নিজস্ব প্রতিবেদক, বেঙ্গালুরু থেকে
মালদ্বীপ ম্যাচে চোট পেয়ে যেভাবে হাসপাতালে যেতে হয়েছিল তারিক রায়হান কাজীকে, তাতে শঙ্কা জেগেছিল হয়তো সাফই শেষ হয়ে গেছে তাঁর। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচেও দলে ছিলেন না ২২ বছর বয়সী সেন্টার ডিফেন্ডার।
গোড়ালিতে বেশ খারাপভাবে চোট পেলেও মাঠে ফেরার জন্য বেশ তাড়া ছিল তারিকের। মাত্র পাঁচ দিনের পুনর্বাসনে চোট থেকে সেরে উঠেছেন তারিক। কুয়েতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল সাফের সেমিফাইনালে খেলতে নামার দলকে দিয়েছেন সুসংবাদ।
কুয়েত ম্যাচকে সামনে রেখে আজ কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলন করেছে মাঠে। অনুশীলনের আগে সংবাদ সম্মেলন করেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। তারিক কাজীর চোটের অবস্থা কী সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল কোচ কাবরেরার কাছে। সেই প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘তারিক ইতিবাচকভাবে সেরে উঠেছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে যে কারণ এখন তার পায়ে কিছু ব্যথা আছে। তবে তার পুনর্বাসন খুব ভালোভাবেই হয়েছে। আজ অনুশীলনে আমরা তাকে দেখব। যদি সে খেলতে চায় সে খেলবে, নইলে ভুটান ম্যাচের মতো আমরা হয়তো অন্য বিকল্পকে খেলাব।’
স্থানীয় সময় বেলা ৩টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। শুরুতে ফিজিওর সঙ্গে আলাদাভাবে গা গরম করতে দেখা গেলেও পরে অস্বস্তি কাটিয়ে দলের সঙ্গে বল পায়ে অনুশীলন ফেরেন তারিক। দলের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যময় লেগেছে তাঁকে। পরে আলাদাভাবেও অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।
এখন তারিক ফেরায় কুয়েতের বিপক্ষে আবারও পাল্টে যেতে পারে বাংলাদেশ দলের ফরমেশন। তারিক ও তপু বর্মণকে রক্ষণের মাঝখানে রেখে মালদ্বীপ ম্যাচের মতো দুই পাশে খেলতে পারেন ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ। তবে আক্রমণে ফরমেশন ভুটান ম্যাচের মতোই থাকার সম্ভাবনা বেশি। কুয়েতের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন রাকিব-মোরসালিন জুটি।
মালদ্বীপ ম্যাচে চোট পেয়ে যেভাবে হাসপাতালে যেতে হয়েছিল তারিক রায়হান কাজীকে, তাতে শঙ্কা জেগেছিল হয়তো সাফই শেষ হয়ে গেছে তাঁর। ভুটানের বিপক্ষে শেষ ম্যাচেও দলে ছিলেন না ২২ বছর বয়সী সেন্টার ডিফেন্ডার।
গোড়ালিতে বেশ খারাপভাবে চোট পেলেও মাঠে ফেরার জন্য বেশ তাড়া ছিল তারিকের। মাত্র পাঁচ দিনের পুনর্বাসনে চোট থেকে সেরে উঠেছেন তারিক। কুয়েতের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আগামীকাল সাফের সেমিফাইনালে খেলতে নামার দলকে দিয়েছেন সুসংবাদ।
কুয়েত ম্যাচকে সামনে রেখে আজ কর্ণাটক স্টেট ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে অনুশীলন করেছে মাঠে। অনুশীলনের আগে সংবাদ সম্মেলন করেছেন কোচ হাভিয়ের কাবরেরা ও অধিনায়ক জামাল ভূঁইয়া। তারিক কাজীর চোটের অবস্থা কী সেই সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল কোচ কাবরেরার কাছে। সেই প্রশ্নের জবাবে স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘তারিক ইতিবাচকভাবে সেরে উঠেছে। তারপরও আমাদের সতর্ক থাকতে হবে যে কারণ এখন তার পায়ে কিছু ব্যথা আছে। তবে তার পুনর্বাসন খুব ভালোভাবেই হয়েছে। আজ অনুশীলনে আমরা তাকে দেখব। যদি সে খেলতে চায় সে খেলবে, নইলে ভুটান ম্যাচের মতো আমরা হয়তো অন্য বিকল্পকে খেলাব।’
স্থানীয় সময় বেলা ৩টায় অনুশীলন শুরু করে বাংলাদেশ। শুরুতে ফিজিওর সঙ্গে আলাদাভাবে গা গরম করতে দেখা গেলেও পরে অস্বস্তি কাটিয়ে দলের সঙ্গে বল পায়ে অনুশীলন ফেরেন তারিক। দলের সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যময় লেগেছে তাঁকে। পরে আলাদাভাবেও অনুশীলন করতে দেখা গেছে তাঁকে।
এখন তারিক ফেরায় কুয়েতের বিপক্ষে আবারও পাল্টে যেতে পারে বাংলাদেশ দলের ফরমেশন। তারিক ও তপু বর্মণকে রক্ষণের মাঝখানে রেখে মালদ্বীপ ম্যাচের মতো দুই পাশে খেলতে পারেন ইসা ফয়সাল ও বিশ্বনাথ ঘোষ। তবে আক্রমণে ফরমেশন ভুটান ম্যাচের মতোই থাকার সম্ভাবনা বেশি। কুয়েতের বিপক্ষে শুরু থেকেই খেলতে পারেন রাকিব-মোরসালিন জুটি।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৭ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে