Ajker Patrika

মদরিচ চ্যাম্পিয়ন না হওয়ায় সমর্থকদের আক্ষেপ

মদরিচ চ্যাম্পিয়ন না হওয়ায় সমর্থকদের আক্ষেপ

ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতলেও ক্রোয়েশিয়ার জার্সিতে লুকা মদরিচের এখনো কোনো শিরোপা জেতা হয়নি। আন্তর্জাতিক টুর্নামেন্টের নক আউট পর্বে ক্রোয়েশিয়ার হেরে যাওয়া যেন চিরপরিচিত দৃশ্য। গতবার আরও একবার স্বপ্নভঙ্গের সাক্ষী হলেন মদরিচ। 

গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে উয়েফা নেশনস লিগের ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। ১২০ মিনিটের লড়াইয়েও গোল করতে পারেনি কোনো দল। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। ছয় মাসের ব্যবধানে ক্রোয়াটদের আরও একবার নক আউট রাউন্ডে হতাশ হয়েছেন মদরিচ। ক্রোয়াটদের স্বপ্নভঙ্গের দিনে এই মিডফিল্ডারকে নিয়ে সমর্থকেরা সামাজিকমাধ্যমে সমবেদনা প্রকাশ করেছেন। কেউ একজন লিখেছেন, ‘দারুণ এক ম্যাচ ছিল। তবে আমার খারাপ লাগছে যে আন্তর্জাতিক কোনো বড় শিরোপা না জিতেই মদরিচ তার ক্যারিয়ার শেষ করবেন। চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়াকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে সতীর্থরা তাকে হতাশ করেছেন।’ আবার কারও মতে, আন্তর্জাতিক শিরোপা না জিতলেও মদরিচ সর্বকালের সেরা, ‘আন্তর্জাতিক ট্রফি জিতে কোনো কিছু প্রমাণের দরকার নেই। তিনি এখনো গোট (গ্রেটেস্ট অব অল টাইম)।’ আরেকজন লিখেছেন, ‘খুবই দুঃখজনক এক দৃশ্য। দারুণ প্রতিভাবান এক খেলোয়াড়।’ 

ক্রোয়েশিয়া এর আগে রানার্সআপ হয়েছে ২০১৮ ফুটবল বিশ্বকাপে। ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত