Ajker Patrika

ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল

রাশিয়া বিশ্বকাপ থেকে জার্মানি গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দায়টা পড়েছিল মেসুত ওজিলের ঘাড়ে। সেই ব্যর্থতায় দায় নিয়ে রাগ ও অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আর্সেনাল ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা। এবার সব পেশাদারি ফুটবল থেকেও অবসর নিলেন ৩৪ বছল বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। 

আজ বুধবার স্থানীয় সময় সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের সিদ্ধান্তের কথা জানান ওজিল। নিজের অফিসিয়াল টুইটার পেজে তিনি লিখেছেন, ‘সুচিন্তিত চিন্তাভাবনার পর, আমি অবিলম্বে পেশাদারি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আমি ভাগ্যবান যে প্রায় ১৭ বছল পেশাদারি ফুটবলে কাটিয়েছি। এই সুবিধার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কিন্তু সাম্প্রতিক সময়ে, আমাকে চোটে ভুগতে হচ্ছে। আর এসব এটাই পরিস্কার করে দিচ্ছে যে, ফুটবলের বৃহৎ মঞ্চ ছাড়ার সময় হয়ে এসেছে আমার।’

জার্মান ক্লাব শালকের যুবদল থেকে ওঠে এসেছিলেন ওজিল। এরপর যোগ দেন ভের্ডার ব্রেমেনে। ক্লাবটির হয়ে জার্মান কাপ জেতেন তিনি। ব্রেমেনকে ২০০৯ উয়েফা কাপের ফাইনালেও পৌঁছে দেন ওজিল। পরে ২০১০ বিশ্বকাপে আলো ছড়ানোর পর যোদ দেন রিয়ালে। লস ব্লাঙ্কোসদের হয়ে ২০১২ সালে জেতেন লিগ এবং কোপা দেল রে। 

তবে ক্রিস্টিয়ানো রোনালদো সান্তিয়াগো বার্নাব্যুতে আসার ধীরে ধীরে নিজের জায়গা হারাতে থাকেন ওজিল। এরপর ২০১৩ সালে তিনি নাম লেখান আর্সেনালে। গানারদের হয়ে আট বছর ছিলেন তিনি। তবে এমিরেটস স্টেডিয়াম থেকে ভালোভাবে বিদায় নিতে পারেননি। শেষ কয়েক মৌসুমে দলে অপাঙ্কক্তেয় হয়ে পড়া ওজিল বিতর্ক মাথায় নিয়ে ২০২১ সালে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনেরবাচে। আর্সেনালে থাকার সময় ক্যারিয়ারের উত্থান-পতন দেখেন তিনি। গত বছর যোগ দেন ইস্তাম্বুল বাসাকসেহিরে। তবে ক্লাবটিতে বেশিদন থাকা হলো না। 

জার্মানির জার্সিতে ২০১৪ বিশ্বকাপ জিতেছেন ওজিল। ব্রাজিল বিশ্বকাপে নিজের সেরা সময় কাটানো এই তারকা পরের আসরে ছিলেন নিজের ছায়া হয়ে। ২০১৮ বিশ্বকাপে জার্মানিও ঘরে ফেরে গ্রুপ পর্ব থেকে। তবে বিতর্ক ওঠে ওজিলকে ঘিরে। তাঁর ওপরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে যোগাযোগের অভিযোগ ওঠে। তখন ওজিল বলেছিলেন, ‘যখন আমি জিতি তখন আমি জার্মান, যখন আমি হারি তখন আমি অভিবাসী।’

জার্মানির হয়ে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ৯২ ম্যাচ খেলে ২৩ গোল করেছেন ওজিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত