নিজস্ব প্রতিবেদক
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
১৬ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
৪১ মিনিট আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে