Ajker Patrika

জাপানি ক্লাবের বিপক্ষে মেসি কীভাবে খেললেন, মায়ামির কাছে প্রশ্ন

জাপানি ক্লাবের বিপক্ষে মেসি কীভাবে খেললেন, মায়ামির কাছে প্রশ্ন

ইন্টার মায়ামির হয়ে এবার এশিয়া সফরে এসেছেন লিওনেল মেসি। সেই সফরে তাঁকে নিয়ে আলোচনা চলছেই। আলোচনা মাঠের পারফরম্যানস নয়, বরং ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে এক ম্যাচে দেখা যাচ্ছে তো অন্য ম্যাচে পাওয়া যাচ্ছে না। 

চলতি সপ্তাহের রোববার হংকং স্টেডিয়ামে হংকং একাদশের বিপক্ষে প্রীতি ম্যাচে মেসিকে নামানোই হয়নি। যদিও আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারের খেলার কথা ছিল ৪৫ মিনিট। এমনকি গতকাল জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ভিসেল কোবের বিপক্ষে খেলা নিয়েও ছিল ‘যদি কিন্তু’। শেষ পর্যন্ত মেসি নেমেছেন ৬০ মিনিটে। এখানেই প্রশ্ন তুলেছে হংকংয়ের শিল্প, ক্রীড়া ও টুরিজম ব্যুরো। এক বিবৃতিতে তারা বলেছে, ‘সে যা-ই হোক, তিন দিন পর মেসি বেশ সাবলীলভাবে জাপানে খেলেছেন। সরকার আশা করছে যে আয়োজক ও দল যথাযথ ব্যাখ্যা দেবে।’ 
 
হংকং একাদশের বিপক্ষে গতকাল হংকং স্টেডিয়ামে মুখোমুখি হয় ইন্টার মায়ামি। এই ম্যাচের আয়োজক ছিল টেটলার এশিয়া। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে ছিল উপচে পড়া ভিড়। তাতে আয়োজকদের ওপর অসন্তোষ প্রকাশ করেছে হংকং সরকার। একই সঙ্গে তাদের (আয়োজক) থেকে ডলার কেটে নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটির সরকার। সরকারের পক্ষ থেকে এক বিবৃতি বলা হয়েছে, ‘মেজর স্পোর্টস ইভেন্ট কমিটি (এমএসইসি) ১৯ লাখ ২০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছিল, বাংলাদেশি মুদ্রায় তা ২১ কোটি ২৭ লাখ টাকা। এর মধ্যে ১০ লাখ ডলার (১১ কোটি ৮ লাখ টাকা) ছিল স্টেডিয়ামের জন্য। মেসিকে আজ না খেলানোয় সরকারের পাশাপাশি ফুটবল ভক্তরা আয়োজকদের আয়োজন নিয়ে ভীষণ হতাশ। সব ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা আয়োজকদের দিতে হবে। মেসি না খেলায় তহবিলের পরিমাণ কমে গেছে। শর্তাবলী দেখে আয়োজকদের ওপর ব্যবস্থা নেবে এমএসইসি।’  

২৯ জানুয়ারি সৌদি আরবের রিয়াদে কিংডম অ্যারেনায় আল হিলালের বিপক্ষে ম্যাচ দিয়ে ইন্টার মায়ামির এশিয়া সফর শুরু। সেই ম্যাচে মায়ামির শুরুর একাদশে ছিলেন মেসি। এরপর থেকেই চোটের কারণে মায়ামির মূল একাদশে তাঁকে পাওয়া যাচ্ছে না। ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে নেমেছেন ৮৩ মিনিটে। এই চার ম্যাচের মধ্যে মেসি যে ম্যাচটা খেলেননি সেই ম্যাচটা জেতে মায়ামি। হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছিল মায়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত