Ajker Patrika

ফেব্রুয়ারিতে ঢাকায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ

অনলাইন ডেস্ক
পা নেই তবু ফুটবল মাঠে চলছে তাদের লড়াই। ছবি: বাফুফে
পা নেই তবু ফুটবল মাঠে চলছে তাদের লড়াই। ছবি: বাফুফে

আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।

তার আগে আজ বাফুফের কৃত্রিম টার্ফে হলো অ্যামপিউটি ফুটবল উৎসব। যেখানে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। যে দলগুলোতে খেলেছেন সবাই।

এ দিন অ্যামপিউটি ফুটবল উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এই ফুটবলারদের দেখে ভাবনা নিজেও প্রেরণা খুঁজে নিলেন, ‘প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। সত্যি বলতে ডিজঅ্যাবিলিটি ইজ নট ইন অ্যাবিলিটি। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে যদি এই ফুটবলারদের আরও টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানায় তাহলেও আসব আমি।’

এ দিকে বসুন্ধরা কিংস অ্যারেনায় এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে পেরে খুশি বাফার সহসভাপতি বদিউজ্জামান আল আমিন, ‘আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত