ইতালির জার্সিতে অভিষেক হলো মালিদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের। গত রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ৭৪ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ড্যানিয়েল মালদিনি। তাতেই লেখা হয়ে গেল ইতিহাস। ফুটবল পেল আরেকটি তিন প্রজন্মের বলার মতো গল্প।
ড্যানিয়েল মাঠে নামার আগেই ৪-১ গোলে এগিয়ে যায় ইতালি। সেই ব্যবধান ধরে রেখেই ঘরের মাঠে জয় পেয়েছে আজ্জুরিরা। দাদা ও বাবার পদাঙ্ক অনুসরণ করে এসি মিলানে খেলেছেন। এবার অভিষেক হলো জাতীয় দলে। ড্যানিয়েলের বাবার নাম সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন পাওলো মালদিনি। ইতালির হয়ে তিনি খেলেছেন ১২৬ ম্যাচ। দাদা সিজার মালদিনি খেলেছেন ১৪ ম্যাচ।
ছেলের অভিষেক উদিনে মাঠে বসে দেখেছেন পাওলো। ২৩ বছর বয়সী ড্যানিয়েল অবশ্য বাবা ও দাদার মতো ডিফেন্ডার হননি। খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, সিরি আর ক্লাব মোনজার হয়ে। ম্যাচ শেষে অভিষেকের রোমাঞ্চটা তিনি প্রকাশ করেন এভাবে, ‘এটা শক্তিশালী, ইতিবাচক অনুভূতি। আমি খুব খুশি যে, মাঠে নামতে পেরেছি এবং ম্যাচটাও ভালোভাবে শেষ হয়েছে। আমার বাবা-মা ম্যাচটি দেখায় আমি আনন্দিত। বাড়ি ফিরলে আমি তাদের সঙ্গে কথা বলব।’
নেশনস লিগের আরেক ম্যাচে জার্মানি ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। সঙ্গে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কার্ড নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারেননি ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এই ম্যাচটি দিয়ে নিজেদের চার ফুটবল কিংবদিন্তকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল জার্মানি।
ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, টমাস ও ইলকাই গুন্দোয়ান আগেই জাতীয় দলকে বিদায় বলেছেন। গতকাল ম্যাচ শুরুর আগে তাঁদের হাতে বিদায়ী স্মারক দিয়ে সম্মান জানায় জার্মান ফুটবল। তবে মাঠে বিশ্বকাপজয়ী অন্য দুই তারকা নয়্যার ও মুলার থাকলেও ছিলেন না ক্রুস।
গতরাতে আরেক আগুনে ম্যাচে জয় পেয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। কোলো মুয়ানির জোড়া গোলে বেলজিয়ামকে ব্রাসেলসে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচটিতে ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন অঁরেলিয়ে চুয়ামেনি। তবে সেই সুযোগেও সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম।
ইতালির জার্সিতে অভিষেক হলো মালিদিনি পরিবারের তৃতীয় প্রজন্মের। গত রাতে উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ৭৪ বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন ড্যানিয়েল মালদিনি। তাতেই লেখা হয়ে গেল ইতিহাস। ফুটবল পেল আরেকটি তিন প্রজন্মের বলার মতো গল্প।
ড্যানিয়েল মাঠে নামার আগেই ৪-১ গোলে এগিয়ে যায় ইতালি। সেই ব্যবধান ধরে রেখেই ঘরের মাঠে জয় পেয়েছে আজ্জুরিরা। দাদা ও বাবার পদাঙ্ক অনুসরণ করে এসি মিলানে খেলেছেন। এবার অভিষেক হলো জাতীয় দলে। ড্যানিয়েলের বাবার নাম সর্বকালের সেরা ডিফেন্ডারদের একজন পাওলো মালদিনি। ইতালির হয়ে তিনি খেলেছেন ১২৬ ম্যাচ। দাদা সিজার মালদিনি খেলেছেন ১৪ ম্যাচ।
ছেলের অভিষেক উদিনে মাঠে বসে দেখেছেন পাওলো। ২৩ বছর বয়সী ড্যানিয়েল অবশ্য বাবা ও দাদার মতো ডিফেন্ডার হননি। খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে, সিরি আর ক্লাব মোনজার হয়ে। ম্যাচ শেষে অভিষেকের রোমাঞ্চটা তিনি প্রকাশ করেন এভাবে, ‘এটা শক্তিশালী, ইতিবাচক অনুভূতি। আমি খুব খুশি যে, মাঠে নামতে পেরেছি এবং ম্যাচটাও ভালোভাবে শেষ হয়েছে। আমার বাবা-মা ম্যাচটি দেখায় আমি আনন্দিত। বাড়ি ফিরলে আমি তাদের সঙ্গে কথা বলব।’
নেশনস লিগের আরেক ম্যাচে জার্মানি ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ১-০ গোলে হারিয়েছে নেদারল্যান্ডসকে। সঙ্গে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। কার্ড নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারেননি ডাচ অধিনায়ক ভার্জিল ফন ডাইক। এই ম্যাচটি দিয়ে নিজেদের চার ফুটবল কিংবদিন্তকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানাল জার্মানি।
ম্যানুয়েল নয়্যার, টনি ক্রুস, টমাস ও ইলকাই গুন্দোয়ান আগেই জাতীয় দলকে বিদায় বলেছেন। গতকাল ম্যাচ শুরুর আগে তাঁদের হাতে বিদায়ী স্মারক দিয়ে সম্মান জানায় জার্মান ফুটবল। তবে মাঠে বিশ্বকাপজয়ী অন্য দুই তারকা নয়্যার ও মুলার থাকলেও ছিলেন না ক্রুস।
গতরাতে আরেক আগুনে ম্যাচে জয় পেয়েছে আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সও। কোলো মুয়ানির জোড়া গোলে বেলজিয়ামকে ব্রাসেলসে ২-১ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। ম্যাচটিতে ৭৬ মিনিটে লাল কার্ড দেখেন অঁরেলিয়ে চুয়ামেনি। তবে সেই সুযোগেও সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম।
অনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
১৬ মিনিট আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১০ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১১ ঘণ্টা আগে