Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসিদের ম্যাচের রেফারি 

আপডেট : ০২ জুন ২০২৩, ২২: ১৫
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মেসিদের ম্যাচের রেফারি 

সায়মন মার্চিনিয়াক বলতে গেলে এখন হাঁপ ছেড়ে বেঁচেছেন। চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন কি থাকবেন না তা সুতোয় ঝুলছিল। এবার তিনি থাকছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালের রেফারির দায়িত্বে। 

গত ২৯ মে কাটোয়াইসের এভারেস্ট বিজনেস কনফারেন্সে গিয়েছিলেন। সেই সম্মেলনের আয়োজক ছিলেন পোল্যান্ডের ডানপন্থী নেতা স্লায়োমির মেন্তজেন। মেন্তজেনের এই সম্মেলনে কিছু বলে ফেঁসে গিয়েছিলেন মার্চিনিয়াক। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রেফারির দায়িত্ব থেকে সরানো নিয়ে চলে আলোচনা। তদন্ত করা শেষে উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাগুলোকে প্রত্যাখ্যান করেছি।’ ক্ষমা চেয়ে মার্চিনিয়াক বলেন, ‘এ ঘটনার সঙ্গে জড়িত থাকায় যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সে জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তদন্ত শেষে প্রমাণ হয়েছে যে আমি মারাত্মকভাবে বিভ্রান্ত হয়েছি। আমি জানতামই না যে এটা পোলিশ চরম ডান আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।’ 

১০ জুন ইস্তাম্বুলে হবে ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। ফাইনালে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি-ইন্টার মিলান। সিটি-ইন্টারের ফাইনালে রেফারির দায়িত্ব পালন করতে যাচ্ছেন মার্চিনিয়াক। এর আগে এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের রিয়াল-সিটি সেমিফাইনালের দ্বিতীয় লেগে রেফারির দায়িত্ব পালন করেছিলেন মার্চিনিয়াক। সেই ম্যাচে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল সিটি। তার আগে ২০২২ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন পোলিশ এই রেফারি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত