Ajker Patrika

নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলে ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলো। অর্থাৎ, ওই বছর থেকে ব্রাজিল-আর্জেন্টিনাও খেলবে ইউরোপের নেশনস লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহসভাপতি জিবিনিউ বনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।

শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ের মতো দলগুলো। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে; তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে ৷ উয়েফা শীর্ষ ২২ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘বি’।

উয়েফা সহসভাপতি পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।’ 

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) ও লাতিন আমেরিকা (কনমেবল) মূলত ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফাকে চাপে ফেলতে এবার এক জোট হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত