প্রতি রোববার গোটা স্টেডিয়াম বুঁদ হয়ে থাকে তাঁর খেলায়। প্রতিদিন যে জাদুর দেখা মেলে তা নয়। তবে কোনো একদিন দেখা যাবে! যেদিন জাদুকর মাঠে নামবেন তাঁর ঝুলির সেরা চমকটি নিয়ে। গোটা স্টেডিয়ামকে মন্ত্রমুগ্ধ করে রাখবেন তাঁর জাদুকরি ছোঁয়ায়। পরশু রোববার অ্যানফিল্ডে তেমনই এক রাত নামিয়েছিলেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে ৭৬ মিনিটে লিভারপুল তারকার করা গোলটি ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে অনন্য এক মুহূর্ত। এমন গোল, যা ঘড়ির কাঁটাকেও যেন থামিয়ে দেয়।
সতীর্থ কার্টিস জোন্সের কাছ থেকে বল পেয়ে যে নৈপুণ্যে সালাহ লক্ষ্যভেদ করেছেন, তা অনেক দিন চোখে লেগে থাকার মতো। ধারাভাষ্যকার পিটার ড্রুরির কাছ থেকে ধার করে বলা যায়, ‘এই গোল প্লে স্টেশনের মতো। এই গোল দিতে জয়স্টিক লাগে।’ সালাহর অবশ্য এত কিছু লাগেনি। তাঁর দুই পা জয়স্টিককেই হার মানিয়েছে! সালাহর নান্দনিক এই গোলকে প্রশংসায় ভাসিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘বলে প্রথম ছোঁয়াতেই ও চ্যালেঞ্জ জিতে নিল; ডান পায়ের শটে জাল কাঁপাল। এমন দৃশ্য একেবারেই বিরল। এ ধরনের গোল শুধু সত্যিকারের বিশ্বসেরাদের থেকে আশা করা যায়। ওর গোলটা মানুষ ৫০-৬০ বছর মনে রাখবে।’
এমন নয় যে এই গোল দিয়েই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন সালাহ। কয়েক মৌসুম ধরে ম্যাচের পর ম্যাচ সালাহ গোল করে যাচ্ছেন। চলতি মৌসুমেই লিগে গোল ও অ্যাসিস্ট (৬ গোল ও ৩ অ্যাসিস্ট) মিলিয়ে এখন পর্যন্ত সবার ওপরে সালাহ। বিশ্বসেরা তারকাদের তালিকায়ও মেসি-রোনালদোর সমান্তরালে আরও আগে থেকেই উচ্চারিত হচ্ছে সালাহর নাম। এখন প্রতিনিয়ত নিজেকে আরও ওপরে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে লিভারপুল জার্সিতে ১০১ গোলের মাইলফলক পূরণ করার পাশাপাশি সব মিলিয়ে ইপিএলে ১০৩ গোল করেছেন ‘মিসরীয় রাজা’। আর ২ গোল করলে কিংবদন্তি দিদিয়ের দ্রগবাকে টপকে প্রিমিয়ার লিগে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন সালাহ।
অথচ এই সালাহর শুরুর পথচলাটা মসৃণ ছিল না। সমালোচকেরা লিভারপুলের জার্সিতে প্রথম মৌসুমে দুর্দান্ত সালাহকে দেখে বলেছিলেন, ওয়ান সিজন ওয়ান্ডার (এক মৌসুমের চমক)! কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলেছেন সালাহ। হয়ে উঠেছেন ভক্তদের ভালোবাসার ‘মিসরের রাজা’। কেউ কেউ ভালোবেসে তাঁকে ডাকেন ‘দ্য ফারাও’। আবার কারও কাছে তিনি ‘মিসরীয় মেসি’।
সালাহকে নিয়ে গানও লেখা হয়েছে। তবে কোনো ডাকনাম কিংবা ছদ্মনামের আড়ালে সালাহ এখন আড়ালে পড়ে যাননি। মো. সালাহ স্বনামেই ফুটবলীয় রূপকথার অংশ।
প্রতি রোববার গোটা স্টেডিয়াম বুঁদ হয়ে থাকে তাঁর খেলায়। প্রতিদিন যে জাদুর দেখা মেলে তা নয়। তবে কোনো একদিন দেখা যাবে! যেদিন জাদুকর মাঠে নামবেন তাঁর ঝুলির সেরা চমকটি নিয়ে। গোটা স্টেডিয়ামকে মন্ত্রমুগ্ধ করে রাখবেন তাঁর জাদুকরি ছোঁয়ায়। পরশু রোববার অ্যানফিল্ডে তেমনই এক রাত নামিয়েছিলেন মোহামেদ সালাহ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-২ গোলে ড্রয়ের ম্যাচে ৭৬ মিনিটে লিভারপুল তারকার করা গোলটি ফুটবলপ্রেমীদের উপহার দিয়েছে অনন্য এক মুহূর্ত। এমন গোল, যা ঘড়ির কাঁটাকেও যেন থামিয়ে দেয়।
সতীর্থ কার্টিস জোন্সের কাছ থেকে বল পেয়ে যে নৈপুণ্যে সালাহ লক্ষ্যভেদ করেছেন, তা অনেক দিন চোখে লেগে থাকার মতো। ধারাভাষ্যকার পিটার ড্রুরির কাছ থেকে ধার করে বলা যায়, ‘এই গোল প্লে স্টেশনের মতো। এই গোল দিতে জয়স্টিক লাগে।’ সালাহর অবশ্য এত কিছু লাগেনি। তাঁর দুই পা জয়স্টিককেই হার মানিয়েছে! সালাহর নান্দনিক এই গোলকে প্রশংসায় ভাসিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেছেন, ‘বলে প্রথম ছোঁয়াতেই ও চ্যালেঞ্জ জিতে নিল; ডান পায়ের শটে জাল কাঁপাল। এমন দৃশ্য একেবারেই বিরল। এ ধরনের গোল শুধু সত্যিকারের বিশ্বসেরাদের থেকে আশা করা যায়। ওর গোলটা মানুষ ৫০-৬০ বছর মনে রাখবে।’
এমন নয় যে এই গোল দিয়েই নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন সালাহ। কয়েক মৌসুম ধরে ম্যাচের পর ম্যাচ সালাহ গোল করে যাচ্ছেন। চলতি মৌসুমেই লিগে গোল ও অ্যাসিস্ট (৬ গোল ও ৩ অ্যাসিস্ট) মিলিয়ে এখন পর্যন্ত সবার ওপরে সালাহ। বিশ্বসেরা তারকাদের তালিকায়ও মেসি-রোনালদোর সমান্তরালে আরও আগে থেকেই উচ্চারিত হচ্ছে সালাহর নাম। এখন প্রতিনিয়ত নিজেকে আরও ওপরে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে লিভারপুল জার্সিতে ১০১ গোলের মাইলফলক পূরণ করার পাশাপাশি সব মিলিয়ে ইপিএলে ১০৩ গোল করেছেন ‘মিসরীয় রাজা’। আর ২ গোল করলে কিংবদন্তি দিদিয়ের দ্রগবাকে টপকে প্রিমিয়ার লিগে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন সালাহ।
অথচ এই সালাহর শুরুর পথচলাটা মসৃণ ছিল না। সমালোচকেরা লিভারপুলের জার্সিতে প্রথম মৌসুমে দুর্দান্ত সালাহকে দেখে বলেছিলেন, ওয়ান সিজন ওয়ান্ডার (এক মৌসুমের চমক)! কিন্তু সমালোচকদের ভুল প্রমাণ করে দোর্দণ্ড প্রতাপে এগিয়ে চলেছেন সালাহ। হয়ে উঠেছেন ভক্তদের ভালোবাসার ‘মিসরের রাজা’। কেউ কেউ ভালোবেসে তাঁকে ডাকেন ‘দ্য ফারাও’। আবার কারও কাছে তিনি ‘মিসরীয় মেসি’।
সালাহকে নিয়ে গানও লেখা হয়েছে। তবে কোনো ডাকনাম কিংবা ছদ্মনামের আড়ালে সালাহ এখন আড়ালে পড়ে যাননি। মো. সালাহ স্বনামেই ফুটবলীয় রূপকথার অংশ।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৩ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৩ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
৫ ঘণ্টা আগে