নিজস্ব প্রতিবেদক
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বসুন্ধরা কিংস-শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এই ম্যাচ জিতলে চার ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা দ্বিতীয় শিরোপা জিতবে বসুন্ধরা কিংস। শেখ জামাল জিতলে শক্ত হতো দ্বিতীয় স্থানে তাদের জায়গা। এমন ম্যাচের আগেই কিনা ছাঁটাই হলেন শেখ জামাল কোচ শফিকুল ইসলাম মানিক!
বড় কোনো তারকা ছাড়াই শেখ জামালকে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে এনেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা কোচ মানিক। লিগ জয়ের দৌড়ে না থাকলেও দলটিকে আগামী এএফসি কাপ খেলানোর স্বপ্ন দেখাচ্ছিলেন তিনি। বসুন্ধরা ম্যাচের আগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্টে পয়েন্ট টেবিলের দুইয়ে ছিল জামাল। দেশের অন্যতম সেরা দল আবাহনী ১৯ ম্যাচে ৩৭ পয়েন্টে ছিল তৃতীয় স্থানে।
ম্যাচ খেলার আগে হঠাৎ ছাঁটাই হওয়ার সিদ্ধান্তে অবাক হয়েছেন মানিক নিজেই। কেন ছাঁটাই হলেন তার সঠিক কোনো কারণ তাঁর নিজেরও জানা নেই। আগামীকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ জামালের এক কর্মকর্তা জানিয়েছেন গত মে মাসে অবনমন অঞ্চলে থাকা আরামবাগের কাছে ৩-১ গোলে হারায় তখন থেকেই মানিকের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়ে রাখা হয়েছিল। এরপর গত শুক্রবার আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শেখ জামাল।
মানিক ছাঁটাই হওয়ায় বসুন্ধরা কিংস ম্যাচে ভারপ্রাপ্ত কোচ হিসেবে শেখ জামালের ডাগআউট সামলেছেন ভারপ্রাপ্ত কোচ মোশারফ হোসেন বাদল। আগামী সেপ্টেম্বরে ডুরান্ড কাপেও খেলতে যাওয়ার আমন্ত্রণ পেয়েছে শেখ জামাল।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে