জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
জাভি হার্নান্দেজ গতকাল ‘টাইম মেশিনে’ চড়ে ১০-১২ বছর আগের স্মৃতিচারণ করছিলেন কি না জানা নেই। খেলোয়াড় হিসেবে বার্সেলোনার জার্সিতে মুড়িমুড়কির মতো শিরোপা জিতেছিলেন তিনি। গতকাল কোচ হিসেবে বার্সাকে জেতালেন লা লিগা।
২০২১ এর ৬ নভেম্বর বার্সেলোনার কোচের দায়িত্ব নেন জাভি। রোনাল্ড কোমানের অধীনে ‘হতশ্রী’ বার্সাকে পুরোনো রূপে ফিরিয়ে আনতে থাকেন জাভি। কোচ হওয়ার পর দলের ম্যানেজমেন্টে একের পর এক পরিবর্তন আনেন তিনি। ২০২১-২২ মৌসুমে কোনো শিরোপা না জিতলেও পরের মৌসুম থেকে বদলে যেতে থাকে কাতালানরা। ২০২২-২৩ মৌসুমে দুটি শিরোপা জিতেছে বার্সা। চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদকে ৩-১ গোলে হারিয়ে এই টুর্নামেন্টের ১৪ তম শিরোপা জেতে কাতালানরা। আর স্টেডি কর্নেলা এল প্রাতে গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল এসপানিওল। শিরোপা জিততে বার্সার সমীকরণ ছিল জয়। এসপানিওলকে ৪-২ গোলে উড়িয়ে ৪ ম্যাচ আগেই লা লিগা নিজের করে নেয় কাতালানরা।
বার্সেলোনার আগে আল-সাদের কোচিং করিয়েছেন জাভি। আল-সাদের কোচ হিসেবে জিতেছেন ৭ শিরোপা। আর খেলোয়াড়ি জীবনে সর্বোচ্চ ২৫ শিরোপা জেতেন বার্সার জার্সিতে। স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন জাভি। ব্যক্তিগত পুরস্কারেও নিজের ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন স্প্যানিশ এই কোচ।
জাভির ক্যারিয়ারের যত শিরোপা:
খেলোয়াড় হিসেবে:
বার্সেলোনা: ২৫ (লা লিগা (৮), স্প্যানিশ সুপার কাপ (৬), উয়েফা চ্যাম্পিয়নস লিগ (৪), কোপা দেল রে (৩), উয়েফা সুপার কাপ (২), ফিফা ক্লাব বিশ্বকাপ (২))
আল সাদ: ৪ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ, শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ)
স্পেন: ৩ (২০১০ বিশ্বকাপ, ইউরো (২০০৮,২০১২)
স্পেন অনূর্ধ্ব-২০: ১ (১৯৯৯ ফিফা যুব বিশ্ব চ্যাম্পিয়নশিপ)
ব্যক্তিগত পুরস্কার: ৪১
কোচ হিসেবে:
আল সাদ: ৭ (কাতার স্টার্স লিগ, কাতার কাপ (২), শেখ জসিম কাপ, এমির অব কাতার কাপ (২), কাতারি স্টার্স কাপ)
বার্সেলোনা: ২ (স্প্যানিশ সুপার কাপ, লা লিগা)
স্বাগত পানীয় দিয়ে শুরু। কয়েক পদের মিষ্টান্ন দিয়ে শেষ। এর মাঝে কী ছিল না আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নৈশভোজে!
১ ঘণ্টা আগেঅবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) মেঘ কাটতে শুরু করেছে। আগামীকাল ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)—এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদমাধ্যমে। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা, আফগানিস্তানের মতো
২ ঘণ্টা আগেএক ম্যাচ বাকি থাকতেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মাসখানেক আগে এই বাংলাদেশকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল পাকিস্তান। তারা নিজেরাই এখন ধবলধোলাইয়ের মুখে; যা মানতে পারছেন না দলটির সাবেক পেসার শোয়েব আখতার। পাকিস্তানকে ধুয়ে দেওয়ার পাশাপাশি করলেন বাংলাদেশের...
৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন, সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
৪ ঘণ্টা আগে