নিজস্ব প্রতিবেদক
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
ছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
২ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বোলিংয়ে রীতিমতো খাবি খাচ্ছে পাকিস্তান। মিরপুর শেরেবাংলায় তাঁর স্লোয়ার-কাটারে বিভ্রান্ত হচ্ছেন পাকিস্তানি ব্যাটাররা। ছন্দে থাকা বাংলাদেশের এই বাঁহাতি পেসার গড়ে চলেছেন একাধিক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও পেয়েছেন তিনি হাতেনাতে।
৪ ঘণ্টা আগে