Ajker Patrika

মেসিকে মাদ্রিদে চান দি পল

মেসিকে মাদ্রিদে চান দি পল

লিওনেল মেসিকে ছাড়া যেন চলেই না রদ্রিগো ডি পলের। প্রতিপক্ষ দলের কেউ মেসিকে ‘ফাউল’ করলেই তেড়ে এসে তার জবাব দিতে মোটেও দেরি করেন না তিনি। এজন্যই ফুটবল ভক্তদের কাছে মেসির ‘বডিগার্ড’ নামে পরিচিত এই আর্জেন্টাইন। জাতীয় দলের মতো ক্লাব ফুটবলেও মেসি-দি পল খেলতে চান এক সঙ্গে। 

জুনে দল বদলের মৌসুমে মেসির ভবিষ্যত গন্তব্য নিয়ে এরই মধ্যে কানাঘুষা শুরু হয়েছে। পিএসজির সঙ্গে এখন পর্যন্ত চুক্তি নবায়ন না হওয়ায় কোথায় যাবেন, তা এখনো নিশ্চিত নয়। বার্সেলোনা, নিউ ওয়েল’স ওল্ড বয়েজে মেসির ফেরার গুঞ্জনও শোনা যাচ্ছে। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারকে অ্যটলেটিকো মাদ্রিদে যোগদান করতে বলছেন দি পল। স্পেনের রেডিও শো ‘এল লারগুয়োরোকে’ আর্জেন্টাইন এই মিডফিল্ডার বলেন, ‘মেসি এখানে আসুক। আমরা অ্যাঞ্জেলিতোকে (কোরেয়া) বলব ১০ নম্বর জার্সিটা তাকে (মেসি) দিতে এবং মাদ্রিদে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছি।’ 

 আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া নিয়ে মেসির প্রতিনিধির সঙ্গে যোগাযোগের ব্যাপারে কিছু জানা না গেলেও একসঙ্গে খেলার আশা রাখছেন ডি পল। বড় অঙ্কের বেতনে ইন্টার মিয়ামি এবং সৌদি ক্লাব আল হিলালও মেসিকে দলে ভেড়াতে আগ্রহী এমন সংবাদও শোনা যাচ্ছে। দি পলের ডাকে সাড়া দিয়ে মেসি কি মাদ্রিদের এই ক্লাবে যোগ দেবেন কিনা সেটা দেখার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে শীতকালীন দল বদলের মৌসুম পর্যন্ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের আগে এসআই-এএসআইদের ব্যক্তিগত তথ্য তালাশে পুলিশ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

যারা একাত্তরে ফিরতে চায়, তারা চব্বিশ অস্বীকার করে: নাহিদ

ফ্লাইট এক্সপার্ট: গ্রামবাসীর কাছ থেকে কোটি টাকা হাতিয়েছেন এমডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত