Ajker Patrika

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

ক্রীড়া ডেস্ক    
শেফিল্ড ইউনাইটেডে প্রথম হারের স্বাদ পেলেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক
শেফিল্ড ইউনাইটেডে প্রথম হারের স্বাদ পেলেন হামজা চৌধুরী। ছবি: ফেসবুক

শেফিল্ড ইউনাইটেডে হামজা চৌধুরীর এক মাসও পূর্ণ হয়নি। হারের সংজ্ঞা কী, সেটা তো নতুন ক্লাবে এত দিন বুঝতেই পারেননি। অবশেষে গতকাল শেফিল্ডের জার্সিতে প্রথম হারের স্বাদ পেলেন বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ঘরের মাঠ ব্রামাল লেনে শেফিল্ড ইউনাইটেড গত রাতে চ্যাম্পিয়নশিপে খেলেছে লিডস ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে লিডস গোলরক্ষক ইলান মেসলারের আত্মঘাতী গোলে ১৪ মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। ৭১ মিনিট পর্যন্ত শেফিল্ড ১-০ গোলে এগিয়ে থাকলেও ভিন্ন গল্প লেখার অপেক্ষায় ছিল লিডস। ৭২ মিনিটে জুনিয়র ফিরপোর গোলে সমতায় ফেরে লিডস। এরপর ৮৯ থেকে ৯০— ১ মিনিটের ব্যবধানে লিডসের দুই ফুটবলার আও তানাকা ও জোয়েল পিরো গোল করে ব্যবধান বাড়িয়ে নেন। ৩-১ গোলে লিডস জিতলে শেফিল্ডে হামজা পান প্রথম ম্যাচ হারের স্বাদ। শেফিল্ডে এটা বাংলাদেশি ফুটবলারের পঞ্চম ম্যাচ।

লিডসের বিপক্ষে গতকাল শুরুর একাদশে ছিলেন না হামজা। ৪৬ মিনিটে হ্যারি ক্লার্কের বদলে মাঠে নামানো হয় হামজাকে। তাঁর পারফরম্যান্স বিশ্লেষণ করলে দেখা যায়, ম্যাচে ২৮ বার বল ছুঁয়েছেন। নিখুঁত পাস দিয়েছেন ৭৯ শতাংশ। তবে ড্রিবল, প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শট কোনোটিই করতে পারেননি বাংলাদেশি এই মিডফিল্ডার।

৩-১ গোলে হারের পর শেফিল্ড ইউনাইটেডের পয়েন্ট ৭০। সবার ওপরে থাকা লিডস ইউনাইটেডের পয়েন্ট ৭৫। দুটি দলই ৩৫টি করে ম্যাচ খেলেছে। চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুই দল সরাসরি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করে। তবে শেফিল্ডের জার্সিতে পাঁচ ম্যাচ খেলেও কোনো গোল, অ্যাসিস্ট কিছুই করতে পারেননি হামজা।

চ্যাম্পিয়নশিপের আগে ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে লেস্টার সিটির জার্সিতে হামজা খেলতে পেরেছেন কেবল ৪ ম্যাচ। যার মধ্যে তিন বার খেলেছেন বদলি হিসেবে। প্রিমিয়ার লিগের ক্লাবটিতে বেশির ভাগ সময় বাংলাদেশি এই ফুটবলারকে বেঞ্চে কাটাতে হয়েছে। সব ঠিক থাকলে মার্চে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে হামজার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত