ক্রীড়া ডেস্ক
নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মেলে স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারই সুফল হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ জাতীয় দলের কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাফুফের নতুন কমিটির চার মাসের মাথায় এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এ চুক্তির পরই প্রকাশ পেয়েছে হামজাদের নতুন অ্যাওয়ে জার্সি।
জার্সি প্রকাশের পরই আলোচনায় বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি। জর্সির বর্ণনায় বাফুফে জানিয়েছে, জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির নকশার মাধ্যমে দারুণভাবে প্রকাশ পেয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে উপস্থাপন করে। হাতার ওপর তারকা আকৃতির শাপলা ও হিরার মোটিফ একত্রিত হয়ে খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। হাতার প্যাটার্ন সম্পূর্ণরূপে জ্যামিতিক ও ধারালো প্রান্তযুক্ত কাঠামোতে নকশা করা হয়েছে, যা আধুনিক নান্দনিকতা তৈরি করে। এই ধারালো আকৃতি শুধু বাংলাদেশের জাতীয় ফুলকেই প্রতিফলিত করে না, বরং এটি খেলোয়াড়দের শক্তি, নিখুঁত ও দৃঢ়সংকল্পকেও চিহ্নিত করে, যা একটি উজ্জ্বল হিরার বিভিন্ন দিকের মতোই উজ্জ্বল।
বাফুফে জানিয়েছে, জার্সিটির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি। যিনি পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শিল্পকর্মটি গড়েছেন। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো, ডান পাশে স্পন্স ব্র্যান্ড দৌড়ের লোগো। পাশাপাশি তিন নদীর অববাহিকা এমনভাবে নকশা করা হয়েছে, যা অনেকটা বিজয়ের প্রতীক ‘ভি’-এর মতো।
সম্পূর্ণ জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এটি দেশপ্রেম, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।
নারীদের সাফ জয় কিংবা হামজা চৌধুরীর সংযুক্তিতে দেশের ফুটবলে সাড়া জাগানো আগ্রহ মেলে স্পনসর প্রতিষ্ঠানের পক্ষ থেকে। তারই সুফল হিসেবে প্রথমবারের মতো আনুষ্ঠানিক কিট স্পনসর পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দেশীয় স্পোর্টস ব্র্যান্ড ‘দৌড়’ জাতীয় দলের কিট স্পনসর হিসেবে যুক্ত হয়েছে। বাফুফের নতুন কমিটির চার মাসের মাথায় এই চুক্তি বাস্তবায়ন হয়েছে। এ চুক্তির পরই প্রকাশ পেয়েছে হামজাদের নতুন অ্যাওয়ে জার্সি।
জার্সি প্রকাশের পরই আলোচনায় বাংলাদেশ ফুটবল দলের অ্যাওয়ে জার্সি। জর্সির বর্ণনায় বাফুফে জানিয়েছে, জার্সিতে বাংলাদেশের সার্বিক পরিচয়কে অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, যা জার্সির নকশার মাধ্যমে দারুণভাবে প্রকাশ পেয়েছে। দেশের মূল উপাদানসমূহ—বাংলাদেশের মানচিত্র, নদ-নদী, জাতীয় পতাকা এবং জাতীয় ফুলকে অর্থবহ ও প্রতীকী উপস্থাপনার মাধ্যমে সংযুক্ত করা হয়েছে।
জার্সির কেন্দ্রস্থলে নদীর রেখা বাংলাদেশের নদীবাহিত পরিচয়কে প্রতিফলিত করে, আর লালের ব্যবহার জাতীয় পতাকার উদীয়মান সূর্যকে উপস্থাপন করে। হাতার ওপর তারকা আকৃতির শাপলা ও হিরার মোটিফ একত্রিত হয়ে খেলোয়াড়দের উৎসর্গ ও মূল্যবোধকে সম্মান জানায়। হাতার প্যাটার্ন সম্পূর্ণরূপে জ্যামিতিক ও ধারালো প্রান্তযুক্ত কাঠামোতে নকশা করা হয়েছে, যা আধুনিক নান্দনিকতা তৈরি করে। এই ধারালো আকৃতি শুধু বাংলাদেশের জাতীয় ফুলকেই প্রতিফলিত করে না, বরং এটি খেলোয়াড়দের শক্তি, নিখুঁত ও দৃঢ়সংকল্পকেও চিহ্নিত করে, যা একটি উজ্জ্বল হিরার বিভিন্ন দিকের মতোই উজ্জ্বল।
বাফুফে জানিয়েছে, জার্সিটির ডিজাইনার তাসমিত আফিয়াত আরনি। যিনি পদ্মা, মেঘনা ও যমুনা নদী এবং দেশের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে এই শিল্পকর্মটি গড়েছেন। বুকের বাঁ-পাশে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লোগো, ডান পাশে স্পন্স ব্র্যান্ড দৌড়ের লোগো। পাশাপাশি তিন নদীর অববাহিকা এমনভাবে নকশা করা হয়েছে, যা অনেকটা বিজয়ের প্রতীক ‘ভি’-এর মতো।
সম্পূর্ণ জার্সিটি বাংলাদেশের পরিচয়, ঐতিহ্য এবং ক্রীড়াবিদদের অবিচল চেতনার একটি শক্তিশালী চিত্র তুলে ধরে। এটি দেশপ্রেম, সংস্কৃতি ও নান্দনিকতার এক অনন্য সংমিশ্রণ।
এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ ম্যাচের জন্য গতকাল থেকে অনুশীলন শুরু করেছে ভারত। শুরুর দিনই বড়সর বার্তা দিয়ে রাখলেন ভারতীয় ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্ঘন। বাংলাদেশকে শুধু হারানোই নয়, নিজেদের গোলবারও অক্ষত রাখতে চান তিনি।
১ ঘণ্টা আগেনুরুল হাসান সোহান, সাদমান ইসলাম—ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ এই দুই ক্রিকেটার দুর্দান্ত সেঞ্চুরি করেছেন। দুজনের সেঞ্চুরিতেই দল জিতেছে হেসেখেলে। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন দুই সেঞ্চুরিয়ানই।
১ ঘণ্টা আগেঢাকাই চলচ্চিত্রের ‘কিং খান’ শাকিব খানের থেকে যদি নায়ক হওয়ার প্রস্তাব পান, তাহলে কী করবেন তাসকিন আহমেদ? ঢাকায় আজ এক অনুষ্ঠানে সেরকমই এক প্রস্তাব পেয়েছেন তাসকিন।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, খ্যাতি, ঐশ্বর্যে পরিপূর্ণ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) পাখির চোখ করে থাকেন অনেক ক্রিকেটার। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করতে নির্ধারিত একটা সময়সূচি তাই রাখা হয়। আর আইপিএলকে এবার টেক্কা দিতে নতুন লিগ আনছে সৌদি আরব।
৪ ঘণ্টা আগে