ম্যানচেস্টার সিটির কিংবদন্তি তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে দারুণ সব অর্জন আছে আগুয়েরোর দখলে। সিটিতে তাঁর যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডকে, জার্মান বুন্দেসলিগা মাতিয়ে যিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন। তবে সিটির হয়ে হালান্ডের শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি হালান্ড। ইংল্যান্ডে হালান্ড যে সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন, সেই বার্তাই দিয়েছেন আগুয়েরো।
৫১ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। তবে নিজের প্রথম চ্যালেঞ্জে সাফল্যের মুখ দেখেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল, যাতে দলও হারিয়েছে শিরোপা। তাঁকে নিয়ে আগুয়েরো বলেছেন, ‘সে জার্মানির ফুটবলের সঙ্গে বেশ অভ্যস্ত ছিল। হালান্ড ভেবেছিল সে একা (শিল্ড ম্যাচে), আর তখনই তাঁর সামনে এসে ভার্জিল ফন ডাইক বলেছে, “প্রিমিয়ার লিগে স্বাগতম”।’
মূলত প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন আগুয়েরো। বুন্দেসলিগার মতো এখানে লড়াইটা একপেশে হবে না বলে মনে করেন তিনি।
শুধু হালান্ডকে বাস্তবতা বুঝিয়েই থামেননি আগুয়েরো, সিটির রাহিম স্টার্লিংকে বিক্রির সিদ্ধান্তও মানতে পারছেন না তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় বলা আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘স্টার্লিংকে কেন বিক্রি করা হয়েছে আমি বুঝতে পারছি না। তবে সিটি অনেক সময় এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয়।’
ম্যানচেস্টার সিটির কিংবদন্তি তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে দারুণ সব অর্জন আছে আগুয়েরোর দখলে। সিটিতে তাঁর যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডকে, জার্মান বুন্দেসলিগা মাতিয়ে যিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন। তবে সিটির হয়ে হালান্ডের শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি হালান্ড। ইংল্যান্ডে হালান্ড যে সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন, সেই বার্তাই দিয়েছেন আগুয়েরো।
৫১ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। তবে নিজের প্রথম চ্যালেঞ্জে সাফল্যের মুখ দেখেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল, যাতে দলও হারিয়েছে শিরোপা। তাঁকে নিয়ে আগুয়েরো বলেছেন, ‘সে জার্মানির ফুটবলের সঙ্গে বেশ অভ্যস্ত ছিল। হালান্ড ভেবেছিল সে একা (শিল্ড ম্যাচে), আর তখনই তাঁর সামনে এসে ভার্জিল ফন ডাইক বলেছে, “প্রিমিয়ার লিগে স্বাগতম”।’
মূলত প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন আগুয়েরো। বুন্দেসলিগার মতো এখানে লড়াইটা একপেশে হবে না বলে মনে করেন তিনি।
শুধু হালান্ডকে বাস্তবতা বুঝিয়েই থামেননি আগুয়েরো, সিটির রাহিম স্টার্লিংকে বিক্রির সিদ্ধান্তও মানতে পারছেন না তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় বলা আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘স্টার্লিংকে কেন বিক্রি করা হয়েছে আমি বুঝতে পারছি না। তবে সিটি অনেক সময় এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয়।’
খেলা থেকে অবসর নেওয়ার পর মোহাম্মদ রফিককে সেভাবে দেখা যায়নি বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে। এ ব্যাপারে সব সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কাজে লাগায় না। তবে সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন রফিককে কাজে লাগাবেন। সে কথাই যেন রাখলেন।
১১ মিনিট আগেবাংলাদেশ সফর ভালো যায়নি পাকিস্তানের। ২-১ ব্যবধানে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় টি-টোয়েন্টি শেষ হওয়ার ২৪ ঘণ্টা না যেতেই ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল।
২ ঘণ্টা আগেআনোয়ার উদ্দীন, হামজা চৌধুরী, কিউবা মিচেলের পর এবার আরেক ইংলিশ ক্লাব ফুলহামে পেশাদার চুক্তি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৮ বছর বয়সী এই উইঙ্গার ফুলহামের একাডেমিতেই ছিলেন এত দিন।
৩ ঘণ্টা আগেকদিন আগে ইয়াশ দয়ালের বিরুদ্ধে এক নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগ এনে মামলা করেন। সে রেশ না কাটতে এবার জয়পুরের সাঙ্গানেড় সদর থানায় দয়ালের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলা করেছেন এক কিশোরী। যিনি দাবি করেছেন, ক্রিকেট ক্যারিয়ার গড়তে সহায়তার আশ্বাস দিয়ে একাধিকবার তাঁকে ধর্ষণ করেছেন ভারতীয় পেসার।
৪ ঘণ্টা আগে