ক্রীড়া ডেস্ক
টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
টুর্নামেন্ট বদলে গেলেও লিওনেল মেসির রূপ বদলায়নি। লিগ কাপে গোল দিয়ে শুরু করা আর্জেন্টাইন প্লেমেকার মেজর লিগ সকারের অভিষেকেও তাই করলেন। তাঁর ও ডিয়াগো গোমেজের গোলে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–০ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
শুরুর একাদশে অবশ্য ছিলেন না মেসি। টানা আট ম্যাচের ধকল কাটাতে তাঁকে আজকের ম্যাচে বিশ্রাম দেওয়ার গুঞ্জন ছিল। শুরুতে তাঁকে না নামিয়ে সেই গুঞ্জন সত্য প্রমাণিত করতে চেয়েছিলেন হয়তো মায়ামির কোচ জেরার্দো মার্তিনো। তবে ম্যাচের পারফরম্যান্স সুবিধাজনক না হওয়ায় ৬০ মিনিটে সাতবারের ব্যালন ডি অর জয়ীকে লিওনার্দো কাম্পানার বদলি নামান।
এরপর ম্যাচের চিত্রও বদলে যায়। শুরুতে বল পজিশন ধরে রাখলেও গোলমুখে তেমন আক্রমণে করতে পারেনি মায়ামি। তাদের চেয়ে রেড বুলসেই গোলের ভালো সুযোগ পেয়েছিল। কিন্তু তারা গোল করতে ব্যর্থ হয়। প্রতিপক্ষ না পেলেও ৩০ মিনিটে এক সুযোগ পেয়ে কাজে লাগান মিডফিল্ডার গোমেজ। ডি বক্সের মধ্যে নোয়াহ এলিয়েনের পাস ধরে দলকে এগিয়ে দেন তিনি।
পেনাল্টি থেকে গোল শোধের সুযোগ পেয়েছিল রেড বুলস। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে মায়ামির ডেভিড রুইজের হাতে বল লাগার ফলে রেফারির দেওয়া সিদ্ধান্ত পরে ভিএআরে বাতিল হয়। পরে তারাও আর গোল শোধ দিতে পারেনি। উল্টো মেসি বদলি নামার পর আরেকটি গোল হজম করে। ম্যাচের শেষ সময়ে দুর্দান্ত গোলটি করেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী। ৮৯ মিনিটে ডি-বক্সের ভেতরে রেড বুলসের এক ডিফেন্ডারকে ভেলকি দেখিয়ে বেঞ্জামিন ক্রিমাশ্চিকে বল বাড়ান তিনি। পরে ফিরতি বল যখন ক্রিমাশ্চি পাঠালেন, তখন ফাঁকা গোলবার পেলেন মেসি। আলতো টোকায় বল জালে জড়ালেন তিনি। মেসির সঙ্গে এদিন বদলি নামেন সার্জিও বুসকেতসও।
এতে করে মেসিকে আটকানোর যে হুমকি দিয়েছিলেন রেড বুলসের কোচ ট্রয় লেসেনে এবং মিডফিল্ডার ড্যানিয়েল এডেলম্যান, তা আর সফল হলো না। অন্যদের মতোই তাঁদেরও মেসির কাছে পরাজিত হতে হলো। সব মিলিয়ে মায়ামির হয়ে ৯ ম্যাচে ১১ গোল করলেন মেসি। অ্যাসিস্ট করেছেন ৩টি।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৯ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪৪ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে