ক্রীড়া ডেস্ক
ঈদের আমেজ শুরু হয়েছে কদিন আগে থেকেই। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। সামাজিক মাধ্যমে গতকাল থেকেই দেখা যাচ্ছে, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরে অনেকে বেরিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’ মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তাঁর ছেলে। তাঁরা সবাই ঈদের সকালে নামাজ পড়ছেন।
মিরাজ, মুশফিক, তাসকিনদের ছবিতে যেমন অনেককে দেখা গেছে, শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’
বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।
ঈদের আমেজ শুরু হয়েছে কদিন আগে থেকেই। পরিবারের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করতে অনেকেই চলে গেছেন ঢাকার বাইরে। অনেকে আবার রাজধানী শহরেই থেকেছেন। সামাজিক মাধ্যমে গতকাল থেকেই দেখা যাচ্ছে, ‘ঈদ মোবারক।’
বাংলাদেশে আজ উদ্যাপন করা হচ্ছে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে পাজামা-পাঞ্জাবি পরে অনেকে বেরিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটাররাও উদযাপন করছেন ঈদ। উৎসবের মুহূর্ত সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। তাসকিন আহমেদ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পরিবারের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে তাসকিনের দুই মেয়ে ও এক ছেলে এবং বাবা রয়েছেন। তাসকিন ক্যাপশন দিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। ঈদ মুবারক সবাইকে।’
মেহেদী হাসান মিরাজ-মুশফিকুর রহিমরাও ঈদের সকালে ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মিরাজ লিখেছেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ-উল-আযহা। পবিত্র এই দিনে আরও গভীর হোক আমাদের আত্মত্যাগের ক্ষমতা ও ভালোবাসার শক্তি। ঈদ মোবারক।’ মুশফিক লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক সবাইকে।’ তিনি যে ছবি পোস্ট করেছেন, সেখানে দেখা গেছে একজনের সেলফিতে আছেন মুশফিক ও তাঁর ছেলে। তাঁরা সবাই ঈদের সকালে নামাজ পড়ছেন।
মিরাজ, মুশফিক, তাসকিনদের ছবিতে যেমন অনেককে দেখা গেছে, শরীফুল ইসলাম ছবি তুলেছেন একা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শরীফুল লিখেছেন, ‘ঈদ মুবারক’। বাংলাদেশের বাঁহাতি পেসার ঈদের সকালে দুটি ছবি পোস্ট করেছেন। আর বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ঈদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘ঈদ আপনাদের ভালো কাটুক। সবাই উপভোগ করুন। সুস্থ থাকুন।’
বাংলাদেশ ক্রিকেট দলের পরের গন্তব্য এখন শ্রীলঙ্কা। লঙ্কা সফরে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ১৭ জুন গলে টেস্ট দিয়ে শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপক্ষীয় সিরিজ। দ্বিতীয় টেস্টের ভেন্যু কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি)। ২৫ জুন এসএসসিতে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সাদা পোশাকের সিরিজ শেষে ২ থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে সিরিজের তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি।
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৬ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে