চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যেতে বায়ার্ন মিউনিখকে হারালেই চলত বার্সেলোনার। ড্র করলে কিংবা হারলেও হতো, যদি নিজেদের ম্যাচে দিনামো কিয়েভের বিপক্ষে বেনফিকা হেরে যেত। তবে তেমন কিছুই হয়নি। বার্সার পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। শেষ পর্যন্ত তাই ৩-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্বেই থেমে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নদের দৌড়।
সর্বশেষ ২০ বছর আগে ২০০১-০২ মৌসুমে গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল বার্সা। সেই দলের খেলোয়াড় ছিলেন জাভি। এবার কোচ হিসেবে পেলেন সেই তিক্ত অভিজ্ঞতা।
বায়ার্নের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বার্সা। বায়ার্নের গোছানো আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিল না কাতালান ক্লাবটি। নিজেদের আক্রমণগুলোও ছিল অগোছালো। উল্টো ৩৪ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। রবার্ট লেভানডফস্কির বাড়ানো বলে মুলারের হেড বার্সা ডিফেন্ডার ক্লিয়ার করলেও ততক্ষণে সেটা লাইন অতিক্রম করে যায়।
এরপর বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় বায়ার্ন। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন লেরয় সানে। ২ গোল খেয়ে প্রথমার্ধেই একরকম ম্যাচ থেকে ছিটকে যায় বার্সা। বিরতির পর অবশ্য তৃতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা।
আরেক ম্যাচে কিয়েভকে ২-০ গোলে হারিয়ে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়েছে বেনফিকা।
চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে যেতে বায়ার্ন মিউনিখকে হারালেই চলত বার্সেলোনার। ড্র করলে কিংবা হারলেও হতো, যদি নিজেদের ম্যাচে দিনামো কিয়েভের বিপক্ষে বেনফিকা হেরে যেত। তবে তেমন কিছুই হয়নি। বার্সার পরিকল্পনা অনুযায়ী কিছুই হয়নি। শেষ পর্যন্ত তাই ৩-০ ব্যবধানে হেরে গ্রুপ পর্বেই থেমে গেল পাঁচ বারের চ্যাম্পিয়নদের দৌড়।
সর্বশেষ ২০ বছর আগে ২০০১-০২ মৌসুমে গ্রুপ পর্বের বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল বার্সা। সেই দলের খেলোয়াড় ছিলেন জাভি। এবার কোচ হিসেবে পেলেন সেই তিক্ত অভিজ্ঞতা।
বায়ার্নের মাঠে এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল বার্সা। বায়ার্নের গোছানো আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিল না কাতালান ক্লাবটি। নিজেদের আক্রমণগুলোও ছিল অগোছালো। উল্টো ৩৪ মিনিটে থমাস মুলারের গোলে এগিয়ে যায় বায়ার্ন। রবার্ট লেভানডফস্কির বাড়ানো বলে মুলারের হেড বার্সা ডিফেন্ডার ক্লিয়ার করলেও ততক্ষণে সেটা লাইন অতিক্রম করে যায়।
এরপর বিরতির আগেই দ্বিতীয় গোল পেয়ে যায় বায়ার্ন। ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করেন লেরয় সানে। ২ গোল খেয়ে প্রথমার্ধেই একরকম ম্যাচ থেকে ছিটকে যায় বার্সা। বিরতির পর অবশ্য তৃতীয় গোল করে ব্যবধান আরও বাড়ান জামাল মুসিয়ালা।
আরেক ম্যাচে কিয়েভকে ২-০ গোলে হারিয়ে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়েছে বেনফিকা।
ওল্ড ট্রাফোর্ড টেস্টে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের দিকে ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে ৭ উইকেটে ৫৪৪ রান তাদের। ১৮৬ রানের লিড নিয়ে আজ ৪র্থ দিন আবারও ব্যাটিংয়ে নামবে তারা। বিকেল ৪টায় শুরু হবে খেলা। সরাসরি সনি টেন ১ ও ৫ খেলা সম্প্রচার করবে।
২৭ মিনিট আগেটানা দুটি সিরিজ জয়; শ্রীলঙ্কার পর এবার পাকিস্তান। দুই সিরিজ মিলিয়ে চার ম্যাচে জয়। এই ধারাবাহিক সাফল্যে আত্মবিশ্বাস বেড়েছে বাংলাদেশ দলের, এই কথা বলছেন অধিনায়ক লিটন দাসসহ দলের অন্য সদস্যরা। তবে এই আত্মবিশ্বাস কতটা কাজে দেবে দলের এবং এটা কি সত্যি না কৃত্রিম, এ নিয়ে যখন আলোচনা, তখন লিটনদের সামনে...
১ ঘণ্টা আগেশচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা—গাণিতিক হিসেবে ৬০.২৮ শতাংশ! ক্যারিয়ারের শুরুতে এমন সম্ভাবনা জাগিয়ে অনেকেই হারিয়ে গেছেন কিংবা অনেক আগেই থেমে যায় তাঁদের ক্যারিয়ার। কিন্তু জো রুট একদমই ভিন্ন। শচীনকে ছাড়িয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে দারুণভাবে ছুটছেন ইংলিশ এ ব্যাটার। পরিসং
১৪ ঘণ্টা আগেবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে হারারেতে ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজের আয়োজন করেছে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে স্বাগতিকদের ২৭৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। যুব ওয়ানডের ইতিহাসে প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন জরিক ফন স্কাল্কভিক (২১৫)। ছাড়িয়ে গেলেন সাত বছর আগে করা শ্রীলঙ্কার
১৫ ঘণ্টা আগে