ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ম্যাচে মার্কাস রাশফোর্ডের গোল থাকবে না—এমনটা এখন কল্পনাই করা যায় না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচের ৯টিতে গোল করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। এর মধ্যে একটি মাত্র ম্যাচে হেরেছে তাঁর দল।
কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগেও গোল পেয়েছেন রাশফোর্ড। ম্যাচও জিতেছে তাঁর দল। নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তাঁর অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ এরিক টেন হাগ। কোচ এতটাই মুগ্ধ যে শিষ্যকে অপ্রতিরোধ্য বলেছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘দলের অনেক ফুটবলারই দুর্দান্ত খেলেছে। তবে মার্কাসের পারফরম্যান্স ও উন্নতি নিয়ে আমি খুব খুশি। মৌসুমের শুরু থেকে সে উন্নতি করছে এবং তা চালিয়ে যাচ্ছে। যদি সে একই মেজাজ ও গতি ধরে রাখতে পারে, তাহলে আমার মতে সে অপ্রতিরোধ্য।’
দলের হয়ে ছয় মিনিটে প্রথম গোল করেন রাশফোর্ড। গোলটিও ছিল দেখার মতো। বাঁ প্রান্ত ধরে লম্বা দৌড় দিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বের হয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোল করেন তিনি। সব মিলিয়ে ১০ ম্যাচে ১০ গোল করলেন ম্যান ইউনাইটেডের ১০ নম্বর।
দলের অন্য ২ গোলের মধ্যে একটি করেছেন ওল্ড ট্রাফোর্ডে নতুন আসা ওট ওয়েগহর্স্ট। ম্যান ইউনাইটেডের হয়ে ৪৫ মিনিটে নিজের প্রথম গোলটি করেছেন তিনি। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩-০ গোলের বড় জয়ে বলা চলে টুর্নামেন্টটির ফাইনালে এক পা দিয়ে রেখেছেন টেন হাগের শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ম্যান ইউনাইটেডের মাঠে আগামী ২ ফেব্রুয়ারি।
ম্যানচেস্টার ইউনাইটেডের জয়ের ম্যাচে মার্কাস রাশফোর্ডের গোল থাকবে না—এমনটা এখন কল্পনাই করা যায় না। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচের ৯টিতে গোল করেছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড। এর মধ্যে একটি মাত্র ম্যাচে হেরেছে তাঁর দল।
কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগেও গোল পেয়েছেন রাশফোর্ড। ম্যাচও জিতেছে তাঁর দল। নটিংহাম ফরেস্টকে ৩-০ গোলে হারানোর ম্যাচে তাঁর অসাধারণ নৈপুণ্যে মুগ্ধ এরিক টেন হাগ। কোচ এতটাই মুগ্ধ যে শিষ্যকে অপ্রতিরোধ্য বলেছেন তিনি।
টেন হাগ বলেছেন, ‘দলের অনেক ফুটবলারই দুর্দান্ত খেলেছে। তবে মার্কাসের পারফরম্যান্স ও উন্নতি নিয়ে আমি খুব খুশি। মৌসুমের শুরু থেকে সে উন্নতি করছে এবং তা চালিয়ে যাচ্ছে। যদি সে একই মেজাজ ও গতি ধরে রাখতে পারে, তাহলে আমার মতে সে অপ্রতিরোধ্য।’
দলের হয়ে ছয় মিনিটে প্রথম গোল করেন রাশফোর্ড। গোলটিও ছিল দেখার মতো। বাঁ প্রান্ত ধরে লম্বা দৌড় দিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বের হয়ে বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গোল করেন তিনি। সব মিলিয়ে ১০ ম্যাচে ১০ গোল করলেন ম্যান ইউনাইটেডের ১০ নম্বর।
দলের অন্য ২ গোলের মধ্যে একটি করেছেন ওল্ড ট্রাফোর্ডে নতুন আসা ওট ওয়েগহর্স্ট। ম্যান ইউনাইটেডের হয়ে ৪৫ মিনিটে নিজের প্রথম গোলটি করেছেন তিনি। আর ম্যাচ শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে তৃতীয় গোলটি করেন ব্রুনো ফার্নান্দেজ। ৩-০ গোলের বড় জয়ে বলা চলে টুর্নামেন্টটির ফাইনালে এক পা দিয়ে রেখেছেন টেন হাগের শিষ্যরা। দ্বিতীয় লেগের ম্যাচটি হবে ম্যান ইউনাইটেডের মাঠে আগামী ২ ফেব্রুয়ারি।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে