ম্যানচেস্টার সিটির কিংবদন্তি তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে দারুণ সব অর্জন আছে আগুয়েরোর দখলে। সিটিতে তাঁর যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডকে, জার্মান বুন্দেসলিগা মাতিয়ে যিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন। তবে সিটির হয়ে হালান্ডের শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি হালান্ড। ইংল্যান্ডে হালান্ড যে সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন, সেই বার্তাই দিয়েছেন আগুয়েরো।
৫১ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। তবে নিজের প্রথম চ্যালেঞ্জে সাফল্যের মুখ দেখেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল, যাতে দলও হারিয়েছে শিরোপা। তাঁকে নিয়ে আগুয়েরো বলেছেন, ‘সে জার্মানির ফুটবলের সঙ্গে বেশ অভ্যস্ত ছিল। হালান্ড ভেবেছিল সে একা (শিল্ড ম্যাচে), আর তখনই তাঁর সামনে এসে ভার্জিল ফন ডাইক বলেছে, “প্রিমিয়ার লিগে স্বাগতম”।’
মূলত প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন আগুয়েরো। বুন্দেসলিগার মতো এখানে লড়াইটা একপেশে হবে না বলে মনে করেন তিনি।
শুধু হালান্ডকে বাস্তবতা বুঝিয়েই থামেননি আগুয়েরো, সিটির রাহিম স্টার্লিংকে বিক্রির সিদ্ধান্তও মানতে পারছেন না তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় বলা আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘স্টার্লিংকে কেন বিক্রি করা হয়েছে আমি বুঝতে পারছি না। তবে সিটি অনেক সময় এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয়।’
ম্যানচেস্টার সিটির কিংবদন্তি তারকা সার্জিও আগুয়েরো। ম্যানসিটির হয়ে দারুণ সব অর্জন আছে আগুয়েরোর দখলে। সিটিতে তাঁর যোগ্য উত্তরসূরি বিবেচনা করা হচ্ছে নরওয়েজীয় তারকা আর্লিং হালান্ডকে, জার্মান বুন্দেসলিগা মাতিয়ে যিনি এই মৌসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের শিবিরে যোগ দিয়েছেন। তবে সিটির হয়ে হালান্ডের শুরুটা ভালো হয়নি। কমিউনিটি শিল্ডের লড়াইয়ে নিজেকে মেলে ধরতে পারেননি হালান্ড। ইংল্যান্ডে হালান্ড যে সামনে কঠিন চ্যালেঞ্জে পড়তে যাচ্ছেন, সেই বার্তাই দিয়েছেন আগুয়েরো।
৫১ মিলিয়ন পাউন্ডে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে এসেছেন হালান্ড। তবে নিজের প্রথম চ্যালেঞ্জে সাফল্যের মুখ দেখেননি তিনি। একাধিক সুযোগ পেয়েও হাতছাড়া করেছেন গোল, যাতে দলও হারিয়েছে শিরোপা। তাঁকে নিয়ে আগুয়েরো বলেছেন, ‘সে জার্মানির ফুটবলের সঙ্গে বেশ অভ্যস্ত ছিল। হালান্ড ভেবেছিল সে একা (শিল্ড ম্যাচে), আর তখনই তাঁর সামনে এসে ভার্জিল ফন ডাইক বলেছে, “প্রিমিয়ার লিগে স্বাগতম”।’
মূলত প্রিমিয়ার লিগের কঠিন প্রতিদ্বন্দ্বিতার দিকে ইঙ্গিত করেই এ কথা বলেছেন আগুয়েরো। বুন্দেসলিগার মতো এখানে লড়াইটা একপেশে হবে না বলে মনে করেন তিনি।
শুধু হালান্ডকে বাস্তবতা বুঝিয়েই থামেননি আগুয়েরো, সিটির রাহিম স্টার্লিংকে বিক্রির সিদ্ধান্তও মানতে পারছেন না তিনি। হৃদ্রোগে আক্রান্ত হয়ে গত ডিসেম্বরে ফুটবলকে বিদায় বলা আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘স্টার্লিংকে কেন বিক্রি করা হয়েছে আমি বুঝতে পারছি না। তবে সিটি অনেক সময় এমন অদ্ভুত সিদ্ধান্ত নেয়।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
২ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৩ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৪ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৬ ঘণ্টা আগে