Ajker Patrika

এক দলের ২৭ গোল, তালগোল পাকাননি তো স্কোরাররা! 

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৪: ৩৯
এক দলের ২৭ গোল, তালগোল পাকাননি তো স্কোরাররা! 

বুন্দেসলিগায় একক আধিপত্য বায়ার্ন মিউনিখের। তবে সর্বশেষ মৌসুমে লিগ জিততে তাদের নাভিশ্বাস উঠেছিল। টানা ১১ লিগ জেতার মৌসুমে স্ট্রাইকারদের গোল-খরা তাদের ভুগিয়েছে। রবার্ট লেভানডভস্কি ক্লাব ছাড়ায় এমন কঠিন বিপদে পড়তে হয়েছে তাদের। 

বায়ার্নের হয়ে সর্বশেষ সাত মৌসুমের প্রতিটিতে কমপক্ষে ৪০টি করে গোল করেছেন লেভানডভস্কি। পোলিশ স্ট্রাইকারের সেই জায়গা পূরণ করতেই হ্যারি কেইনকে কিনতে আগ্রহী লিগ চ্যাম্পিয়নরা। তবে নতুন মৌসুম শুরুর আগে ক্লাবের বর্তমান স্ট্রাইকাররা যা করেছেন, তাতে মনে হয় ইংলিশ অধিনায়ককে না কিনলেও চলবে।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে গতকাল হোটাফ ইগানকে উড়িয়ে দেওয়া বললেও যেন কম বলা হবে। জার্মান ফুটবলের নবম স্তরের দলকে ২৭ গোল দিয়েছে বায়ার্ন। জার্মান ক্লাবের গোল উৎসবের হিসাব রাখতে গিয়ে হয়তো বিপদেই পড়েছিলেন স্কোরাররা। সাধারণত এক ম্যাচ চার কিংবা পাঁচজন খেলোয়াড় গোল করে থাকেন। কিন্তু গতকাল বায়ার্নের হয়ে ১৩ জন খেলোয়াড় স্কোরশিটে নাম তুলেছেন। এই নামগুলো লিখতে হয়তো স্কোরাররা কিছুটা তালগোল পাকিয়েছেন। আর তা যদি না-ও হয়, রেফারির শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে নিশ্চয়ই খুশি হয়েছেন স্কোরাররা।

৫টি করে গোল করেছেন জামাল মুসিয়ালা, মার্সেল সাবিতজার ও মাথিস তেল। সঙ্গে সার্জ নাব্রি করেছেন ৩টি। আর বাকি ৯ গোল করেছেন ৯ জন খেলোয়াড়। সানে, মানে কোম্যানরাও গোল পেয়েছেন। ৩ মিনিটে শুরুটা করেছিলেন মুসিয়ালা আর ৯০ মিনিটে শেষ করেছিলেন মানে।

ইগানকে এবারই প্রথম বায়ার্ন এত গোল দিল এমনটা অবশ্য নয়। তবে আগের থেকে বেশি দিয়েছে এই ম্যাচে। ২০১৮ সালে ২০–২ গোলে জয় পেয়েছিল বায়ার্ন। আর ২০১৯ সালের জয়টি ছিল ২৩–০ ব্যবধানের। এবার সেই সব ছাড়িয়ে গেছেন কোচ টমাস টুখেলের শিষ্যরা। অর্থাৎ, তিন ম্যাচে ৭০ গোল দিয়েছে বায়ার্ন। হজম করেছে ২টি।

ইগানকে বিধ্বস্ত করলেও সামনে নতুন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বায়ার্নের। ২৬ জুলাই চ্যাম্পিয়নস লিগ জয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে তারা। আরেক ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষেও ম্যাচ রয়েছে তাদের। আর নিজেদের নতুন মৌসুম শুরু হবে ১২ আগস্ট জার্মান সুপার কাপে আরবি লাইপজিগের মুখোমুখি হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইতিহাস দরজায় কড়া নেড়ে বলছে, ১৯৭১ থেকে পাকিস্তান কি শেখেনি কিছুই

‘আমাদের মরদেহ বাড়িতে নিয়ো না’

কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের খামারবাড়ি অবরোধের ঘোষণা

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

যশোরে আত্মগোপনে থাকা আ.লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত