ক্রীড়া ডেস্ক
লিগ ওয়ান, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ব্যতিক্রম সিরি ‘আ’। উত্তেজনা ধরে রেখেই শেষ রাউন্ডে গড়িয়েছে ইতালির শীর্ষ ফুটবল লিগ।
এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ টেবিলের শীর্ষে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট দলটির। সমান ম্যাচ ৭৮ পয়েন্ট নিয়ে নাপোলের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। অবশ্য গত পরশুই হতে পারত লিগ শিরোপার নিষ্পত্তি। সে ক্ষেত্রে পারমার মাঠে দলটির বিপক্ষে জিততে হতো নাপোলিকে। আর ঘরের মাঠে ইন্টার মিলানকে হারতে হতো লাৎসিওর কাছে। কিন্তু ৩৭তম রাউন্ডে শিরোপাপ্রত্যাশী নাপোলি ও ইন্টার—দুই দলই ড্র করেছে। পারমার সঙ্গে গোলশূন্য ড্র নাপোলির। লাৎসিওর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টারের। এই দুটি ড্রয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে সিরি ‘আ’র শেষ রাউন্ড!
পারমার বিপক্ষে পরশু জয় না পাওয়ার জন্য ভাগ্যকেই দুষতে পারে নাপোলি। ম্যাচের প্রথমার্ধে আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসার ভলি পোস্টে লেগে প্রতিহত হয়েছে। আর দ্বিতীয়ার্ধে মাত্তেও পোলিতানোর প্রচেষ্টা প্রতিহত করে ক্রসবার। এখানেই শেষ নয়, স্কট ম্যাকটমির একটি ফ্রি-কিকও লাগে ক্রসবারে।
এদিন নাপোলির ভাগ্য সহায় না হলেও ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তারা জানতে পারে, তাদের লিগ শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে উত্তেজনাপূর্ণ ম্যাচে রুখে দিয়েছে লাৎসিও। সেই ম্যাচ ইন্টার জিতে গেলেই নাপোলিকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষ উঠে আসত ইন্টার।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্তও ২-১ গোলে এগিয়ে ছিল ইন্টার। লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার জন্য অন্য ম্যাচে তাই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নাপোলি। এমন উত্তেজনার মধ্যেই শেষ মুহূর্তে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাপোলি ও পারমার কোচ আন্তোনিও কন্তে এবং ক্রিস্তিয়ান কিভু। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই।
ম্যাচের শেষ মিনিটে ডেভিড নেরেসকে পারমার ম্যাথিয়াস লোভিক ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু পরে সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেলে হতাশ হতে হয় কন্তের দলকে। কোচ কন্তেকে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ ডাগআউটে নয়, গ্যালারিতে বসেই দেখতে হবে। ম্যাচ শেষে নিজের হতাশাটা আর লুকিয়ে রাখতে পারেননি কন্তে। বললেন, ‘পারমার সময়ক্ষেপণ দেখে ক্ষুব্ধ ছিলাম। ইংল্যান্ডে আমি দেখে এসেছি, পেশিতে টান, চোট কিংবা অভিনয়ের কারণেও এতবার সেখানে খেলা বন্ধ হয় না। এটাই আমাকে ক্ষুব্ধ করেছে। আর সে কারণেই আমাকে বের করে দেওয়া হয়েছে।’
শেষ ম্যাচে নাপোলি ক্যারিয়ারি এবং ইন্টার মিলান কোমোর বিপক্ষে খেলবে।
চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়াল
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে হারিয়ে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। পরশু বার্সার মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। আয়োস পেরেসের গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। পরে লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজের গোলে প্রথমার্ধেই ২-১ গোলে লিডও নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তি কোমেসানা ও তাহন বুকাননের গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। লা লিগায় দিনের অন্য খেলায় ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
লিগ ওয়ান, বুন্দেসলিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা লা লিগার শিরোপা নিষ্পত্তি হয়ে গেছে আগেই। ব্যতিক্রম সিরি ‘আ’। উত্তেজনা ধরে রেখেই শেষ রাউন্ডে গড়িয়েছে ইতালির শীর্ষ ফুটবল লিগ।
এক পয়েন্টের ব্যবধান ধরে রেখে লিগ টেবিলের শীর্ষে ডিয়েগো ম্যারাডোনার স্মৃতিধন্য নাপোলি। ৩৭ ম্যাচে ৭৯ পয়েন্ট দলটির। সমান ম্যাচ ৭৮ পয়েন্ট নিয়ে নাপোলের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইন্টার মিলান। অবশ্য গত পরশুই হতে পারত লিগ শিরোপার নিষ্পত্তি। সে ক্ষেত্রে পারমার মাঠে দলটির বিপক্ষে জিততে হতো নাপোলিকে। আর ঘরের মাঠে ইন্টার মিলানকে হারতে হতো লাৎসিওর কাছে। কিন্তু ৩৭তম রাউন্ডে শিরোপাপ্রত্যাশী নাপোলি ও ইন্টার—দুই দলই ড্র করেছে। পারমার সঙ্গে গোলশূন্য ড্র নাপোলির। লাৎসিওর সঙ্গে ২-২ গোলে ড্র ইন্টারের। এই দুটি ড্রয়ে আকর্ষণীয় হয়ে উঠেছে সিরি ‘আ’র শেষ রাউন্ড!
পারমার বিপক্ষে পরশু জয় না পাওয়ার জন্য ভাগ্যকেই দুষতে পারে নাপোলি। ম্যাচের প্রথমার্ধে আন্দ্রে-ফ্রাঙ্ক জাম্বো আঙ্গিসার ভলি পোস্টে লেগে প্রতিহত হয়েছে। আর দ্বিতীয়ার্ধে মাত্তেও পোলিতানোর প্রচেষ্টা প্রতিহত করে ক্রসবার। এখানেই শেষ নয়, স্কট ম্যাকটমির একটি ফ্রি-কিকও লাগে ক্রসবারে।
এদিন নাপোলির ভাগ্য সহায় না হলেও ম্যাচের শেষ বাঁশি বাজার আগেই তারা জানতে পারে, তাদের লিগ শিরোপার বড় প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে উত্তেজনাপূর্ণ ম্যাচে রুখে দিয়েছে লাৎসিও। সেই ম্যাচ ইন্টার জিতে গেলেই নাপোলিকে পেছনে ফেলে লিগ টেবিলের শীর্ষ উঠে আসত ইন্টার।
ম্যাচের ৮৯ মিনিট পর্যন্তও ২-১ গোলে এগিয়ে ছিল ইন্টার। লিগ টেবিলের শীর্ষ স্থান ধরে রাখার জন্য অন্য ম্যাচে তাই গোলের জন্য মরিয়া হয়ে উঠেছিল নাপোলি। এমন উত্তেজনার মধ্যেই শেষ মুহূর্তে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন নাপোলি ও পারমার কোচ আন্তোনিও কন্তে এবং ক্রিস্তিয়ান কিভু। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দুজনকেই।
ম্যাচের শেষ মিনিটে ডেভিড নেরেসকে পারমার ম্যাথিয়াস লোভিক ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। কিন্তু পরে সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেলে হতাশ হতে হয় কন্তের দলকে। কোচ কন্তেকে শিরোপা নির্ধারণী শেষ ম্যাচ ডাগআউটে নয়, গ্যালারিতে বসেই দেখতে হবে। ম্যাচ শেষে নিজের হতাশাটা আর লুকিয়ে রাখতে পারেননি কন্তে। বললেন, ‘পারমার সময়ক্ষেপণ দেখে ক্ষুব্ধ ছিলাম। ইংল্যান্ডে আমি দেখে এসেছি, পেশিতে টান, চোট কিংবা অভিনয়ের কারণেও এতবার সেখানে খেলা বন্ধ হয় না। এটাই আমাকে ক্ষুব্ধ করেছে। আর সে কারণেই আমাকে বের করে দেওয়া হয়েছে।’
শেষ ম্যাচে নাপোলি ক্যারিয়ারি এবং ইন্টার মিলান কোমোর বিপক্ষে খেলবে।
চ্যাম্পিয়নস লিগে ভিয়ারিয়াল
আগেই লিগ শিরোপা নিশ্চিত করা বার্সেলোনাকে হারিয়ে পরের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। পরশু বার্সার মাঠে স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। আয়োস পেরেসের গোলে শুরুতে পিছিয়ে পড়েছিল বার্সা। পরে লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজের গোলে প্রথমার্ধেই ২-১ গোলে লিডও নিয়েছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে সান্তি কোমেসানা ও তাহন বুকাননের গোলে ৩-২ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ভিয়ারিয়াল। লা লিগায় দিনের অন্য খেলায় ৯ জনের সেভিয়াকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
বৈরী আবহাওয়ার বাধা পেরিয়ে অবশেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। আজ বিকেল ৫টায় হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল তাদের। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে অবতরণের আগেই আবার ফিরে যেতে হয় কলকাতায়। পরিস্থিতি স্বাভাবিক হলে সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে ঢাকায় অবতরণ করে বিমান।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে এক সপ্তাহ স্থগিত করা হয়েছিল আইপিএল। তারপর নতুন ভেন্যু ও সূচিতে শুরু হলো লিগ পর্বের বাকি ম্যাচগুলো। তবে প্লে-অফ ও ফাইনালের ভেন্যুতে বদল আসবে ইঙ্গিত দিলেও নির্ধারণ করা হয়নি তখন। অবশেষে আজ প্লে-অফ ও ফাইনালের ভেন্যু ও সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১ ঘণ্টা আগেফেডারেশন কাপের ফাইনালের চিত্রই যেন ফিরে এল। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে দুই ভাগে হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের মধ্যকার ফাইনাল। এবার প্রিমিয়ার লিগে গতকালও ঘটেছে একই ঘটনা। বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচটি ১৮ মিনিটের
১ ঘণ্টা আগেএই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি নিয়ে তুমুল আলোচনা। ছবিটি হয়তো আপনি এরই মধ্যে দেখে ফেলেছেন। ইতালিয়ান স্বনামধন্য ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো গতকাল সোমবার একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায়, দুই শিশু ফুটবল নিয়ে খেলছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘লামিনে ইয়ামালের ভাই ও রাফিনিয়ার ছেলে।’
৩ ঘণ্টা আগে