জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
জুভেন্টাস ছেড়ে এই মৌসুমেই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার এই বিদায়টা আরও আগে হলে জুভেন্টাসের উপকারই হতো, এমনটাই বলেছেন ক্লাবটির ডিফেন্ডার জর্জিও কিয়েল্লিনি।
চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন নিয়ে ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ থেকে রোনালদোকে কিনে এনেছিল জুভেন্টাস। তিন মৌসুমে দুই স্কুডেট্রো আর একটি কোপা ইতালিয়া জয় ছাড়া তুরিনের ক্লাবটিতে উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই সিআরসেভেনের। চ্যাম্পিয়নস লিগ জিততে না পারায় অস্থির হয়ে পড়ছিলেন রোনালদো নিজেই। তাঁকে ছেড়ে দিয়ে নতুন করে ক্লাবকে গড়ে তোলার জন্য চাপ বাড়ছিল জুভেন্টাসের ওপরেও।
এই মৌসুমের শুরুতে জুভেন্টাস ছাড়তে পারেন এমন জল্পনা-কল্পনা সত্যি করে দলবদলের শেষ সময়ে আবারও ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে এসেছেন রোনালদো। একদম শেষ দিকে পর্তুগিজ ফরোয়ার্ড চলে যাওয়ায় তাঁর শূন্যস্থানটা দ্রুত পূরণ করতে পারেনি জুভেন্টাস। সিরি আ-তে আট ম্যাচে ১৪ পয়েন্টে আছে টেবিলের সাতে। কিয়েল্লিনির মন্তব্য, রোনালদোর দলবদলটা আরও আগে হলে এই সমস্যায় পড়তে হতো না জুভদের।
অনলাইন স্ট্রিমিং সার্ভিস ডেএজেডএনকে কিয়েল্লিনি বলেছেন, ‘আমাদের সঙ্গে ক্রিস্টিয়ানোর দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সে খেলতে পারে এমন একটা দলও তৈরি ছিল। জুভেন্টাস একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। রোনালদো থাকলে দলটা আরও ভারী হতো, আমরাও খুশি থাকতাম। কিন্তু ভবিষ্যতের চেয়ে সে বর্তমানকেই বেশি প্রাধান্য দিয়েছে।’
এরপরই কিয়েল্লিনি বলেছেন, ‘রোনালদো ২৮ আগস্ট চলে গেছে, সে আরও একটু আগে গেলে ভালো হতো। আমরা একটা ধাক্কা খেয়েছি। পয়েন্টের দিক থেকে ভুগতে হচ্ছে। এই বিদায়টা যদি ১৫ আগস্টের দিকে হতো, তাহলে আমরা আরও ভালোভাবে প্রস্তুত হওয়ার সুযোগ পেতাম।’
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে