১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
১৯৫৮ সালে নিজেদের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনাল খেলেছিল সুইডেন। সেই ফাইনালে খেলা সুইডিশ দলের শেষ জীবিত খেলোয়াড়টিও চলে গেলেন আজ। ৮৯ বছর বয়সে মারা গেছেন ফিওরেন্তিনার সাবেক সুইডিশ উইঙ্গার কার্ট হামরিন।
ভক্ত-সমর্থকেরা তাঁকে ভালোবেসে ডাকত ‘উচ্চেলিনো’, যার ইংরেজি অর্থ ‘লিটল বার্ড’। হামরিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফিওরেন্তিনা এক বিবৃতিতে বলেছে, ‘ফিওরেন্তিনার সবাই কার্ট হ্যামরিনের মৃত্যুতে তাঁর পরিবার এবং পুরো ফুটবল সম্প্রদায়ের সঙ্গে একাত্ম হয়ে শোক জানাচ্ছে। হামরিন ফুটবলের একজন সত্যিকারের কিংবদন্তি ছিলেন এবং থাকবেন। বিশেষ করে ফিওরেন্তিনা সমর্থকদের কাছে।’ হামরিনের মৃত্যুতে শোক জানিয়েছে সুইডিশ ফুটবল অ্যাসোসিয়েশনও।
১৯৫৮ বিশ্বকাপে সুইডেনকে ফাইনালে তোলার মূল কারিগর ছিলেন হামরিন। তবে সেবার ফাইনালে তারা হেরে যায় এক তরুণের কাছে, যাঁর নাম পেলে। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে প্রথম বিশ্বকাপ জেতে ব্রাজিল।
জাতীয় দলের হয়ে হামরিন ৩২ ম্যাচে ১৭ গোল করেছেন। তবে তিনি সুইডিশ সমর্থকদের কাছে স্মরণীয় হয়ে আছেন দলকে প্রথমবার বিশ্বকাপের ফাইনালের টিকিট এনে দেওয়ার জন্য। বিশ্বমঞ্চে সেটিই একমাত্র ফাইনাল সুইডেনের। সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও শেষ চারে গোল করেছিলেন হামরিন। ফাইনালে তাঁরা মুখোমুখি হয় মারিও জাগালো, গারিঞ্চা ও পেলের ব্রাজিলের।
পেশাদারি ক্যারিয়ারের অধিকাংশ সময় ফিওরেন্তিনায় কাটিয়েছেন হামরিন। খেলেছেন সিরি আর আরও তিন ক্লাব জুভেন্তাস, এসি মিলান ও নাপোলির হয়ে। তবে একমাত্র সিরি আ শিরোপা জিতেছেন মিলানের সান সিরোতে নিজের অভিষেক মৌসুমে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে