জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৭ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে