এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ ছিল জার্মানি, স্পেন, কোস্টারিকা। জার্মানি ও স্পেনের মতো দুই ইউরোপীয় পরাশক্তি থাকায় অনেক ভক্ত-সমর্থক হয়তো জাপানের দ্বিতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন না। তবে কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে এই ‘গ্রুপ অফ ডেথ’ থেকেই চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোতে পৌঁছেছে জাপান। যেখানে জার্মানি, স্পেন-এই দুই দলের বিপক্ষেই পিছিয়ে থেকে জয় পেয়েছে ব্লু-সামুরাইরা।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিয়ান শুরু করে জাপান। ম্যাচের ৩৩ মিনিটের সময় ইকে গুনডোগানের গোলে এগিয়ে যায় জার্মানি। ৭৪ মিনিট পর্যন্ত ম্যাচে পরিষ্কার ফেভরিট ছিল জার্মানরা। আর এখান থেকেই মূলত নাটকীয়তার শুরু। ৭৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন রিতসু দোয়ান। ৮৩ মিনিটে তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপানিজরা। ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন ঘটায় ব্লু-সামুরাইরা।
জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসী জাপান খেলে কোস্টারিকার বিপক্ষে। ২৭ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে কোস্টারিকার রক্ষণদুর্গে বেশ কয়েকবার হানা দিয়েছিল জাপান। তবে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি জাপানিজরা। ৮১ মিনিটে কেইশার ফুলারের গোলে কোস্টারিকা ১-০ গোলে হারায় জাপানকে।
১টি করে ম্যাচ জয় ও পরাজয়ে জাপানের কাছে গতকাল ম্যাচটি ছিল ‘বাঁচা-মরার ম্যাচ।’ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে জাপানিজদের প্রতিপক্ষ ছিল স্পেন। ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নরা। তখন জাপানিজ ফুটবলাররা হয়তো বলছিলেন, ’ পিকচার আভি বাকি হ্যাঁয়।’ দ্বিতীয়ার্ধের শুরুতে ৩ মিনিটের ম্যাজিকেই এগিয়ে যায় জাপান। ৪৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন রিতসু দোয়ান। আর ৫২ মিনিটের সময় হয় অবিশ্বাস্য সেই গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং গোলটি করেন আও তানাকা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাপানের ওঠা নিশ্চিত হয়।
কম সময় বল দখলে নিয়ে ম্যাচ কীভাবে জেতা যায় এবারের বিশ্বকাপে জাপান সেটা করে দেখিয়েছে। জার্মানি-জাপান ম্যাচে জাপান বল দখলে রেখেছিল ২৬ শতাংশ। আর গতকাল স্পেনের বিপক্ষে জাপান গতকাল বল দখলে রেখেছিল ১৭ শতাংশ। বিশ্বকাপ ইতিহাসে বলের দখল সবচেয়ে কম নিয়ে ম্যাচ জয়ের রেকর্ডটি এখন হয়ে গেছে জাপানিজদের। জাপানিজদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে অসাধারণ অবদান রেখেছেন গোলরক্ষক শুইচি গোন্ডা। তিন ম্যাচে প্রতিপক্ষের ১২টি শট বাঁচিয়ে দিয়েছেন। জার্মানির বিপক্ষে গোন্ডা রীতিমতো হয়ে গিয়েছিলেন ‘সুপারম্যান।’ তাছাড়া এই টুর্নামেন্টে জাপানের বদলি খেলোয়াড়েরা অসাধারণ খেলেছেন। চারটি গোলের তিনটিই করেছেন বদলি খেলোয়াড়েরা।
রূপকথার মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠাই নয়, বিশ্বকাপে রেকর্ড গড়ায় ব্রাজিল, জার্মানিরও সঙ্গী হয়েছে জাপান। পিছিয়ে থেকে একই বিশ্বকাপে দুই ম্যাচ জেতা তৃতীয় দল হচ্ছে জাপান। ১৯৩৮ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিল ব্রাজিল। আর ১৯৭০ বিশ্বকাপে এমন রেকর্ড গড়েছিল জার্মানরা।
এবারের বিশ্বকাপে ‘ই’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ ছিল জার্মানি, স্পেন, কোস্টারিকা। জার্মানি ও স্পেনের মতো দুই ইউরোপীয় পরাশক্তি থাকায় অনেক ভক্ত-সমর্থক হয়তো জাপানের দ্বিতীয় রাউন্ডে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন না। তবে কাতার বিশ্বকাপে চমক দেখিয়ে এই ‘গ্রুপ অফ ডেথ’ থেকেই চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে শেষ ষোলোতে পৌঁছেছে জাপান। যেখানে জার্মানি, স্পেন-এই দুই দলের বিপক্ষেই পিছিয়ে থেকে জয় পেয়েছে ব্লু-সামুরাইরা।
খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২৩ নভেম্বর জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিয়ান শুরু করে জাপান। ম্যাচের ৩৩ মিনিটের সময় ইকে গুনডোগানের গোলে এগিয়ে যায় জার্মানি। ৭৪ মিনিট পর্যন্ত ম্যাচে পরিষ্কার ফেভরিট ছিল জার্মানরা। আর এখান থেকেই মূলত নাটকীয়তার শুরু। ৭৫ মিনিটে সমতাসূচক গোলটি করেন রিতসু দোয়ান। ৮৩ মিনিটে তাকুমা আসানোর গোলে এগিয়ে যায় জাপানিজরা। ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা অঘটন ঘটায় ব্লু-সামুরাইরা।
জার্মানিকে হারিয়ে আত্মবিশ্বাসী জাপান খেলে কোস্টারিকার বিপক্ষে। ২৭ নভেম্বর আহমেদ বিন আলি স্টেডিয়ামে কোস্টারিকার রক্ষণদুর্গে বেশ কয়েকবার হানা দিয়েছিল জাপান। তবে কোস্টারিকান গোলরক্ষক কেইলর নাভাসের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি জাপানিজরা। ৮১ মিনিটে কেইশার ফুলারের গোলে কোস্টারিকা ১-০ গোলে হারায় জাপানকে।
১টি করে ম্যাচ জয় ও পরাজয়ে জাপানের কাছে গতকাল ম্যাচটি ছিল ‘বাঁচা-মরার ম্যাচ।’ খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে জাপানিজদের প্রতিপক্ষ ছিল স্পেন। ম্যাচের ১১ মিনিটের সময় আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ২০১০ এর বিশ্বচ্যাম্পিয়নরা। তখন জাপানিজ ফুটবলাররা হয়তো বলছিলেন, ’ পিকচার আভি বাকি হ্যাঁয়।’ দ্বিতীয়ার্ধের শুরুতে ৩ মিনিটের ম্যাজিকেই এগিয়ে যায় জাপান। ৪৮ মিনিটে সমতাসূচক গোলটি করেন রিতসু দোয়ান। আর ৫২ মিনিটের সময় হয় অবিশ্বাস্য সেই গোল। রিতসু দোয়ানের ক্রস লাইনের বাইরে চলে যাচ্ছিল। উইঙ্গার কাওরু মিতোমা বলটা দ্রুত রিসিভ করে ক্রস করেন এবং গোলটি করেন আও তানাকা। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জাপানের ওঠা নিশ্চিত হয়।
কম সময় বল দখলে নিয়ে ম্যাচ কীভাবে জেতা যায় এবারের বিশ্বকাপে জাপান সেটা করে দেখিয়েছে। জার্মানি-জাপান ম্যাচে জাপান বল দখলে রেখেছিল ২৬ শতাংশ। আর গতকাল স্পেনের বিপক্ষে জাপান গতকাল বল দখলে রেখেছিল ১৭ শতাংশ। বিশ্বকাপ ইতিহাসে বলের দখল সবচেয়ে কম নিয়ে ম্যাচ জয়ের রেকর্ডটি এখন হয়ে গেছে জাপানিজদের। জাপানিজদের গ্রুপ চ্যাম্পিয়ন হতে অসাধারণ অবদান রেখেছেন গোলরক্ষক শুইচি গোন্ডা। তিন ম্যাচে প্রতিপক্ষের ১২টি শট বাঁচিয়ে দিয়েছেন। জার্মানির বিপক্ষে গোন্ডা রীতিমতো হয়ে গিয়েছিলেন ‘সুপারম্যান।’ তাছাড়া এই টুর্নামেন্টে জাপানের বদলি খেলোয়াড়েরা অসাধারণ খেলেছেন। চারটি গোলের তিনটিই করেছেন বদলি খেলোয়াড়েরা।
রূপকথার মতো গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ওঠাই নয়, বিশ্বকাপে রেকর্ড গড়ায় ব্রাজিল, জার্মানিরও সঙ্গী হয়েছে জাপান। পিছিয়ে থেকে একই বিশ্বকাপে দুই ম্যাচ জেতা তৃতীয় দল হচ্ছে জাপান। ১৯৩৮ বিশ্বকাপে এই কীর্তি গড়েছিল ব্রাজিল। আর ১৯৭০ বিশ্বকাপে এমন রেকর্ড গড়েছিল জার্মানরা।
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৯ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৯ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
১১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১২ ঘণ্টা আগে