চোটের কারণে প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামির মূল একাদশে মেসি হয়ে পড়েন অমাবশ্যার চাঁদ। সেখানে আজ ক্লাব প্রীতি ম্যাচে ডিআরভি পিংক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মেসিকে নিয়েই প্রধান একাদশ সাজায় মায়ামি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে দেখা যায় শৈশবের ক্লাবের ফুটবলারদের সঙ্গে খুনসুটি করতে। মায়ামির কাছে এটাই প্রাক মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচটিকেই বিশেষ মনে করছেন মেসি। কারণ শৈশবের ক্লাবের সঙ্গে দেখা করার এমন মুহূর্ত যে বারবার আসে না। আর্জেন্টিনার তারকা ফুটবলার ইনস্টাগ্রামে লিখে বলেন, ‘প্রাক মৌসুম শেষ করতে এটা ভেরি স্পেশাল ম্যাচ।’
ইন্টার মায়ামি-নিওয়েলস ওল্ড বয়েজ ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির গোল করেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা শ্যানিডার বর্গেলিন। মেসি ৬০ মিনিট খেলেও পাননি গোলের দেখা। বরং বেশ কিছু গোলের সুযোগ মিস করেছেন। এমনকি তাঁর অ্যাসিস্ট থেকেও গোল করতে পারেননি মায়ামির সেন্ট্রাল মিডফিল্ডার দিয়েগো গোমেজ।
প্রাক মৌসুমে এবার ইন্টার মায়ামি ম্যাচ খেলেছে ৭ টি। ৭ ম্যাচে জিতেছে কেবল ১ ম্যাচ। ৪ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। যার মধ্যে আল নাসরের বিপক্ষে মায়ামি হেরেছে ৬-০ গোলে। তবে হংকং একাদশের বিপক্ষে যে ম্যাচ ইন্টার মায়ামি জিতেছে, সেই ম্যাচেই অনুপস্থিত ছিলেন মেসি। এ নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।
চোটের কারণে প্রাক মৌসুম সফরে ইন্টার মায়ামির মূল একাদশে মেসি হয়ে পড়েন অমাবশ্যার চাঁদ। সেখানে আজ ক্লাব প্রীতি ম্যাচে ডিআরভি পিংক স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। মেসিকে নিয়েই প্রধান একাদশ সাজায় মায়ামি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে দেখা যায় শৈশবের ক্লাবের ফুটবলারদের সঙ্গে খুনসুটি করতে। মায়ামির কাছে এটাই প্রাক মৌসুমের শেষ ম্যাচ। এই ম্যাচটিকেই বিশেষ মনে করছেন মেসি। কারণ শৈশবের ক্লাবের সঙ্গে দেখা করার এমন মুহূর্ত যে বারবার আসে না। আর্জেন্টিনার তারকা ফুটবলার ইনস্টাগ্রামে লিখে বলেন, ‘প্রাক মৌসুম শেষ করতে এটা ভেরি স্পেশাল ম্যাচ।’
ইন্টার মায়ামি-নিওয়েলস ওল্ড বয়েজ ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। মায়ামির গোল করেন ৬১ মিনিটে বদলি হিসেবে নামা শ্যানিডার বর্গেলিন। মেসি ৬০ মিনিট খেলেও পাননি গোলের দেখা। বরং বেশ কিছু গোলের সুযোগ মিস করেছেন। এমনকি তাঁর অ্যাসিস্ট থেকেও গোল করতে পারেননি মায়ামির সেন্ট্রাল মিডফিল্ডার দিয়েগো গোমেজ।
প্রাক মৌসুমে এবার ইন্টার মায়ামি ম্যাচ খেলেছে ৭ টি। ৭ ম্যাচে জিতেছে কেবল ১ ম্যাচ। ৪ ম্যাচ হেরেছে ও ড্র করেছে ২ ম্যাচ। যার মধ্যে আল নাসরের বিপক্ষে মায়ামি হেরেছে ৬-০ গোলে। তবে হংকং একাদশের বিপক্ষে যে ম্যাচ ইন্টার মায়ামি জিতেছে, সেই ম্যাচেই অনুপস্থিত ছিলেন মেসি। এ নিয়ে পরে অনেক সমালোচনা হয়েছে।
ফ্লোরিডার লডারহিলে গতকাল জেসন হোল্ডারের শেষ বলের বাউন্ডারিতে ওয়েস্ট ইন্ডিজ টানা ৯ হারের পর জয়ের দেখা পেয়েছিল। তাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের আশা তৈরি হয়েছিল উইন্ডিজের। সেই জয়ের রেশ কাটতে না কাটতেই ফের যখন মাঠে নামল উইন্ডিজ, এবার তারা মাঠ ছাড়ল হারের হতাশা নিয়েই।
৬ মিনিট আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের কিউরেটর হিসেবে গামিনি ডি সিলভাকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। মিরপুরের উইকেটকে ‘মাইনফিল্ডে পরিণত করে বাংলাদেশ দল শক্তিশালী দলের বিপক্ষে মাঝে মধ্যে সাফল্য পেলেও তাতে যতটা না প্রশংসা, তার চেয়ে বেশি নিন্দিত-সমালোচিত হয়েছেন গামিনি।
২৪ মিনিট আগেকোচ হিসেবে মোহাম্মদ আশরাফুল যাত্রা শুরু করেছেন গত বছর। তবে এনসিএল বা জাতীয় লিগের কোচ হলেন প্রথমবার। সেপ্টেম্বরে এনসিএল টি-টোয়েন্টি দিয়ে বরিশালের প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
৩৫ মিনিট আগেরাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
১১ ঘণ্টা আগে