে উঠতে দুই দলের জন্যই এটি ছিল বাঁচা-মরার লড়াই। তবে শুরু হয়েও বৃষ্টির কারণে এই লড়াই শেষ না হওয়ায় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শেষ চারে উঠে গেছে অস্ট্রেলিয়া। ম্যাচ বাতিল হওয়ায় এক পয়েন্ট পাওয়া আফগানিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা থাকলেও তা অনেক ‘যদি’, ‘কিন্তু’র ওপর নির্ভর করছে...
৩ ঘণ্টা আগেআগের ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানিস্তান। এমন দুর্দান্ত চমক তারা এখন প্রায়ই দিয়ে চলেছে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালের সমীকরণ মিলাতে লাহোরে আজ বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলছে তারা। আগে ব্যাটিং করে অজিদের ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরও ছুড়ে দিয়েছে। ট্রাভিস হেডেরও...
৫ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রদ্রিগোর মতো নেইমার জুনিয়রকেও ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সর্বোচ্চ চেষ্টাই করেছিল তারা। তা-ই নয়, ব্রাজিলিয়ান তারকার জন্য তারা ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব করেছিল, যেখানে নেইমার নিজের খুশি মতো অঙ্ক বসানোর সুযোগ ছিল। তবে তিনি সেটি না করে, ২০১৩ সালে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে পড়ি জমালেন
৬ ঘণ্টা আগেওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর চ্যাম্পিয়নস ট্রফি থেকেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। পরশু আফগানিস্তানের কাছে ৮ রানের হারের পরই বিদায় ঘণ্টা বেজে যায় তাদের। সেই ব্যর্থতার দায় কাঁধে নিয়ে সাদা বলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জস বাটলার। তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনাও হচ্ছিল।
৬ ঘণ্টা আগে