ক্লাব বিশ্বকাপ ফাইনাল
ক্রীড়া ডেস্ক
ক্লাব ফুটবলে পিএসজি তার আগমনী গান শুনিয়েছিল গত মে মাসে। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ছিঁড়েখুঁড়ে হারিয়েছিল ৫-০ গোলে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারপরও যারা কাতারি মালিকের দলটির উত্থান নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন; তাঁদের সেই সন্দেহ দূর হয়েছে চলতি টুর্নামেন্টে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়ের পর। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও ফুটবল শিখিয়ে সেমিফাইনালে পিএসজি জেতে ৪-০ গোলে।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেই পিএসজির সামনে চেলসি। যদিও এর আগে এই টুর্নামেন্ট জিতেছে চেলসি এবং পিএসজির এটাই প্রথম ফাইনাল; তারপরও আজ ফেবারিট হয়ে মাঠে নামবে পিএসজি। পিএসজির শক্তি হলো, তারা গোছানো একটা দল। মাঠে খেলে দল হিসেবে। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন কিংবা লামিনে ইয়ামালের মতো তারকা নেই। তাই দলটির নেই কোনো তারকা-নির্ভরতাও। ফাইনালের আগে পিএসজিকে তাই শ্রদ্ধার চোখে দেখছেন চেলসি কোচ এনজো মারেস্কা, ‘এই মুহূর্তে পিএসজি বিশ্বের সেরা দল। আমরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাই।’ তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের অঙ্গীকার মারেস্কার, ‘আমরা ফাইনালে আমাদের সেরাটা দিতে চাই। ফাইনাল জয়ে সেরা প্রচেষ্টা চালাতে চাই।’
পিএসজির সামনে অনন্য এক অর্জনের হাতছানি। চলতি মৌসুমে লিগ ছাড়াও পিএসজি জিতেছে ফ্রেঞ্চ কাপ। জিতেছে চ্যাম্পিয়নস লিগও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে সাফল্যের পূর্ণতা দিতে চান কোচ লুইস এনরিকে। ফাইনালের আগে পিএসজির স্প্যানিশ কোচ বললেন, ‘মৌসুমের শুরু থেকে এটি ছিল আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জন করা সব সময় কঠিন। খুব কম দলই এমন কিছু করতে পেরেছে।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ক্লাব ফুটবলে পিএসজি তার আগমনী গান শুনিয়েছিল গত মে মাসে। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানকে ছিঁড়েখুঁড়ে হারিয়েছিল ৫-০ গোলে। ইউরোপীয় ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তারপরও যারা কাতারি মালিকের দলটির উত্থান নিয়ে সন্দেহ পোষণ করেছিলেন; তাঁদের সেই সন্দেহ দূর হয়েছে চলতি টুর্নামেন্টে রিয়ালের বিপক্ষে পিএসজির জয়ের পর। রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকেও ফুটবল শিখিয়ে সেমিফাইনালে পিএসজি জেতে ৪-০ গোলে।
ক্লাব বিশ্বকাপের ফাইনালে সেই পিএসজির সামনে চেলসি। যদিও এর আগে এই টুর্নামেন্ট জিতেছে চেলসি এবং পিএসজির এটাই প্রথম ফাইনাল; তারপরও আজ ফেবারিট হয়ে মাঠে নামবে পিএসজি। পিএসজির শক্তি হলো, তারা গোছানো একটা দল। মাঠে খেলে দল হিসেবে। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন কিংবা লামিনে ইয়ামালের মতো তারকা নেই। তাই দলটির নেই কোনো তারকা-নির্ভরতাও। ফাইনালের আগে পিএসজিকে তাই শ্রদ্ধার চোখে দেখছেন চেলসি কোচ এনজো মারেস্কা, ‘এই মুহূর্তে পিএসজি বিশ্বের সেরা দল। আমরা তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখাই।’ তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ের অঙ্গীকার মারেস্কার, ‘আমরা ফাইনালে আমাদের সেরাটা দিতে চাই। ফাইনাল জয়ে সেরা প্রচেষ্টা চালাতে চাই।’
পিএসজির সামনে অনন্য এক অর্জনের হাতছানি। চলতি মৌসুমে লিগ ছাড়াও পিএসজি জিতেছে ফ্রেঞ্চ কাপ। জিতেছে চ্যাম্পিয়নস লিগও। এবার ফিফা ক্লাব বিশ্বকাপ জিতে সাফল্যের পূর্ণতা দিতে চান কোচ লুইস এনরিকে। ফাইনালের আগে পিএসজির স্প্যানিশ কোচ বললেন, ‘মৌসুমের শুরু থেকে এটি ছিল আমাদের লক্ষ্য। লক্ষ্য অর্জন করা সব সময় কঠিন। খুব কম দলই এমন কিছু করতে পেরেছে।’
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবকে দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। তাদের বিরুদ্ধে পারিশ্রমিক বকেয়া রাখার অভিযোগ করেছেন উজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে সূত্র।
১৮ মিনিট আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। মাঠের অবস্থা দেখেই বাংলাদেশ কোচ পিটার বাটলার বুঝে যান, তা খেলার অযোগ্য। খেলোয়াড়দের সুরক্ষার বিষয়টি সবার আগে ভাবনায় এল তাঁর। তবু মাঠে নামতে হলো দুই দলকে। প্রথমার্ধ শেষে বসুন্ধরা কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
২৪ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট দলের হতশ্রী পারফরম্যান্স নিয়ে গত কয়েক বছরে ব্যঙ্গ বিদ্রুপ হচ্ছে অনেক বেশি। ক্রিকেটাররা তো বটেই, সমালোচনা, ব্যঙ্গ-বিদ্রুপ থেকে বাদ যান না কোচেরাও। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যখন নামবে সিরিজ জয়ের লড়াইয়ে, সেই সময়ে ক্ষোভ ঝাড়লেন বাংলাদেশের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন।
১ ঘণ্টা আগে১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট—এমন স্কোরকার্ড দেখে কীইবা বলার থাকে! দলের এমন অবস্থায় অধিনায়কই তো সবচেয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান। জ্যামাইকায় গত রাতে ওয়েস্ট ইন্ডিজের এমন হতশ্রী ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষোভ ঝেরেছেন দলটির অধিনায়ক রস্টন চেজ।
৩ ঘণ্টা আগে