Ajker Patrika

নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৩: ৪৪
নেশনস লিগে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

বর্তমানে উয়েফা নেশনস লিগ খেলে ইউরোপের দেশগুলো। কিন্তু ২০২৪ সাল থেকে নেশনস লিগে যোগ দেবে লাতিন আমেরিকার ১০টি দেশের সবগুলো। অর্থাৎ, ওই বছর থেকে ব্রাজিল-আর্জেন্টিনাও খেলবে ইউরোপের নেশনস লিগে। ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) সহসভাপতি জিবিনিউ বনিয়েক খবরটি নিশ্চিত করেছেন।

শুধু ব্রাজিল ও আর্জেন্টিনা নয়, নেশনস লিগে প্রতিদ্বন্দ্বিতা করবে উরুগুয়ে, কলম্বিয়া, চিলি, প্যারাগুয়ের মতো দলগুলো। বলিভিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলার মতো দলগুলোরও সুযোগ থাকছে; তারা যোগ দিতে পারবে ‘বি’ লিগে ৷ উয়েফা শীর্ষ ২২ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘এ’ এবং পরের ২০ দলকে নিয়ে সাজানো হবে লিগ ‘বি’।

উয়েফা সহসভাপতি পোল্যান্ডের কিংবদন্তি ফুটবলার জিবিনিউ বনিয়েক এ বিষয়ে বিস্তারিত কিছু এখনো জানাননি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘২০২৪ থেকে কনমেবল নেশনস লিগের সঙ্গে যোগ দেবে। তবে আমরা এখনো সূত্রটা জানি না। টুর্নামেন্টটি কীভাবে হবে, সেটাও অজানা। আমরা উয়েফা ও কনমেবল একে অন্যকে সহযোগিতার স্বার্থে পারস্পরিক সমঝোতার চুক্তি সই করেছি।’ 

ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা) ও লাতিন আমেরিকা (কনমেবল) মূলত ফিফার দুই বছর পরপর বিশ্বকাপ আয়োজনে বাধা হয়ে দাঁড়তেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এ দুটি মহাদেশীয় সংস্থা সরাসরি ফিফাকে চাপে ফেলতে এবার এক জোট হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত