ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
ম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
হালান্ড যখন জ্বলে ওঠেন, তখন প্রতিপক্ষের গোলরক্ষকের সময় কেটে যায় বল কুড়োতে কুড়োতে। উলিভান স্টেডিয়ামে গত রাতে কাজাখস্তানের গোলরক্ষক স্তাস পোকাতিলোভের সঙ্গেও ঠিক তেমনটাই হয়েছে। নরওয়ে জিতেছে ৫-০ গোলের বিশাল ব্যবধানে। ২৩ মিনিটে গোলবন্যার শুরুটা করেছেন হালান্ড। প্রথমার্ধে করেছেন আরও এক গোল (৩৭ মিনিট)। ৩-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে নরওয়ে। ৭১ মিনিটে হালান্ডের পা থেকে আসে দলের চতুর্থ গোল। তাতে হ্যাটট্রিক পূর্ণ হয়ে যায় হালান্ডের। ম্যাচে পঞ্চম গোলটি ৭৬ মিনিটে নরওয়ের মিডফিল্ডার আন্তোনিও নুসা। ৫-০ গোলে জয়ের পর ‘বি’–এর গ্রুপ ৩–এ সবার ওপরেই রইল নরওয়ে। ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হালান্ড লিখেছেন, ‘নরওয়ের জন্য।’
হালান্ডের হ্যাটট্রিকের রাতে ফ্রান্স নিল ‘প্রতিশোধ।’ সান সিরোতে গত রাতে ইতালিকে ৩-১ গোলে হারিয়েছে ফ্রান্স। ২ ও ৬৫ মিনিটে দুটি গোল করেছেন ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিও। ফ্রান্সকে অপর গোলটি পেয়েছে ‘উপহার।’ ৩৩ মিনিটে ইতালির গোলরক্ষক গুগলিয়েলমো ভিকারিও করেন আত্মঘাতী গোল। ইতালির একমাত্র গোলটি ৩৫ মিনিটে করেন দলটির মিডফিল্ডার আদ্রিয়াঁ ক্যাম্বিয়াসো। ম্যাচ শেষে রাবিও বলেন, ‘দীর্ঘ দিন পর এমন পারফরম্যান্স করলাম আমরা। দল যেভাবে লড়েছে, সেটা অবশ্যই উল্লেখযোগ্য। ফ্রান্সের আসল রূপ এটাই।’
এবারের নেশনস লিগে হালান্ড ৬ ম্যাচে করেছেন ৭ গোল। অ্যাসিস্ট করেছেন ১ গোলে। ৭টি গোল তিনি করেছেন ৪ ম্যাচে। অন্যদিকে ইতালিকে টপকে লিগ ‘এ’-এর গ্রুপ টুতে শীর্ষে উঠে এল ফ্রান্স। ইতালি, ফ্রান্স দুই দলেরই সমান ১৩ পয়েন্ট হলেও ফরাসিরা এগিয়ে গোল ব্যবধানে। ইতালিয়ানরা তাই অবস্থান করছে দুইয়ে। চলতি নেশনস লিগে ফ্রান্সের একমাত্র হারটা ইতালির বিপক্ষেই। সেপ্টেম্বরে পার্ক দে প্রিন্সেসে ইতালি জিতেছিল ৩-১ গোলে।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৬ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৮ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৯ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১২ ঘণ্টা আগে