আজকের পত্রিকা ডেস্ক
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
তার আগে আজ বাফুফের কৃত্রিম টার্ফে হলো অ্যামপিউটি ফুটবল উৎসব। যেখানে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। যে দলগুলোতে খেলেছেন সবাই।
এ দিন অ্যামপিউটি ফুটবল উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এই ফুটবলারদের দেখে ভাবনা নিজেও প্রেরণা খুঁজে নিলেন, ‘প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। সত্যি বলতে ডিজঅ্যাবিলিটি ইজ নট ইন অ্যাবিলিটি। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে যদি এই ফুটবলারদের আরও টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানায় তাহলেও আসব আমি।’
এ দিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে খুশি বাফার সহসভাপতি বদিউজ্জামান আল আমিন, ‘আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।’
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
তার আগে আজ বাফুফের কৃত্রিম টার্ফে হলো অ্যামপিউটি ফুটবল উৎসব। যেখানে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। যে দলগুলোতে খেলেছেন সবাই।
এ দিন অ্যামপিউটি ফুটবল উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এই ফুটবলারদের দেখে ভাবনা নিজেও প্রেরণা খুঁজে নিলেন, ‘প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। সত্যি বলতে ডিজঅ্যাবিলিটি ইজ নট ইন অ্যাবিলিটি। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে যদি এই ফুটবলারদের আরও টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানায় তাহলেও আসব আমি।’
এ দিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে খুশি বাফার সহসভাপতি বদিউজ্জামান আল আমিন, ‘আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।’
প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
১২ ঘণ্টা আগেজয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১৪ ঘণ্টা আগে২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১৫ ঘণ্টা আগে